সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

RAILWAY ZONE

রেলওয়ে জোন 
পরিচালনা ও প্রশাসনিক কাজের জন্য ভারতীয় রেল কে 17 টি জোনে ভাগ করা হয়েছে নিম্নলিখিত রেলওয়ে জোন ও তাদের হেডকোয়ার্টারের নাম উল্লেখ করা হলো


১.উত্তর রেলওয়ে >নতুন দিল্লি
২. উত্তর পশ্চিম রেলওয়ে> জয়পুর
৩.উত্তর-মধ্য রেলওয়ে> এলাহাবাদ
৪.উত্তর পূর্ব রেলওয়ে >গোরক্ষপুর
৫.উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে> মালিগাও গৌহাটি
৬.পূর্ব রেলওয়ে> কলকাতা
৭. পূব উপকুল রেলওয়ে> ভুবনেশ্বর
৮. পূর্ব মধ্য রেলওয়ে >হাজিপুর
৯.পশ্চিম মধ্য রেল ওয়ে >জব্বলপুর
১০.সেন্ট্রাল রেলওয়ে >মুম্বাই
১১.পশ্চিম রেলওয়ে> মুম্বাই চার্চ গেট
১২. দক্ষিণ রেলওয়ে> চেন্নাই
১৩. দক্ষিণ মধ্য রেলওয়ে> সেকেন্দ্রাবাদ
১৪. দক্ষিণ পূর্ব রেলওয়ে> কলকাতা গার্ডেনরিচ
১৫. দক্ষিণ পশ্চিম রেলওয়ে> হুবলি
১৬. দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে> বিলাসপুর
১৭. মেট্রো রেলওয়ে >কলকাতা
                               সৌরভ সরকার 
Previous
Next Post »

কিনলেই ক্যাশব্যাক