সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

অবাক করে দেওয়ার মত বেতন বাড়াতে চলেছে মমতার সরকার


অবাক করে দেওয়ার মত বেতন বাড়াতে চলেছে মমতার সরকার


পে কমিশনের প্রস্তাব ছিল বেশি কে 2.57 গুণ রাজ্যসরকার বাড়ানো 2.8 গুণ।
মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি সবাইকে তাক লাগিয়ে দিয়ে গত 4 সেপ্টেম্বর ইন্দোর স্টেডিয়াম ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ জমা দিলেন মুখ্যমন্ত্রী নিজেই বললেন যে সুপারিশ ক্রমে কার্যকর হওয়া উচিত ছিল বেতনের 2.57 গুন কিন্তু তিনি তা আরো বেশি পরিমাণে বাড়িয়ে দুই হাজার কুড়ি সালের পয়লা জানুয়ারি থেকে মূল বেতনের 2.809 গুন করেছেন। যা 2006 থেকে অনেকটাই বেশি।
এবার কতটা বেতন বাড়বে তার উদাহরণ দিয়েই দিন তিনি বলেন অর্থমন্ত্রী অমিত শাহ তিনি বলেন ধরুন কোন রাজ্য সরকারি কর্মীর ব্যান্ড এ গ্রেড পেয়ে মিলিয়ে মোট মূল্য বেতন ছিল 100 টাকা তার সঙ্গে 125% ভাতা যোগ করে দিয়ে জোর করে করা হলো 250 টাকা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের পর তাদের ওপর 14 দশমিক 22 শতাংশ বৃদ্ধি হবে সেই সঙ্গে 2016 সাল থেকে 3 বছরের 3 শতাংশ হারে আরো বেতন বাড়বে ফলে মূল বেতন বেড়ে দাঁড়াবে 280 টাকা 90 পয়সা গ্যাস সম্পর্কে অর্থমন্ত্রী বলেন বর্তমানে গ্রাচুইটি  উৎস টাকা বেতন কমিশন তা বাড়িয়ে 10 লক্ষ টাকা করার সুপারিশ করেছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তার 12 লক্ষ টাকা করার প্রস্তাব দেন মন্ত্রিসভায় এই অনুমোদন করেছেন ।
বেতন নিয়ে অর্থমন্ত্রী অমিত মিত্রের ব্যাখ্যা ধরা যাক যার বেশি পেয়েছিল 100 টাকা ডি এ যুক্ত হওয়ার পর তা হয়েছে 225 টাকা এর ওপর 14 দশমিক 22 শতাংশ বেতন বৃদ্ধি হবে সবকিছু মিলিয়ে তার মূল বেতন বৃদ্ধি পাচ্ছে 280 টাকা 90 পয়সা।
দীর্ঘদিন ধরে যে টানাপোড়েন চলছিল তা শেষ পর্যন্ত স্থিতি অবস্থা দেখা দিল।
Previous
Next Post »

কিনলেই ক্যাশব্যাক