সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

WB HS geography Suggestion Question Paper 2021 WB HS 2021 জলনির্গম প্রণালী geography Suggestion Question Paper West Bengal Board Model Paper 2021 Class 12th Abta Test Paper 2020 Class 12 Art Abta Test Paper 2021 Class 12 PDF Abta Test Paper 2021 PDF Abta Test Paper 2020 Class 10 Abata Test Paper Class 12 Abta Test Paper 2021 Class 10 Abta Test Paper 2021 PDF Testing Test Paper 2021 HS Wbchse Paper 2020 PDF World Bank Board Model Paper 2021

WB HS geography Suggestion Question Paper 2021 WB HS 2021 geography Suggestion Question Paper West Bengal Board Model Paper 2021 Class 12th Abta Test Paper 2020 Class 12 Art Abta Test Paper 2021 Class 12 PDF Abta Test Paper 2021 PDF Abta Test Paper 2020 Class 10 Abata Test Paper Class 12 Abta Test Paper 2021 Class 10 Abta Test Paper 2021 PDF Testing Test Paper 2021 HS Wbchse Paper 2020 PDF World Bank Board Model Paper 2021 : জলনির্গম প্রণালী বা নদীনকশা MCQ প্রশ্নোত্তর [ মান – 1 ] 1. ল্যাকোলিথ বা ব্যাথোলিথের উপর সৃষ্ট নদীনকশা হলো- ans. কেন্দ্রবিমুখ 2. লতাগাছের মাচা আকৃতির নদীনকশাকে বলা হয়- ans. জাফরিরূপী 3. ভূপৃষ্ঠে নদী গঠিত নিয়মিত ঢালযুক্ত অবনত স্থানকে বলা হয় – ans. নদী উপত্যকা 4. প্রধান নদী তার উপনদী ও শাখা-প্রশাখা নিয়ে যে অণ্ডলের ওপর দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলকে বলা হয় – ans. নদী অববাহিকা 5. পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে রাখে তাকে বলা হয় – ans. জলবিভাজিকা 6. ভারতের গোদাবরী, কৃয়া, কাবেরী নদী অববাহিকায় দেখা যায়- ans. বৃক্ষরূপী জলনিৰ্গম প্রণালী 7. ড্রেনড্রনের অর্থ হলো – ans. (b) বৃক্ষ 8. ভারতের নর্মদা, শোন প্রভৃতি নদী উপত্যকায় দেখা যায়— ans. পিনেট 9. নদীজালিকার জ্যামিতিক আকৃতি হলো – ans. নদীনকশা 10. গম্বুজ ভূগঠনে কঠিন ও কোমল শিলাস্তরকে ভিত্তি করে গড়ে উঠা নদীনকশা— ans. অঙ্গুরীয়াকার বা অ্যানুলার অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [ মান – 1 ] 1. পরবতী নদী কাকে বলে? ans. অনুগামী নদী উপত্যকার দু’দিক থেকে যেসব নদী উৎপত্তি লাভ করে শিলার । আয়াম বরাবর উপত্যকা সৃষ্টি করে অনুগামী নদীর সঙ্গে সমকোণে এসে মিলিত হয়, তাদের পরবর্তী নদী বলে। 2. বিপরা নদী কাকে বলে? ans. যেসব নদী অনুগামী নদীর বিপরীত দিকে অর্থাৎ ঢালের বিপরীত দিতে প্রবাহিত। হয়, তাদের বিপরা নদী বলে। 3.পুনর্ভবা নদী কাকে বলে ? ans. ভূভাগ গঠনের দ্বিতীয় পর্যায়ে সৃষ্টি হয়ে যেসব নদী অনুগামী নদীর দিকেই প্রবাহিত হয়, তাকে পুনর্ভবা নদী বলে। 4. অসংগত নদী কাকে বলে? ans. যেসব নদীর গঠন ভূমিভাগের প্রাথমিক ঢাল, শিলার প্রকৃতি ও বিন্যাস, ভূতাত্ত্বিক গঠন, নদীর বয়স ইত্যাদি অনুসারে নির্ধারিত হয় না, তাদের অসংগত নদী বলে। 5. অধ্যারোপিত নদী কাকে বলে? ans. নতুন সঞ্চিত শিলাস্তরের উপর গঠিত কোনো নদী নীচের প্রাচীন শিলার উপর অধিষ্ঠিত হলে, তাকে বলা হয় অধ্যারোপিত নদী। সুবর্ণরেখা নদীতে এধরনের অবস্থান লক্ষ করা যায়। 6. অন্তবাহিনী নদী কাকে বলে ? ans. যেসব নদী দেশের প্রান্তসীমা অতিক্রম না করে অভ্যন্তরভাগে সীমাবদ্ধ থাকে, তাকে অন্তর্বাহিনী নদী বলে। যেমন – ভারতের লুনি নদী। 7. উপনদী কাকে বলে? ans. কোনো প্রধান বা মূল নদীর গতিপথের দু’পাশ থেকে ছোটো ছোটো জলধারা বা নদী মূল নদীতে এসে মিলিত হয়, তাদের বলা হয় উপনদী। 8. শাখানদী কাকে বলে? ans. কোনো প্রধান বা মূল নদী থেকে ছোটো ছোটো শাখার আকারে জলধারা বেরোয়, সেগুলিকে বলা হয় শাখানদী। 9. ধারণ অববাহিকা কাকে বলে? ans. কোনো মূল নদী, তার বিভিন্ন উপনদী ও শাখানদী যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলটিকে বলা হয় মূল নদীর অববাহিকা বা ধারণ অববাহিকা।
Previous
Next Post »

কিনলেই ক্যাশব্যাক