সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

WBCS EXAM QUESTION ANSWER


প্রিয় ছাত্র ছাত্রী তোমাদের জন্য  আমি ডব্লু বি সি এস পরীক্ষার কথা চিন্তা করে এই পোস্টে আপডেট করলাম আশা করি তোমাদের উপকার হবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের আর কি কি প্রয়োজন এবং আমার ব্লগ টি প্রতিনিয়ত ফলো করলে খুবই উপকার হয়




কামারহাটি মিউনিসিপালিটি
পোস্ট-মজদুর (৮ম)
স্মৃতি থেকে
________
১)অর্থো ও প্যারানাইট্রো ফেনল কীভাবে পৃথক করবেন?
♥স্টীম পাতন
২)মিথেন অনুর দহনে কি তৈরি হয়?
♥কার্বন ডাই অক্সাইড ও জল
৩)হাইড্রোজেন বোমের নীতি
♥কেন্দ্রীয় সংযোজন
৪)টারটারিক অ্যাসিড এ অপ্রতিসম কার্বন পরমানুর সংখ্যা কত?
♥2
5)চুনের সংকেত কী
♥CaO
6)বেঞ্জাল ক্লোরাইডের সাথে ক্যালশিয়াম হাইড্রকসাইডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
♥ বেঞ্জাইল অ্যালকোহল
 ৭)C2H5OH  কে ৩০০ডিগ্রী তাপমাত্রায় উত্তপ্ত করলে কী পাওয়া যায়?
♥C2H4
৮)চিপকো আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন?
♥সরলা বেন
৯)the jews of malta কে লিখেছেন?
♥Christopher Marlowe
১০)Yaro revisited কার রচনা?
♥উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
১১)Idiots কে লিখেছেন?
♥Fyodor Dostoyevsky
১২)কচ্ছের রণ কী?
♥প্লায়া হ্রদ

১৩)ক্রো ম্যাগনন এর দেহাবশেষ কোথায় আবিস্কৃত হয়েছে?
উঃফ্রান্স
১৪)লাই হারাওয়াবা কোথাকার নৃত্য?
♥মনিপুর
১৫)দ্য বং কানেকশন চলচ্চিত্রের পরিচালক কে?
উঃ অঞ্জন দত্ত
১৬)মহিলাদের ৩০% সংরক্ষণ কোন অ্যামেন্ডমেন্ট এ
♥৭৩
১৭)গোরা কার রচনা?
♥রবীন্দ্রনাথ ঠাকুর
১৮)এদের মধ্যে কে UNO এর মহাসচিব পদপ্রার্থী ছিলেন?
♥শশীথারুর
১৯)লক্ষনের শক্তিশেল নাটকটির রচয়িতা কে?
♥সুকুমার রয়
২০)কল্লোল নাটকটির রচয়িতা কে?
♥উৎপল দত্ত
২১)অরন্যের অধিকার কার রচনা
♥মহাশ্বেতা দেবী
২২)বীনা রামানি কিসের সাথে যুক্ত
♥জেসিকা লাল মামলার সাক্ষী
২৩)সোয়েরা রোবাস্টা কোন উদ্ভিদের ল্যাটিন নাম?
♥শাল
২৪)প্রথম ইন্ডিপেন্ডেন্ট এম এম এ যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন?
♥বিশ্বনাথ দাস(ওড়িশা)
২৫)নীচের কোনটি সর্বাধিক জনঘনত্ব পূর্ন রাজ্য
♥পশ্চিমবঙ্গ
২৬)নীচের মধ্যে কে অর্জুন পুরস্কার প্রাপক নন
♥ঝানু হা্সদা
২৭)পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হন
♥প্রধান মন্ত্রী
২৮)পার্লামেন্ট কী নিয়ে গঠিত
♥রাস্ট্রপতি,লোকসভা ও রাজ্যসভা
২৯)গ্যালবানাইজিং এ কী লাগে?
♥দস্তা
৩০)অ্যাম্পায়ার তার ডিসিসন পাল্টে নিতে পারে কত নম্বর ধারা অনুযায়ী?
♥২৭.৯




🌍UNDP এর সদর দপ্তর= নিউইয়র্ক।
🌍 জাতিসংঘের সদর দপ্তর= নিউইয়র্ক।
🌍 CIA এর সদর দপ্তর= ভার্জিনিয়া।
🌍 OIC এর সদর দফতর= জেদ্দা।
🌍 IRRI-এর সদর দপ্তর= ফিলিপাইন (লস ব্যানোস)।
🌍 সার্কের সদর দপ্তর=নেপাল (কাঠমুন্ডু)।
🌍 ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর= ব্রাসেলস।
🌍 NATO এর সদর দপ্তর= ব্রাসেলস।
🌍 ‘UNESCO’ এর সদর দপ্তর= প্যারিসে।
🌍 WIPO এর সদর দপ্তর=জেনেভা।
🌍 ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে র সদর দপ্তর=বার্লিন,জার্মানি।
🌍 আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর= জেনেভা।
🌍 এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর=ম্যানিলা।
🌍 ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর= জেদ্দা।
🌍 World Bank এর সদর দপ্তর=ওয়াশিংটন
🌍 আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর= হেগ।
🌍 IMF এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি।
🌍 ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় – হোয়াইট হল।
🌍 PLO এর সদর দপ্তর= রামাল্লা, ফিলিস্তিন।
🌍 IAEA এর সদর দপ্তর=ভিয়েনা।
🌍 WHO এর সদর দপ্তর=জেনেভা।
🌍 FAO এর সদর দপ্তর=রোম।
🌍 BIMSTEC এর সদর দপ্তর= ঢাকা।
🌍 ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর =ঢাকা।
🌍 NAM এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন।
🌍 G-8 এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন।
🌍 UNIDO এর সদর দপ্তর=ভিয়েনা।
🌍 ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর=হেগ।

🌍 OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) এর সদর দপ্তর= হেগ।
🌍 OPEC এর সদর দপ্তর= ভিয়েনা।
🌍 WTO এর সদর দপ্তর= জেনেভা।
🌍 WLO এর সদর দপ্তর= জেনেভা।
🌍 ILO-এর সদর দফতর= জেনেভা।
🌍 ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর=নিউইয়র্ক।
🌍 জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর= রোম।
🌍 অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর= লন্ডন।
🌍 ইন্টারপোল সংস্থার সদর দপ্তর= লিও।
🌍 IDA ( Int’l Development Association) এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি।
🌍 UNICEF এর সদর দপ্তর= নিউইয়র্কে।
🌍 UNCTAD এর সদর দপ্তর= জেনেভা।
🌍 ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর= জেনেভা।
🌍 AFP এর সদর দপ্তর= প্যারিস, ফ্রান্স।
🌍 AP এর সদর দফতর= নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
🌍 রয়টার্সের সদর দপ্তর= লন্ডন, ব্রিটেন।
🌍 CNN (Cable News Network) এর সদর দফতর= আটলান্টা, জর্জিয়া।
🌍 কমনওয়েলথ এর সদর দফতর=লন্ডন।


✡বিশ্বব্যাংকের 2018 সালের “Ease of Doing Business Index ” অনুসারে ভারতের অবস্থান কততম ?
[a] 77✔
[b] 67
[c] 57
[d] 107

✡ইন্টারপোল (International Police) এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন-
[a] Bill Browder
[b] Alexander Prokopchuk
[c] Meng Hongwei
[d] Kim Jong Yang✔

✡নগরহোল জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[a] উত্তরাখন্ড
[b] বিহার
[c] মনিপুর
[d] কর্ণাটক✔

✡নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোথায় বিশ্বের প্রথম ভূগর্ভস্থ হোটেলটি খোলা হয়েছে?
[a] প্যারিস
[b] সাংহাই✔
[c] টোকিও
[d] আবু ধাবি


✡বিধানসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে–
[a] 400
[b] 500✔
[c] 550
[d] 600

✡রঞ্জি ট্রফি ক্রিকেটে সর্বপ্রথম 11,000 রান করলো-
[a] মনোজ তিয়ারী
[b] ওয়াসিম জাফর✔
[c] বদ্রিনাথ
[d] শিবম চৌধুরী

✡লক্ষন সেন কোন ধর্মে বিশ্বাসী ছিলেন?
[a] শৈব
[b] বৈষ্ণব✔
[c] জৈন
[d] বৌদ্ধ

✡যুদ্ধক্ষেত্রে “রুমি” কৌশল ব্যবহার করেছিলেন –
[a] বাবর✔
[b] আকবর
[c] শাহজাহান
[d] ঔরঙ্গজেব

✡কোন রাজ্যে বুদ্ধের 80 ফুট মূর্তি স্থাপনার পরিকল্পনা করা হচ্ছে?
[a] বিহার✔
[b] উড়িষ্যা
[c] ঝাড়খণ্ড
[d] মহারাষ্ট্র

✡কনিষ্ঠতম UNICEF Goodwill Ambassador মনোনীত হলেন-
[a] হিমা দাস
[b] সোনাম ওয়াংচেন
[c] মাইলি ববি ব্রাউন✔
[d] হীনা আসেফি ওয়ারদাক

✡কোন বছর, মেরি কোম মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথম স্বর্ণ জয় করেছিলেন?
[a] 2003
[b] 2005
[c] 2006
[d] 2002✔


✡100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে ?
[a] 40 ml
[b] 10 ml
[c] 20 ml✔
[d] 30 ml

✡ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার পদে কে নিযুক্ত হলেন?
[a] বিমল জালান
[b] অনিল গোস্বামী
[c] সুনীল আরোরা✔
[d] নন্দন নিলেকেনী

✡উত্তর সেন্টিনাল দ্বীপটি কোন দেশের আঞ্চলিক অংশ?
[a] ভারত✔
[b] ইন্দোনেশিয়া
[c] মালয়েশিয়া
[d] শ্রীলঙ্কা

✡বিহারের কোন জেলায় গৌতম বুদ্ধের একটি 70 ফুট লম্বা ভাস্কর্য উন্মোচন করা হল?
[a] নালন্দা✔
[b] গয়া
[c] পাটনা
[d] কাটিহার

✡গায়ক মহাম্মদ আজিজ, যিনি সম্প্রতি মারা গেছেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন?
✔[a] পশ্চিমবঙ্গ
[b] আসাম
[c] তেলাঙ্গানা
[d] অন্ধ্রপ্রদেশ


✡কলকাতায় গোয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয় –
[a] লালবাজার
[b] শোভাবাজার
[c] ভবানীভবন✔
[d] নবান্ন

✡বিশ্ব কৃষি পুরস্কার 2018 এর বিজয়ী হলেন-
[a] কে ভি প্রভু
[b] সুমন সাহায়
[c] এম এস স্বামীনাথন✔

✡কাকে সম্প্রতি লোকসভার মহাসচিব পদে নিযুক্ত করা হল?
[a] অনুপমা সিং
[b] স্নেহলতা শ্রীবাস্তব✔
[c] সুমিত্রা মহাজন
[d] লিলি সেন

✡COBRA: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এর একটি অভিজাত ইউনিট। এর পুরো অর্থ হল-
[a] Commando Battalion for Reciprocal Action
[b] Commando Battalion for Retaliatory Action
[c] Commando Battalion for Resolved Action
[d] Commando Battalion for Resolute Action✔



✡উত্তর প্রদেশের _ জেলায় হাতির জন্য ভারতে প্রথম বিশেষ হাসপাতাল খোলা হয়েছে।
[a] ফতেহপুর
[b] বালিয়া
[c] মথুরা✔
[d] আমরোহা





For more please visit cloud computing basics
cloud computing services
what is cloud computing with example
what is cloud computing in simple terms
types of cloud computing
cloud computing pdf
cloud computing ppt
cloud computing tutorial
Previous
Next Post »

কিনলেই ক্যাশব্যাক