সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

পুলিশের ভূমিকায় বিশেষভাবে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

পুলিশের ভূমিকা নিয়ে বিশেষভাবে ক্ষুব্দ মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য অভিযোগ পেলেই গ্রেপ্তার করছে তৃণমূলের কর্মীদের।


পুলিশের একাংশের ভূমিকায় অসন্তুষ্ট পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অসন্তুষ্টি নয় পুলিশের সেই অংশের ওপর তৃণমূলের বিরুদ্ধে অতি সক্রিয় তার অভিযোগ আনলেন প্রকাশ্যে সঙ্গে জানিয়ে দিলেন অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ এলে কি এইভাবে পা ফেলছেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুরু হয়েছে।

চলিত রীতি অনুযায়ী এই ধরনের বৈঠকে জেলা আধিকারিকদের কাছ থেকে প্রশাসনের হালহকিকতের রিপোর্ট শোনেন মুখ্যমন্ত্রী সেই রীতি যেদিন ভাঙবেন তা বৈঠকের শুরুতেই জানিয়ে দেন তিনি বলেন আজ মিটিং টা শুধু অন্য ভাবে করবো আপনাদের পাশাপাশি আমার নিজের নেটওয়ার্ক জেলাগুলিতে ছড়িয়ে রয়েছে গত ছয় মাস ধরে সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন তথ্য থানার ওসি এবং বিরুদ্ধে অভিযোগ আসছে পূর্ত দপ্তর এবং ভূমি রাজস্ব দপ্তর নিয়োগ এবার সেই সব তথ্য যাচাই করে নেব এরপর সংশ্লিষ্ট জেলার সাধারণ ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোথাও থেকে কত অভিযোগ জমা পড়েছে তা গরগর করে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

জঙ্গলমহলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার পূর্বে আইন রক্ষক দের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন একটা জিনিস দেখছি আমাদের পার্টির ছেলেদের নামে এফআইআর হোলি অ্যারেস্ট করা হচ্ছে পুলিশ অ্যাক্টিভ অন্য পার্টির গুন্ডামি আর বদমাইশি অভিযোগ এলে পুলিশ ব্যালান্স করছে এটা কি অটোতে সিম লাগিয়ে ঘুরছে বেআইনি কাজকর্ম করছে তাতেও চুপচাপ মমতার প্রশ্ন কেন টিএমসি খুব সহজলভ্য তাকে ধরা যায় ছোঁয়া যায় তাই না

শান্তি রক্ষক দের জন্য মুখ্যমন্ত্রী নিদান দেখবেন বাংলায় যেন বিকিয়ে না চায় এরপর নিচের হাতে থাকা একটা কাগজ পড়তে শুরু করেন তিনি বলেন এই তো শুধু পশ্চিম মেদিনীপুর জেলা থেকে সাধারণ মানুষকে হয়রানি এবং নিষ্ক্রিয়তার অভিযোগ জমা পড়েছে পুলিশের বিরুদ্ধে এর পূর্বে এবার রাজ্যের প্রশাসনিক প্রধানের তোপের মুখে পড়েন ঝাড়গ্রামের পুলিশ।

এই জেলার পুলিশ সংক্রান্ত 26t সমস্যা কথা জানতে পেরেছি আচ্ছা ঝারগ্রাম থানার ওসিকে থতমত খেয়ে উঠে দাঁড়ান তিনি এবার মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম তো হাতের বাইরে চলে যাচ্ছে কেন এটা হবে কতদিন রয়েছেন এখানে আমতা আমতা করে আইসি জবাব দেন এক বছরের কিছু বেশি মমতার আপনাকে তো কাজ করতে পাঠানো হয়েছে আপনি তো অকাজ করে চলেছেন এক বছর ধরে নজর রাখার পর এটা বললাম এবার বসুন এবার ডিজে বীরেন্দ্র কে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বলেন পুলিশকে কেশ দিয়ে তো দিয়েছেন করতে চায়না ঝারগ্রাম বিনপুর 12 গোপীবল্লভপুর 2 নম্বর ব্লক নিয়ে বেশি সমস্যা।

ঝাড়গ্রাম ও বাঁকুড়া সীমান্তেও ঝিলমিল নিয়েও সমস্যা রয়েছে ডিজি আপনি এটা দেখে নেবেন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী হোমওয়ার্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে অন্যান্য দপ্তরের মধ্যে।

Previous
Next Post »

কিনলেই ক্যাশব্যাক