সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

HS geography short question answer HS geography suggestion wbchse exam 2021


WB HS geography Suggestion Question Paper 2021 WB HS 2021 geography Suggestion Question Paper West Bengal Board Model Paper 2021 Class 12th Abta Test Paper 2020 Class 12 Art Abta Test Paper 2021 Class 12 PDF Abta Test Paper 2021 PDF Abta Test Paper 2020 Class 10 Abata Test Paper Class 12 Abta Test Paper 2021 Class 10 Abta Test Paper 2021 PDF Testing Test Paper 2021 HS Wbchse Paper 2020 PDF World Bank Board Model Paper 2021
প্রিয় ছাত্র ছাত্রী আজ আমি তোমাদেরকে ভূগোলের এবিটিএ টেস্ট পেপার 2021 সালের প্রশ্ন উত্তর গুলো দিলাম তোমাদের উপকারে লাগবে.

ভুগোল – দ্বাদশ শ্রেণী প্রথম অধ্যায়
ভূমিরূপ প্রক্রিয়া – বহির্জাত প্রক্রিয়াসমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ
MCQ প্রশ্নোত্তর [ মান – 1]
1. মহিভাবক আলোড়ন সংগঠিত হয় – 
(a) উল্লম্বভাবে (b) অনুভূমিকভাবে (c) তীর্যকভাবে (d) ক’ ও ‘খ’ উভয় ভাবে।
উত্তরঃ (a) উল্লম্বভাবে
2. মহাদেশ সৃষ্টি হওয়ার কারণ – 
(a) আকস্মিক আলোড়ন (b) মহিভাবক আলোড়ন (c) ধীর আলোড়ন (d) গিরিজনি আলোড়ন
উত্তরঃ (b) মহিভাবক আলোড়ন
3.এক বা একাধিক বক্রতল বরাবর সংঘটিত পুঞ্জিত ক্ষয়কে বলা হয় – 
(a) হিমানী সম্প্রপাত (b) ভূমিধস (c) স্লাম্প (d) কর্দম প্রবাহ
উত্তরঃ (c) স্লাম্প
4. অবরোহণ ও আরোহণ প্রক্রিয়াকে একসঙ্গে বলা হয় – 
(a) মহিভাবক প্রক্রিয়া (b) গিরিজনি প্রক্রিয়া। (c) পর্যায়ন প্রক্রিয়া (d) কোনোটিই নয়
উত্তরঃ (d) কোনোটিই নয়
5. আবহবিকার ও ক্ষয়ীভবন এই দুই প্রক্রিয়াকে সম্মিলিতভাবে বলা হয় –
(a) পুঞ্জিত স্বলন (b) অবরোহণ (c) পুঞ্জিত ক্ষয় (d) নগ্নীভবন
উত্তরঃ. (d) নগ্নীভবন
6. ১৮৭৬ সালে ভূমিরূপবিদ্যার পর্যায়ন ধারণাটি সর্বপ্রথম দেন- 
(a) প্র্যাট (b) গিলবার্ট (c) পেঙ্ক (d) ডেভিস
উত্তরঃ. (b) গিলবার্ট
7. অবরোহণ প্রক্রিয়া সংঘটিত হয় ভূপৃষ্ঠে – 
(a) একভাবে (b) দুইভাবে (c) চারভাবে (d) তিনভাবে
উত্তরঃ. (d) তিনভাবে
Ss s
8.অবরোহণ প্রক্রিয়ার পর্যায়ভুক্ত প্রক্রিয়া হলো –
(a) আবহবিকার (b) নদীর কাজ (C) ভৌমজলের কাজ (d) হিমবাহের কাজ।
উত্তরঃ. (a) আবহবিকার
9. যান্ত্রিক আবহবিকারের ফলে শিলার – 
(a) রাসায়নিক পরিবর্তন (b) ভৌত পরিবর্তন (c) ভৌত ও রাসায়নিক পরিবর্তন (d) বিয়োজন ঘটে
উত্তরঃ. (b) ভৌত পরিবর্তন
10. আবহবিকার ও ক্ষয়ীভবন এই দুই প্রক্রিয়াকে একত্রে বলা হয় – 
(a) নগ্নীভবন (b) অবরোহণ (c) পুঞ্জিত ক্ষয় (d) আরোহণ
উত্তরঃ. (a) নগ্নীভবন
11. ভূমিরূপ গঠনে প্রধান ভূমিকা পালন করে – 
(a) পার্থিব প্রক্রিয়া (b) মহাজাগতিক প্রক্রিয়া (C) পর্যায়ন পক্রিয়া (d) কোনোটিই নয়
উত্তরঃ. (a) পার্থিব প্রক্রিয়া
 12. সর্বাধিক রাসায়নিক আবহবিকার ঘটে থাকে – 
(a) সাভানা অঞলে (b) নিরক্ষীয় অঞলে (c) উষ্ণ মরুভূমি অঞলে (d) তুন্দ্রা অঞ্চলে
উত্তরঃ. (b) নিরক্ষীয় অঞলে
13.যান্ত্রিক আবহবিকার লক্ষ করা যায় – 
(a) উষ্ণ ও শুষ্ক মরুভূমি অঞলে (b) মেরু অঞ্চলে (c) নিরক্ষীয় অঞ্চলে (d) মৌসুমি জলবায়ু অঞ্চলে
উত্তরঃ. (a) উষ্ণ ও শুষ্ক মরুভূমি অঞলে
14. পর্যায়ন শক্তি বলা হয় – 
(a) পার্থিব বলকে (b) অপার্থিব বলকে (c) বহির্জাত বলকে (d) অন্তর্জাত বলকে
উত্তরঃ. (c) বহির্জাত বলকে
Ss s
15. ভূঅভ্যন্তরে সৃষ্ট যে বলের প্রভাবে ভূপৃষ্ঠে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলা হয় – 
(a) বহিজাত প্রক্রিয়া (b) অন্তর্জাত প্রক্রিয়া (c) গিরজনি প্রক্রিয়া (d) মহিভাবক প্রক্রিয়া
উত্তরঃ. (b) অন্তর্জাত প্রক্রিয়া
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান – 1]
1. কৃয়মৃত্তিকা কীভাবে সৃষ্টি হয় ?
উত্তরঃ.জৈবিক অম্লের মাধ্যমে ব্যাসল্ট শিলার বিয়োজন ঘটে এই শিলার সৃষ্টি হয়।
2. পর্যায়নের এজেন্টগুলি কী?
উত্তরঃ. পর্যায়নের মাধ্যম বা এজেন্টগুলি হলো—নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ, ভৌমজল প্রভৃতি। ?
3. নদী কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে?
উত্তরঃ. অবঘর্ষণ, ঘর্ষণ, দ্রবণ, আঘাতজনিত ক্ষয় ইত্যাদি।
4. আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপগুলি কী?
উত্তরঃ.ব-দ্বীপ, প্লাবনভূমি, বালুচর প্রভৃতি।

5. অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপগুলি কী?
উত্তরঃ.ক্ষয়জাত পর্বত, বিচ্ছিন্ন মালভূমি, V বা I আকৃতির উপত্যকা, ঢালের পরিবর্তন প্রভৃতি।
6. আবহবিকার, পুতি ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে কী বলা হয়?
উত্তরঃ. নগ্নীভবন।
Ss s
7. শিলামধ্যস্থ খনিজের সাথে অক্সিজেনের সংযুক্তিকরণকে কী বলা হয়?
উত্তরঃ.জারণ।
8. আবহাওয়ার কোন উপাদানগুলি আবহবিকারের প্রকৃতিকে নির্ধারণ করে?
উত্তরঃ.উষ্ণতা, আদ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি।
9.ভূপৃষ্ঠ থেকে কত গভীর পর্যন্ত আবহবিকারের প্রভাব লক্ষ করা যায় ?
উত্তরঃ.প্রায় 300 মিটার পর্যন্ত।
10. পৃথিবীর অভ্যন্তরস্থ যে শক্তির প্রভাবে ভূমিরূপের গঠন ও বিবর্তন ঘটে থাকে, তাকে কী বলে?
উত্তরঃ. অন্তর্জাত শক্তি।
11. ভূপৃষ্ঠের উপরিভাগে যে শক্তিসমূহের দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটে, তাকে কী বলে?
উত্তরঃ. বহির্জাত শক্তি।
12.পুঞ্জিত ক্ষয় সম্পর্কে সর্বপ্রথম কে ব্যাখ্যা দেন ?
উত্তরঃ. ভূবিজ্ঞানী শার্প (1938)
13. লোহায় মরিচা পড়ে কোন প্রক্রিয়ায় ?
উত্তরঃ.অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায়।
14. আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক কী?
উত্তরঃ.ভূমির ঢাল।
15. ভূপৃষ্ঠের নিম্ন ভূমিগুলি বিভিন্ন বহির্জাত শক্তির দ্বারা সৃষ্ট পলি, বালি, কাকর প্রভৃতির মাধ্যমে ভরাট হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয় ?
উত্তরঃ.আরোহণ। (এর ফলেই গঙ্গার ব-দ্বীপ গঠিত হয়েছে।)
Ss s
16. যেসব প্রাকৃতিক শক্তির কার্যের মাধ্যমে উঁচু-নীচু ভূমির পর্যায়ন ঘটে, তাদের কী বলে?
উত্তরঃ.পর্যায়নের এজেন্ট বা মাধ্যম।
17. ভূপৃষ্ঠের উঁচু-নীচু জায়গাগুলি বহিজাত প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে নীচু হয়ে যায়, এই প্রক্রিয়াকে কী বলা হয়?
উত্তরঃ.অবরোহণ।
18. শিলাস্তরে চাপের হ্রাস-বৃদ্ধি, তাপমাত্রার পরিবর্তন প্রভৃতি কারণে যান্ত্রিক বা ভৌত পরিবর্তনের মাধ্যমে শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
উত্তরঃ. যান্ত্রিক বা ভৌত আবহবিকার।
19. যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শিলা চূর্ণবিচূর্ণ হয়, তাকে কী বলে?
উত্তরঃ. রাসায়নিক আবহবিকার।
20. গাছের পাতা, ফুল, ফল প্রভৃতি পচে যে জৈবিক অম্ল সৃষ্টি হয়, তার মাধ্যমে শিলার যে বিয়োজন ঘটে, তাকে কী বলে?
উত্তরঃ.জৈব-রাসায়নিক আবহবিকার বলে।
ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ

Ss s
MCQ প্রশ্নোত্তর[ মান – 1]
1. ছত্তিশগড়ের রায়পুর জেলায় হামসগুলি স্থানীয় ভাষায় যে নামে পরিচিত তা হলো
(a) পোনর (b) রাবণ-ভাটা (c) গালি (d) জিও
ans. (b) রাবণ-ভাটা
2. বিশাখাপত্তনমের নিকট ডলফিন নোজ হলো একটি 
(a) সিঙ্কহোল (b) পোনর (c) স্ট্যাম্প (d) সমুদ্র ভৃগু
ans. (d) সমুদ্র ভৃগু
3. ফনটেন-দ্য-ভ্যজ (দ্রবণ প্রস্রবণ) যে নদী উপত্যকায় অবস্থিত তা হলো— 
(a) রাইন নদী (b) রোন নদী (c) গঙ্গানদী (d) টেমস নদী
ans. (b) রোন নদী
4. সম্পৃক্ত স্তরে সঞ্চিত জলের শীর্ষদেশগুলি যুগ বলে সে। রেখা পাওয়া যায় তাকে বলা হয়
(a) প্রস্রবণ রেখা (b) ল্যাপিস (c) ভৌমজল পিঠ (d) প্রপাত রেখা
ans. (c) ভৌমজল পিঠ
5. ওল্ড ফেথফুল হলো একটি 
(a) গিজার (b) খনিজ প্রবণ (c) টেরারোসা (d) ড্রিপস্টোন
ans. (a) গিজার
6. বিশ্বের গভীরতম কার্স্ট (স্লাভ শব্দ—অর্থ উন্মুক্ত উদ্ভিদইনি। প্রস্তরভূমি) গুহা হলো
(a) হোলোক (b) কুবেরা (c) ম্যমথ (d) কালসড
ans. (b) কুবেরা
7. ভৌমজলের প্রধান উৎস হলো
(a) ভাদোস স্তর (b) মিটিওরিক জল (c) সহজাত জল (d) আবহমান জল
ans. (b) মিটিওরিক জল
8. কূপ ও নলকূপ দ্বারা যে স্তর থেকে জল সংগ্রহ করা হয় তা হলো- 
(a) ফ্রিয়েটিক স্তর (b) ভাদোস স্তর (c) অ্যাকুইফার (d) সহজাত জল
ans. (a) ফ্রিয়েটিক স্তর

Sss
9. স্থায়ী ভৌমজলস্তরের উপরিস্তরে যে জল নিম্নপ্রবাহ করে তা যে নামে পরিচিত 
(a) সহজাত জল (b) আবহমান জল (c) ভাদোস স্তর (d) উৎস্যন্দ জল
ans. (c) ভাদোস স্তর
10. ভূঅভ্যন্তরে সম্পৃক্ত স্তরে যে জল পাওয়া যায় তাকে বলা হয়- 
(a) সহজাত জল (b) মিটিওরিক জল (c) আবহমান জল (d) ভৌমজল
ans. (d) ভৌমজল
11. কার্স্ট অঞলে সংকীর্ণ ও দীর্ঘ গর্তকে বলা হয়— 
(a) হামস (b) জিও (c) পোনর (d) শুষ্ক উপত্যকা
ans. (c) পোনর
12. কার্স্ট অঞ্চলে পোলজি মধ্যস্থ অবশিষ্ট শিলায় গঠিত উচ্চ ভূমিগুলিকে বলা হয়— 
(a) হামস (b) ককপিট (c) পোলজি (d) ইনসেলবার্জ
ans. (a) হামস।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান (1)
1. পৃথিবী বিখ্যাত উয় প্রস্রবণের নাম কী ?
ans. U.S.A.-এর ইউলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল প্রস্রবণ।
2. ভৌমজলের নিয়ন্ত্রকসমূহ কী?
ans. (i) বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব ; (ii) ভূমির ঢাল ; (iii) শিলার প্রবেশ্যতা ও সচ্ছিদ্রতা ; (iv) প্রবেশ্য শিলাস্তরের নীচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান
3.কার্স্ট শব্দের অর্থ কী?
ans. উন্মুক্ত উদ্ভিদহীন প্রস্তরময় ভূমি

Sss
4. গুহার ভেতর প্রবহমাণ জল দ্বারা সৃষ্ট কার্স্ট ভূমিরূপগুলিকে একত্রে কী বলে?
ans. ভর ফ্লোস্টোন
5.কম গভীরতা ও বিস্তারপূর্ণ নদী দ্বারা গঠিত কার্স্ট ভূমিরূপকে কী বলে?
ans. ফ্লুডিওকার্স্ট
6. শীতল জলবায়ুতে তুষারগলা জল দ্বারা সৃষ্ট কার্স্ট ভূমিরূপ কী নামে পরিচিত?
ans.নেভেলকার্স্ট
7. গুহাবক্ষে উপচেপড়া জলের দ্বারা গুহার দুই কিনারায় সৃষ্ট ভূমিরূপকে কী বলে?
ans. রিমস্টোন
8. কার্স্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ছুরির মতো আকৃতিবিশিষ্ট প্রস্তরখণ্ডকে কী বলে?
ans. রুফ পেনডেন্ট
9. অসম্পর্ক স্তরের মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয়, তাকে কী বলে?
ans.ভাদোস জল
10. যে-সমস্ত শিলার মধ্য দিয়ে জল খুব সহজেই ভূগর্ভে প্রবেশ করতে পারে না , তাকে কী বলে?
ans. অপ্রবেশ্য শিলা
11. মৃত্তিকা বা শিলাস্তরের রগুলি যখন জলপূর্ণ অবস্থায় থাকে তাকে কী বলে?
ans. সম্পৃক্ত স্তর
12. মৃত্তিকা ও শিলার মধ্যে ছোটো ছোটো ফাঁক লক্ষ করা যায়, এগুলিকে কী বলে ?
ans. ছিদ্র বা রন্দ্র
Ss s
13. যে স্তরের মধ্য দিয়ে জল সহজেই নীচের দিকে চলে যায় অর্থাৎ জল ধরে রাখতে অক্ষম তাকে কী বলে?
ans. অসম্পৃক্ত স্তর
14. ভূঅভ্যন্তরের মৃত্তিকা ও প্রবেশ্য শিলাস্তরের মধ্যে জল দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে যে স্তর, তাকে কী বলে?
ans. ফ্রিয়েটিক স্তর বা ভৌমজলস্তর
15. অসম্পৃক্ত স্তরের নীচে যে স্তরে শুধুমাত্র বর্ষাকালেই জল ভৌমজল রূপে সঞ্চিত থাকে কিন্তু অন্য সময় জল শুকিয়ে যায়, একে কী বলে?
ans. সবিরাম বা সাময়িক সম্পৃক্ত স্তর
16. সবিরাম সম্পৃক্ত স্তরের নীচের স্তরটি সবসময় জলপূর্ণ অবস্থায় থাকে, একে কী বলে?
ans. স্থায়ী সম্পৃক্ত স্তর
17. বৃষ্টির জল, তুষারগলা জল প্রভৃতি ভূপৃষ্ঠের ওপর দিয়ে নীচে চলে গিয়ে ভৌমজলস্তর রূপে অবস্থান করে, সেই জলপূর্ণ স্তরকে কী বলে?
ans. অ্যাকুইফার বা জলবাহী স্তর
18. যে শিলাস্তর জলধারণ করে রাখতে সক্ষম কিন্তু ক্ষরণে অক্ষম, তাকে কী বলে ?
ans. অ্যাকুইড
Sss
19. যে শিলাস্তর অপ্রবেশ্য হলেও খুব সামান্য পরিমাণ জল সgয় এবং ক্ষরণে সক্ষম তাকে কী বলে?
ans. অ্যাকুইটার্ড
20. ভূঅভ্যন্তরে সম্পৃক্ত স্তরে যে জল পাওয়া যায় তাকে কী বলে?
ans. ভৌমজল
21. ভৌমজলের প্রধান উৎস কী?
ans. সে বৃষ্টিপাতের জল এবং তুষারগলা জল
22. সাধারণত যে শিলাস্তর কোনোভাবেই জল সয় ও ক্ষরণে সক্ষম নয়, তাকে কী বলে?
ans. অ্যাকুইফিউজ
23. ভূপৃষ্ঠের ওপর দিয়ে বৃষ্টির জল ও তুষারগলা জল ভূঅভ্যন্তরে প্রবেশ করে ভৌমজলে পরিণত হয়, একে কী বলে? ans.মিটিওরিক জল
24. সামান্য পরিমাণ সমুদ্রজল উপকূলের শিলাস্তরের মধ্য দিয়ে নীচের দিকে প্রবেশ করে ভৌমজলে পরিণত হয়, একে কী বলে?
ans. সামুদ্রিক জল
25. যে-সমস্ত শিলার মধ্য দিয়ে জল খুব সহজেই ভূগর্ভে প্রবেশ করে, তাকে কী বলে ?
ans.প্রবেশ্য শিলা
Sss
26. পাললিক শিলা গঠিত হওয়ার সময় সমুদ্র বা হ্রদের সামান্য পরিমাণ জল ওই শিলাস্তরের মধ্যে থেকে যায়, তাকে কী বলে?
ans. সহজাত বা জন্মগত জল
27. অনেকগুলো প্রস্রবণ একটি রেখা বরাবর সৃষ্টি হলে তাকে কী বলে?
ans.প্রস্রবণ রেখা
28. অসংখ্য প্রস্রবণ থেকে যখন ছোটো ছোটো জলপ্রপাত সৃষ্টি হয়, তাকেকী বলে?
ans. অবিরাম প্রস্রবণ বলে
29. ভূপৃষ্ঠের যে-সমস্ত স্থানে কেবলমাত্র আর্দ্র ঋতুতেই ভৌমজল নির্গত হয়, কিন্তু অন্য সময় শুকিয়ে যায়, তাকে কী বলে? ans. সবিরাম প্রস্রবণ
30. যেসব প্রস্রবণ থেকে শুধুমাত্র উম্ন জল নির্গত হয়, সেগুলিকে কী বলে?
ans. উষ্ণ প্রস্রবণ (পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, বিহারের রাজগির প্রভৃতি)
31. যেসব প্রস্রবণ থেকে শুধুমাত্র শীতল জল নির্গত হয়, সেগুলিকে কী বলে?
ans.শীতল প্রস্রবণ (দেরাদুনের কাছে সহস্রধারা প্রস্রবণটি থেকে শীতল জল বের হয়)
32. যে-সমস্ত প্রস্রবণের জলে সালফার, সোডিয়াম ক্লোরাইড, লৌহ যৌগ ইত্যাদি দ্রবীভূত অবস্থায় থাকে, সেগুলিকে কী বলে?
Ss s
ans. খনিজ প্রস্রবণ (পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, বিহারের রাজগির, উত্তরাখণ্ডের সহস্রধারা ইত্যাদি)
33. রাসায়নিক প্রক্রিয়ায় শিলার ক্ষয়কে কী বলে?
ans. আর রাসায়নিক ক্ষয়
34. চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌমজলের দ্রবণকার্যের ফলে যে লাল ধরনের মৃত্তিকা গঠিত হয়, তাকে কী বলে?
ans. টেরারোসা। (ডব্লু. এল. কুবিয়েনা নামকরণ করেন)
35. চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় শিলাপৃষ্ঠে যে অসংখ্য দীর্ঘাকৃতির গর্ত সৃষ্টি হয় তাকে কী বলে?
ans. ইংল্যান্ডে গ্রাইকস, জার্মানিতে কারেন, ফ্রান্সে ল্যাপিস বলে
36. কোনো অঞ্চলে অসংখ্য গ্রাইকস গঠিত হলে শিলাস্তরগুলি প্রায় বিচ্ছিন্নভাবে অবস্থান করে, এগুলিকে কী বলে?
ans. ক্লিন্টস
37. চুনাপাথর গঠিত অঞলে দ্রবণকার্যের ফলে ভূপৃষ্ঠে অসংখ্য ছোটো ছোটো গর্তের সৃষ্টি হয়, এগুলিকে কী বলা হয়?
ans.সোয়ালো হোল
Sss
38. কোন সাগরের তীরবর্তী অলকে কার্স্ট অল বলে ?
ans.আড্রিয়াটিক সাগরের তীরবর্তী অঞ্চল
39. চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণকার্যের ফলে ফাদেল আকৃতির অবনমিত স্থানের সৃষ্টি হয়, এগুলিকে কী বলে?
ans. সিঙ্কহোল
দ্বাদশ শ্রেণী প্রাকৃতিক ভূগোল তৃতীয় অধ্যায়
MCQ প্রশ্নোত্তর [ মান – 1 ]
1. তটভূমির ওপর সমুদ্রের তরঙ্গের সঞ্জয়ের ফলে গঠিত ভূমিভাগকে বলা হয়— 
(a) ব্যাকওয়াশ (b) স্ট্যাম্প (c) সৈকতবেলাভূমি (d) জিও
ans. (c) সৈকতবেলাভূমি
2. মূল ভূমিভাগ ও পুরোদেশীয় বাঁধের মাঝখানের অগভীর জলাভূমিকে বলা হয়— 
(a) স্পিট (b) সৈকতভূমি (c) রিয়া উপকূল (d) লেগুন উপহ্রদ
ans. (d) লেগুন উপহ্রদ
3.কর্ণাটক ও কেরালার উপকুল হলো— 
(a) যৌগিক উপকুল (b) মিশ্র উপকূল (c) রিয়া উপকূল (d) উথিত উপকূল
ans. (a) যৌগিক উপকুল
4. সমুদ্রতরঙ্গ সৃষ্টির প্রধান কারণ হলো
(a) সমুদ্রজলের উয়তা (b) বায়ুপ্রবাহ (c) সমুদ্রজলের লবণতা (d) উপরের সবক’টি ঠিক
ans. (b) বায়ুপ্রবাহ
5. হিমবাহ অধ্যুষিত অঞ্চলে দেখা যায়
(a) ডালমেশিয়ান উপকূল (b) রিয়া উপকূল (c) ফিয়র্ড উপকুল (d) সৈকতশিরা
ans. (c) ফিয়র্ড উপকুল
6. ভারতের পূর্ব উপকূল হলো একটি 
(a) যৌগিক উপকুল (b) মিশ্র উপকূল (c) নিমজ্জিত উপকূল (d) উত্থিত উপকূল
ans. (d) উত্থিত উপকূল
Sss
7. পূর্বতন যুগোশ্লাভিয়ার উপকূল হলো একটি 
(a) ডালমেশিয়ান উপকুল (b) রিয়া উপকূল (c) ফিয়র্ড উপকূল (d) মিশ্র উপকূল
ans. (a) ডালমেশিয়ান উপকুল
8. কেরলের উপকূলের উপহ্রদকে বলা হয়— 
(a) টোরস (b) ভৃগু (c) ফিয়র্ড (d) কয়াল
ans. (d) কয়াল
9. সৈকতভূমির ওপর সৃষ্ট আঁকাবাঁকা শিরার মতো। ভূমিরূপকে বলে—
(a) টম্বােলো (b) সৈকতশিরা (c) ব্লো-হোল (d) স্পিট
ans. (b) সৈকতশিরা
10. নরওয়ে ও সুইডেনের উপকূল হলো— 
(a) রিয়া উপকূল (b) ফিয়র্ড উপকুল (c) ডালমেশিয়ান উপকুল (d) যৌগিক উপকূল
ans. (b) ফিয়র্ড উপকুল
11. উন্মুক্ত সমুদ্রপৃষ্ঠের ওপর বায়ু বাধাহীনভাবে প্রবাহিত। হয়, এই উন্মুক্ততাকে বলা হয়— 
(a) ফেচ (b) টিলা (c) তটভূমি (d) গুহা
ans. (a) ফেচ
12. তরঙ্গাকর্তিত মঞ্চ দেখা যায়— 
(a) মালাবার উপকূলে (b) কোঙ্কণ উপকুলে (c) ভারতের পূর্ব উপকূলে (d) করমণ্ডল উপকূলে
ans. (b) কোঙ্কণ উপকূলে
13. বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ দেখা যায়— 
(a) মালাবার উপকূলে (b) করমণ্ডল উপকূলে (c) অস্ট্রেলিয়ার উপকূলে (d) জার্মান উপকূলে
ans. (c) অস্ট্রেলিয়ার উপকূলে
14. ফদেল আকৃতির উপকূল হলো— 
(a) চেলসি উপকূল (b) অ্যাটল (c) মিশ্র উপকূল (d) রিয়া উপকূল
ans. (d) রিয়া উপকূল
Sss
15. হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে সৃষ্টি হয়— 
(a) ফিয়র্ড উপকূল (b) রিয়া উপকূল (c) ডালয়েশিয়ান উপকূল (d) কোনোটিই নয়
ans. (a) ফিয়র্ড উপকূল
16. উপকূলের সামনের অংশকে বলা হয়— 
(a) লেগুন (b) তটভূমি(c) পশ্চাৎ তটভূমি (d) জিও
ans. (b) তটভূমি
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [ মান – 1 ]
1. উপসাগরের সামনে সৃষ্ট স্পিট ক্রমশ প্রসারিত হলে কী গঠিত হয়?
ans.বে-বার বা উপসাগর বাঁধ
2. নিম্নতম জলসীমা থেকে জোয়ারের জলসীমার গড় উচ্চতা পর্যন্ত বিস্তৃত অংশটিতে কী বলে?
ans. সম্মুখ তটভূমি
3. সম্মুখ তটভূমির নিম্নতম স্থান থেকে মহীসোপানের শেষ পর্যন্ত অংশটিকে কী বলা হয়?
ans. পুরোদেশ তটভূমি বা মগ্ন তটভূমি
4. সমুদ্র যেখানে এসে থলভাগে মিলিত হয়, সেই সীমারেখাকে কী বলা হয় ?
ans. তটরেখা
5. প্রবালকীটের জন্য জলের উন্নতা কত ডিগ্রি সে. হওয়া প্রয়োজন?
ans. প্রায় 179-33° সে,
6. সর্বাধিক পরিমাণে প্রবালের উপস্থিতি কোথায় লক্ষ করা যায় ?
ans. 30° উ: – 30° দ: অক্ষরেখার মধ্যে
7. প্রবালের বৃদ্ধির জন্য সমুদ্রজলের গভীরতা কত হওয়া প্রয়োজন?
ans. 25-30 মিটার
Ss s
8.প্রবালের বৃদ্ধির জন্য সমুদ্রজলের লবণতা কত হওয়া প্রয়োজন?
ans. 30% -38%
9. ভারতের বৃহত্তম কয়ালের নাম কী ?
ans. ভেদানাদ কয়াল
10. দুটি স্পিট সমুদ্রে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যে ত্রিকোণাকার ভূখণ্ড গড়ে ওঠে, তাকে কী বলে?
ans. কাসপেট ফোরল্যান্ড
11. হিমবাহের গলনের কারণে সমুদ্রপৃষ্ঠের উত্থান ঘটে, তখন উপকূল অঞ্চল জলমগ্ন হয়ে সমুদ্রের অংশ হয়ে যায়, একে কী বলে?
ans. নিমজ্জিত উপকূলরেখা
12. ভূআলোড়নের ফলে উপকূল অঞ্চল উথিত হলে, তাকে কী বলে?
ans.উত্থিত উপকূলরেখা
13. যে উপকূলরেখায় উত্থান ও নিমজ্জন উভয় ঘটে, তাকে কী বলে?
ans.যৌগিক উপকূলরেখা
14. যে উপকূলরেখায় উত্থান, নিমজ্জন কোনো কিছুই ঘটে না, তাকে কী বলে?
ans.প্রশমিত উপকূলরেখা
15. উপকূলের সমান্তরালে বিস্তৃত শৈলশিরাবিশিষ্ট পার্বত্যভূমি ভূআন্দোলনের ফলে আংশিক নিমজ্জিত হলে যে উপকূলের সৃষ্টি হয়, তাকে কী বলে?
ans. ডালমেশিয়ান উপকূল
Ss s
16. সমুদ্রতরঙ্গ সৈকতভূমির ওপর আসার পর ভূমির ঢাল বরাবর সমুদ্রে ফিরে যাওয়াকে কী বলে?
ans. পশ্চাগামী তরঙ্গ বা ব্যাকওয়াশ
17. ঝটিকা তরঙ্গ, সুনামি প্রভৃতি তরঙ্গ দ্বারা উপকূলের অনেক ক্ষয়ক্ষতি হয়, এদের কী বলে?
ans. বিনাশকারী তরঙ্গ
18. সমুদ্রতরঙ্গ অগভীর উপকূল পেরিয়ে সৈকতে আছড়ে পড়লে, তাকে কী বলে?
ans.সম্মুখতরঙ্গ বা সোয়াশ
19. সমুদ্রতরঙ্গ কয়টি পদ্ধতিতে ক্ষয়কার্য করে থাকে?
ans. চারটি পদ্ধতিতে (অবঘর্ষ, ঘর্ষণ ক্ষয়, দ্রবণ ক্ষয় ও জলপ্রবাহ ক্ষয়)।
20. সমুদ্র যেখানে এসে স্থলভাগে মিলিত হয়, সেই সীমারেখাকে কী বলে?
ans. তটরেখা (Shoreline)।
21. স্বলভাগ ও সমুদ্রের জলভাগের সংযোগস্থলকে কী বলা হয় ?
ans. উপকূল
22. ঝটিকা তরঙ্গের জল তটভূমির ওপর দিয়ে অভ্যন্তরভাগে যতদূর পৃষান্ত প্রবেশ করে, তার শেষ সীমা বরাবর রেখাকে কী বলা হয় ?
ans. উপকূলরেখা
23. মূল ভূখণ্ড থেকে বহুদূরে সামুদ্রিক অংশে প্রবাল গঠিত ভূভাগকে কী বলা হয় ?
ans. প্রবালদ্বীপ।
S ss
24. সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমির মাঝে সঞ্চিত অনুভূমিক শিরার মতো স্বল্পোচ্চ ভূমিভাগকে কী বলা হয় ?
ans.বার্ম
25. ক্রমাগত তরঙ্গের আঘাতে সমুদ্র উপকূলে যে খাড়া পাড় তৈরি হয়, তাকে কী বলে?
ans. সমুদ্রভৃগু
26. তরঙ্গাকতিত মরে যে অংশ নিম্ন জোয়ারের জলতলের নীচে থাকে তাকে কী বলে ?
ans. পুরোদেশীয় মঞ
27. পুরোদেশীয় বাঁধের পিছনে আবদ্ধ সমুদ্রজল যে লবণাক্ত জলাভূমির সৃষ্টি করে, তাকে কী বলে?
ans. লেগুন (স্থানীয় ভাষায় কয়াল)
Ss s
28. উপকূল থেকে দূরে অবস্থিত সামুদ্রিক অংশে সৃষ্ট বৃত্তাকার প্রবালপ্রাচীরকে কী বলা হয়?
ans. অ্যাটল
Previous
Next Post »

কিনলেই ক্যাশব্যাক