1. ভূগাঠনিক ঝামেলা/বিপর্যয় (Geomorphic Hazards) কাকে বলে ?
উঃ ভূ-অভ্যন্তরীণ অথবা বাহ্যিক প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের আকস্মিক অথবা ধীর পরিবর্তনকে ভূগাঠনিক ঝামেলা বলে I
2. ভূগাঠনিক ঝামেলার উপাদানগুলো কিকি ?
উঃ ভূমিরূপ পরিবর্তিত ভাবে গঠনকারী বা বিপর্যয় সৃষ্টিকারী ভূগাঠনিক ঝামেলার উপাদানগুলো হল :- ভূ-আলোড়ন, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভৌমজল; ভূমি ধ্বস, উপকূলীয় ক্ষয় ও নদীর পাড় ভাঙ্গন, নদী প্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ, বর্ধিষ্ণু উষ্ণতা ইত্যাদি I
3. ভূ-আলোড়ন কয় প্রকার ও কিকি ?
উঃ তীব্রতা অনুসারে অন্তর্জাত ভূ-আলোড়ন কে প্রধান দুই ভাগে ভাগ করা যায়, যথা : A. আমূল ভূ-বিপর্যয় আলোড়ন এবং B. আকস্মিক আলোড়ন I
4. আমূল ভূ-বিপর্যয় আলোড়ন কি Diastrophic Movement) ?
উঃ ভূ-অভ্যন্তরীণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের বিস্তৃত অঞ্চল জুড়ে সংঘটিত অত্যন্ত ধীর গতির এবং সুদূরপ্রসারী প্রভাব যুক্ত অনুভূমিক ও উল্লম্ব আলোড়ন কে আমূল ভূ-বিপর্যয় আলোড়ন বলে I
5. আকস্মিক আলোড়ন কাকে বলে (Sudden Movement) ?
উঃ ভূ-অভ্যন্তরীণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে হঠাৎ সংঘটিত আলোড়ন কে আকস্মিক আলোড়ন বলে I
6. আমূল ভূ-বিপর্যয় আলোড়ন কয় ভাগে বিভক্ত ও কিকি ?
উঃ দুই ভাগে, যথা : মহীভাবক আলোড়ন (Epeirogenic Movement) এবং গিরিজনি আলোড়ন (Orogenic Movement)।
7. মহীভাবক আলোড়ন (Epeirogenic Movement) কাকে বলে ?
উঃ ভূ অভ্যন্তরীণ শক্তির প্রভাবে সাধারণত মহাদেশীয় অংশে সংঘটিত ঊর্ধ্ব মুখী বা নিম্ন মুখী উল্লম্ব আলোড়ন কে বলা হয় মহীভাবক আলোড়ন I
8. গিরিজনি আলোড়ন (Orogenic Movement) কাকে বলে ?
উঃ ভূ-অভ্যন্তরীণ বিভিন্ন রকম শক্তির প্রভাবে যখন ভূপৃষ্ঠের উপর অনুভূমিক আলোড়ন সৃষ্টি হয়ে ভঙ্গিল পর্বত সহ আনুষঙ্গিক ভূমি রূপ গঠনে সাহায্য করে তখন সেই আলোড়ন কে গিরিজনি আলোড়ন বলে I
9. ভূগাঠনিক ঝামেলার অন্তর্গত মূল বহির্জাত শক্তি কয়টি ও কিকি ?
উঃ ভূগাঠনিক ঝামেলার অন্তর্গত মূল বহির্জাত শক্তি তিনটি, যথা : আবহবিকার, পুঞ্জক্ষয় এবং সঞ্চয় ও ক্ষয় প্রক্রিয়া I
10. ভূগাঠনিক ঝামেলার অন্তর্গত মূল বহির্জাত শক্তির সঞ্চয় ও ক্ষয় প্রক্রিয়ায় সক্রিয় মাধ্যম গুলি কিকি ?
উঃ ভূগাঠনিক ঝামেলার অন্তর্গত মূল বহির্জাত শক্তির সঞ্চয় ও ক্ষয় প্রক্রিয়ায় সক্রিয় মাধ্যম গুলি হল নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল ইত্যাদি I
ConversionConversion EmoticonEmoticon