WB HS geography Suggestion Question Paper 2021 WB HS 2021 geography Suggestion Question Paper West Bengal Board Model Paper 2021 Class 12th Abta Test Paper 2020 Class 12 Art Abta Test Paper 2021 Class 12 PDF Abta Test Paper 2021 PDF Abta Test Paper 2020 Class 10 Abata Test Paper Class 12 Abta Test Paper 2021 Class 10 Abta Test Paper 2021 PDF Testing Test Paper 2021 HS Wbchse Paper 2020 PDF World Bank Board Model Paper 2021
প্রিয় ছাত্র ছাত্রী আজ আমি তোমাদেরকে ভূগোলের এবিটিএ টেস্ট পেপার 2021 সালের প্রশ্ন উত্তর গুলো দিলাম তোমাদের উপকারে লাগবে.
প্রিয় ছাত্র ছাত্রী আজ আমি তোমাদেরকে ভূগোলের এবিটিএ টেস্ট পেপার 2021 সালের প্রশ্ন উত্তর গুলো দিলাম তোমাদের উপকারে লাগবে.
অধ্যায়- জীববৈচিত্র্য
MCQ প্রশ্নোত্তর [ মান – 1]
1. ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে প্রণয়ন করা হয়?
ans. 1972
2. পৃথিবীতে মোট কয়টি জীববৈচিত্র্য হটস্পট আছে?
ans. 34
3. বর্তমানে ভারতে মোট কয়টি জীবমণ্ডল সংরক্ষণ অল আছে?
ans. 18টি
4. সবচেয়ে বেশি জীববৈচিত্র্য লক্ষ করা যায় কোন অঞ্চলে?
ans. উপরের সবক’টিই ঠিক
5. বিশ্ব সংরক্ষণ উপদেষ্টা কেন্দ্রের (1992) গণনা অনুসারে পৃথিবীতে মোট প্রজাতির সংখ্যা কত?
ans. 1.25 কোটি
6. নিম্নের কোনটি ভারতের হটস্পট অঞ্চল?
ans. সবকটিই ঠিক
7. ভারতে মোট কয়টি সংরক্ষণ অঞ্চল আছে?
ans. 605
8. ভারতে মোট কয়টি বন্যপ্রাণী অভয়ারণ্য অঞ্চল আছে?
ans. 515
9. ভারতে কয়টি জাতীয় উদ্যান রয়েছে?
ans. 90
10. ভারতে কয়টি জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল আছে?
ans. 14টি
11. ভারতে ঘোষিত প্রথম জাতীয় উদ্যান কোনটি ?
ans. করবেট (উত্তরাঞ্চল)
12. রামসার সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
ans. 1971
13. বসুন্ধরা সম্মেলন ব্রাজিলে কত সালে অনুষ্ঠিত হয়?
ans. 1992
14. ভারতে অরণ্য সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয়?
ans. 1980 সালে
অ
প্রশ্নোত্তর [ মান – 1]
1. জীববৈচিত্র্যের গুরুত্ব কী?
ans. বায়ু, জল, মৃত্তিকা সম্পদ সংরক্ষণ করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা, জৈব সম্পদের জোগান দেওয়া প্রভৃতি।
2. পৃথিবীতে মোট কয়টি জীব ভৌগোলিক রাজ্য আছে?
ans. আটটি।
3. বাস্তুতান্ত্রিক বৈচিত্র কাকে বলে?
ans. প্রকৃতিতে অবস্থিত কোনো বাস্তুতন্ত্রের মধ্যে যে বিভিন্নতা লক্ষ করা যায়, তাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য।
4. ইকোটোন কী?
ans. পাশাপাশি অবস্থিত দু’টি বাস্তুতন্ত্রের মিলনস্থলকে বলা হয় ইকোটন।
5. পৃথিবীতে কয়টি মেগাবায়োডাইভারসিটি অঞ্চল আছে?
ans. 19টি
6. বিলুপ্ত ও বিপন্ন প্রজাতি কাকে বলে?
ans. যেসব প্রজাতির অস্তিত্ব বর্তমানে নেই তাদের বিলুপ্ত এবং যেসব প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের বিপন্ন প্রজাতি বলে।
7. পলিপ্লয়ডি কী ?
ans. একটি নির্দিষ্ট প্রজাতির জিনপুল পরিবর্তন ঘটিয়ে নতুন প্রজাতির সৃষ্টি হয়। এই পদ্ধতিকে বলা হয় পলিপ্লয়ডি।
8. পৃথিবীতে মোট কয়টি মেগাবায়োডাইভারসিটি জোন লক্ষ করা যায়?
ans. 200টি দেশের মধ্যে 17টি দেশে।
9. প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা বেশি কেন?
ans.
WB HS geography Suggestion Question Paper 2021 WB HS 2021 geography Suggestion Question Paper West Bengal Board Model Paper 2021 Class 12th Abta Test Paper 2020 Class 12 Art Abta Test Paper 2021 Class 12 PDF Abta Test Paper 2021 PDF Abta Test Paper 2020 Class 10 Abata Test Paper Class 12 Abta Test Paper 2021 Class 10 Abta Test Paper 2021 PDF Testing Test Paper 2021 HS Wbchse Paper 2020 PDF World Bank Board Model Paper 2021
প্রিয় ছাত্র ছাত্রী আজ আমি তোমাদেরকে ভূগোলের এবিটিএ টেস্ট পেপার 2021 সালের প্রশ্ন উত্তর গুলো দিলাম তোমাদের উপকারে লাগবে.
ভৌগোলিক বিস্তার সংকীর্ণ, জীবসংখ্যা খুবই কম, দেহের আকৃতি বিশাল মাপের, নিম্ন জন্মহার, জিনগত বৈচিত্র্য ইত্যাদি কারণে প্রজাতির বিলুপ্তি হয়।
10. সংকটপূর্ণ, বিপন্ন, বিপদপ্রবণ প্রজাতি কী?
ans. যেসব প্রজাতির জীবসংখ্যা 50%-এর বেশি বিলুপ্ত হবার সম্ভাবনা রয়েছে তাদের সংকটপূর্ণ প্রজাতি, 20%-এর বেশি বিলুপ্ত হবার সম্ভাবনা রয়েছে তাদের বিপন্ন প্রজাতি এবং 10%-এর বেশি বিলুপ্ত হবার সম্ভাবনা রয়েছে, তাদের বিপদপ্রবণ প্রজাতি বলে।
11. কত সালে মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি গ্রহণ করা হয়?
ans. 1971 সালে (UNESCO)।
12. পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি?
ans. ইংল্যান্ডের কিউ-এ অবস্থিত রয়্যাল বোটানিক্যাল গার্ডেন্স।
13. বাস্তুতন্ত্র কাকে বলে?
ans. যে নিয়মের মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীবসম্প্রদায় ও ওই অজীবজাত উপাদানগুলির মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়ায় উদ্ভুত উপাদানসমুহের বিনিময় ঘটে, তাকে বাস্তুতন্ত্র বলে।
14. গামা বৈচিত্র্য কাকে বলে?
ans. যেকোনো বৃহৎ আয়তন ভৌগোলিক অঞ্চলের মধ্যে পরিবেশ, প্রাকৃতিক বাসভূমি এবং গোষ্ঠীগত বিভিন্নতার জন্য উদ্ভূত জীববৈচিত্র্যকে বলা হয় গামা বৈচিত্র্য।
15. আলফা বৈচিত্র্য কাকে বলে?
ans.তার একটি নির্দিষ্ট জীবগোষ্ঠীর মধ্যে অবস্থিত প্রজাতির সংখ্যাকে বলা হয় আলফা বৈচিত্র্য।
16. বিটা বৈচিত্র্য কাকে বলে ?
ans. আন্তঃপ্রাকৃতিক বাসভূমি বা আন্তঃগোষ্ঠী জীববৈচিত্র্যকে বিটা বৈচিত্র্য বলে।
17. ক্লাড বলতে কী বোঝায়?
ans. প্রকৃতিতে বসবাসকারী নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ বা প্রাণীর সমস্ত বংশধরকে একত্রে বলা হয় ক্লাড।
18. ইন-ভিট্রো সংরক্ষণ কাকে বলে?
ans. অতিশীতল সংরক্ষণ পদ্ধতিতে প্রজাতির সংরক্ষণ ব্যবস্থাকে বলা হয় ইন-ভিট্রো সংরক্ষণ।
19. প্রজাতিভবন কাকে বলে?
ans. যে পদ্ধতির মাধমে একটি প্রজাতির জীব থেকে একাধিক প্রজাতির সৃষ্টি হয়, তাকে প্রজাতিভবন বলে।
20. ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক লক্ষ করা যায় কেন?
ans. ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য সমৃদ্ধির কারণ হলো—স্থিতিশীল জলবায়ু, প্রাচীন। জীবগোষ্ঠী, উষ্ণ-আর্দ্র জলবায়ু, উচ্চ সংকরায়ণের হার, পর্যাপ্ত সূর্যালোক, প্রজাতির একত্র সহাবস্থান ইত্যাদি।
21. জৈবিক হটস্পট কাকে বলে ?
ans. যেসব প্রাকৃতিক পরিবেশে বেশি সংখ্যায় প্রজাতি অবলুপ্তির পথে এবং সংকটাপন্ন সাধারণত সেইসব বাসস্থানকে বলা হয় জৈবিক হটস্পট।
ConversionConversion EmoticonEmoticon