সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

Falharini Kali Puja 2023 Date- Time: সামনেই ফলহারিণী কালী পুজো, জানুন দিনক্ষণ- মাহাত্ম্য

ফলহারিণী কালী পূজা 2023 তারিখ- সময়: সামনেই ফলহারিণী কালী পুজো, জানুন দিনক্ষণ- মাহাত্ম্য ফলহারিণী কালী পূজা 2023 তারিখ- সময়: দেবীর আরাধনা সর্বজনবিদিত। জ্যৈষ্ঠ অমাবস্য তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। এই জোয়ারের সঙ্গে অনেক পৌরাণিক গল্প আছে।
nshot_20230515-110705.png" style="display: block; প্যাডিং: 1em 0; টেক্সট-সারিবদ্ধ: কেন্দ্র; "> ধর্মে ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর (দেবী কালী) বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। জ্যৈষ্ঠ অমাবস্য তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। এই জোয়ারের সঙ্গে অনেক পৌরাণিক গল্প আছে। ফলহারিণী কালী পুজো ২০২৩-নির্ঘণ্ট আগামী ১৮ মে (বাংলায় ৩ জ্যৈষ্ঠ), তারিখের ফলহারিণী কালী পুজোর দিন। ১৮ মে, রা ৯/১৩/৩৬ মিনিট থেকে ১৯ মে, রা ৮/৪৩/২৩ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। কেন পালন হয় ফলহারিণী কালীপুজো? মা কালী জীবের কর্মফল ফল প্রদান করছেন। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক সম্পর্ক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। অর্নি ১২৮০ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যা শক্তি সগুণরূপের পুজোতে। সেজনে এইদিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ। শ্রীরাম কৃষ্ণ তাঁর মোক্ষর প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজোও এই দিন হিন্দু ধর্মাবলম্বী ফলারা বিধায় মরসুমী কালীর পুজো করে। অন্য দিকে কর্মফল হরণ করে ভক্তদের, তাদের অভীষ্টফল, মোক্ষফল প্রদান। ফলহারিণী কালী পুজোর কালী স্বয়ং, তার সন্তানদের শুভ ফল প্রদান এবং তাদের সাথে শুভফল হরণ করে থাকেন। মানুষ ভাষা জীবন কর্ম করে যান। কিন্তু মনে করা হয়, এই কর্মের ফল দানে দেবী কালিকা। তিনি সমস্ত কিছু, শক্তি, ইচ্ছা ও কর্মশক্তি শক্তি বিরাজিতা। আর ফলহারীণী কালী পুজো প্রত্যেকের বিদ্যা, কর্ম ও সেই সাথে অর্থভাগ্যের উন্নতি। প্রেম-প্রণয়ে সমস্ত বাধা দূর। দম্পত্য সাংসারিকও সুখান্তি লাভ হয়। আম, জাম, লিচু, কাঁঠাল একই ধরনের ফল জ্যৈষ্ঠ মাসে সহজে পাওয়া যায়। ভক্তেরা তাদের ইষ্টদেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন। শাস্ত্রে বলা আছে, 'জীবনেয সর্বস্ব'। যার অন্য দিকে ফলহারিণী, সাধক কর্মফল হরণ করেন। ফলহারিণী কালী পূজা 2023 তারিখ- সময়: সামনেই ফলহারিণী কালী পুজো, জানুন দিনক্ষণ- মাহাত্ম্য
Previous
Next Post »

কিনলেই ক্যাশব্যাক