সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

HS GEOGRAPHY SOIL HS GEOGRAPHY QUESTIONS 2020, WBCHSE GEOGRAPHY QUESTIONS 2020

নমস্কার ছাত্র-ছাত্রী আমি তোমাদের সৌরভ স্যার আজকে তোমাদের মৃত্তিকার বিষয়টি শর্ট প্রশ্ন সহ বড় প্রশ্ন সবই আলোচনা করব তাই আশা করি তোমরা সম্পূর্ণভাবে ব্লকটি পড়বে এবং তোমাদের কাছে আমার একটি অনুরোধ অবশ্যই এটিকে হোমস্ক্রিনে অ্যাড করে রাখ।HS GEOGRAPHY SOIL HS GEOGRAPHY QUESTIONS 2020, WBCHSE GEOGRAPHY QUESTIONS 2020West Bengal HS 2020 Geography Suggestion Download. WBCHSE HS Geography short question suggestion. HS Geography Suggestion 2020 download. HS Question Paper 2020 Geography. WB HS 2019 Geography suggestion and important questions. HS Suggestion 2020 pdf.পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক 2020 ভূগোল পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন।



কারণ ভূগোল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমি অনেক দিনের পর দিন আলোচনা করব যেগুলো তোমাদের হয়তো পরবর্তীকালে বিভিন্ন সুবিধা করে দেবে আর নিচের দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই ভিডিওটি দেখে নিও কারণ এখানে আমি সহেল এবং অন্যান্য বিষয়গুলি সম্পর্কে বুঝিয়েছি অবশ্যই ভিডিওটি দেখার সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমার কাছে প্রতিদিন একটি করে নতুন নতুন আপডেট নোটিফিকেশন চলে যায় এখন চলো তাহলে মৃত্তিকা চ্যাপ্টারের ছোট এবং বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক



১. শিলা শল্কমোচন এর ফলে -গোলাকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়
২.রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে
 ৩.ক্রান্তীয় অঞ্চলে প্রধানত- ল্যাটেরাইট  জাতীয় মৃত্তিকা দেখা যায়
৪.আবহবিকার প্রাপ্ত মৃত্তিকাকে -পরজল মৃত্তিকা বলে
৫.শিলার মধ্যে অবস্থিত কার্বন-ডাই-অক্সাইড সংযোজনকে- অঙ্গার যোজন বলেছে
 ৬.যে প্রক্রিয়ায় ল্যাটেরাইট  মৃত্তিকা সৃষ্টি হয় তাকে- লেটারাইজেশন বলে
 ৭.আমেরিকা যুক্তরাষ্ট্রের -সিরোজেম মৃত্তিকা দেখা যায়
৮.আবহবিকার এর ফলে আদি শিলা চূর্ণ-বিচূর্ণ হলে তাকে -রেগোলিথ মৃত্তিকা বলে.
 ৯.শিলার শিথিল শিলা চূর্ণ কে - রেগোলিথ বলে


১০.মৃত্তিকা জৈব পদার্থ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে- হিউমিফিকেশন  বলে
 ১১.একটি পৃথক সত্তা বিশিষ্ট ত্রিমাত্রিক মৃত্তিকার এককে -পেডন বলে
১২.মৃত্তিকার অনেকগুলি পেডন দলবদ্ধভাবে অবস্থান করলে তাকে পেনিপেডন বলে
 ১৩.হাইড্রোজেন আয়নের ঋণাত্মক মৃত্তিকার পিএইচ বলে
 ১৪. মৃত্তিকা গঠন করে প্রধান খনিজ হলো NPK
১৫. USDA কর্তৃক শ্রেণীবিভাগ এ মাটির বর্গের সংখ্যা 12 টি
১৬.খনিজ স্থানান্তরিত হওয়াকে এলুভিয়েশন বলে
১৭. মৃত্তিকার ph7 এর কম হলে আম্লিক মৃত্তিকার
 ১৮. ph7 বেশি হলে ক্ষারকীয় মৃত্তিকা


ভূগোলের বিভিন্ন চ্যাপ্টার গুলি আলোচনা করা
 হল নিচের লিঙ্কটি ক্লিক করলে পাওয়া যাবে👆👆



মৃত্তিকার অধ্যায় আলোচনা


১.মৃত্তিকার সংজ্ঞা দাও?
 মৃত্তিকা শব্দের ইংরেজি প্রতিশব্দ সোলাম যা ল্যাটিন শব্দ থেকে এসেছে যার অর্থ হলো ভূতল বা মেঝে সাধারণভাবে ভূ-পৃষ্ঠের ওপরে পড়ে থাকা শিথিল শিলা চূর্ণ  কখনো জৈব পদার্থের সমন্বিত গঠন কি মৃত্তিকা বলা হয়.

২.রেগোলিথ বলতে কি বুঝি ?
মৃত্তিকার সৃষ্টি প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ উপরে সমসত্ব মিশ্রণ এসছিল চূর্ণ-বিচূর্ণ হয়ে বিয়োজিত  হয়ে শিথিল শিলা চূর্ণ  সৃষ্টি করে তাকে রেগোলিথ বলে জল উষ্ণতা শিলা গঠনকারী খনিজ জৈব পদার্থ প্রভৃতি দ্বারা এগুলি সৃষ্টি হয়



৩.মৃত্তিকা গঠনকারী উপাদান গুলি কিকি ?
মৃত্তিকা গঠনকারী উপাদান গুলি কে দুটি ভাগে ভাগ করা যায় গৌণ  উপাদান এবং সক্রিয় উপাদান কোন উপাদানের মধ্যে উল্লেখযোগ্য আদি শিলা ভূপ্রকৃতি সময় সক্রিয় উপাদান এর মধ্যে উল্লেখযোগ্য জলবায়ু ও জৈবিক কার্যাবলী.


৪.এলুভিয়েশন কাকে বলে ?
মৃত্তিকার উপর থেকে খনিজ পদার্থ বৃষ্টির জল দ্বারা দ্রবীভূত হয়ে নিচের স্তরের স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে এলুভিয়েশন বলে. এলুভিয়েশন হতে পারে বিভিন্ন উপাদানের জন্য ভাসমান অবস্থায় যান্ত্রিকভাবে অপসারিত অথবা আর জলে দ্রবীভূত অবস্থায় অপসারিত হওয়া

West Bengal HS 2020 Geography Suggestion Download. WBCHSE HS Geography short question suggestion. HS Geography Suggestion 2020 download. HS Question Paper 2020 Geography. WB HS 2019 Geography suggestion and important questions. HS Suggestion 2020 pdf.পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক 2020 ভূগোল পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন।

Previous
Next Post »

কিনলেই ক্যাশব্যাক