সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

রেলের গুরুত্বপূর্ণ তথ্য

রেলের পরীক্ষায় আসন্ন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে উল্লেখ করলাম
১. ভারতীয় রেলের জনক লর্ড ডালহৌসি
২. প্রথম মেট্রোরেল চালু হয় কলকাতার 1984 সালে
৩. ভারতের বৃহত্তম রেলওয়ে জোন নর্দান railway
৪. ভারতের বৃহত্তম রেল প্ল্যাটফর্ম উত্তরপ্রদেশের গরখাপুর         রেলওয়ে স্টেশন 1366.33 মিটার
৫. প্রথম কম্পিউটার চালিত রিজার্ভেশন চালু হয় 2002 সালের নতুন দিল্লিতে
৬. ভারতের বৃহত্তম রেল জংশন মধুরা
৭. মোট রেলপথের দৈর্ঘ্য প্রায় ১,২০,০০০ কিলোমিটার
৮. ভারতের সবথেকে উঁচুতে অবস্থিত রেল স্টেশন ঘুম (পশ্চিমবঙ্গ )
৯. ভারতীয় রেল কে 17 টি জোনে বিভক্ত করা হয়েছে
১০. ভারতীয় রেলের northen জন সব থেকে বৃহত্তম zone এবং north fortian রেলওয়ে ক্ষুদ্রতম 
Previous
Next Post »

4 comments

Click here for comments

কিনলেই ক্যাশব্যাক