ইসরো 2022 সালে মধ্যে মনুষ্যবাহী মহাকাশ অভিযান গঙ্গাযানের উৎক্ষেপণ করতে চলেছে .পাঁচ থেকে সাত দিনের মেয়াদ এই অভিযানে তিন জন সদস্যকে মহাকাশে পাঠানো হবে এই মহাকাশ যানটি পৃথিবীর নিম্ন কক্ষপথে 300 থেকে 400 কিমি উপরে স্থাপন করা হবে এই প্রকল্পটির খরচা প্রায় 10 হাজার কোটি টাকা. দেশের বিজ্ঞান ও প্রযুক্তির মাত্রা বৃদ্ধি করতে ও শিল্পের উন্নতির সামাজিক সুবিধার জন্য প্রযুক্তির বিকাশ ঘটাতে ও যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করতে এই মহাকাশযান টি চালু করা হবে. মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের পর ভারত চতুর্থ দেশি সবে মনুষ্যবাহী মহাকাশ অভিযান প্রেরণ করতে চলেছে গঙ্গা যান অভিযানে ভারতকে সাহায্য করতে ফ্রান্স. এই বিষয়ে সম্প্রতি দুটি দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে .
ConversionConversion EmoticonEmoticon