সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

WB HS geography Suggestion Question Paper 2021 বায়ুমণ্ডল WB HS 2021 geography Suggestion Question Paper West Bengal Board Model Paper 2021 Class 12th Abta Test Paper 2020 Class 12 Art Abta Test Paper 2021 Class 12 PDF Abta Test Paper 2021 PDF Abta Test Paper 2020 Class 10 Abata Test Paper Class 12 Abta Test Paper 2021 Class 10 Abta Test Paper 2021 PDF Testing Test Paper 2021 HS Wbchse Paper 2020 PDF World Bank Board Model Paper 2021

WB HS geography Suggestion Question Paper 2021 WB HS 2021 geography Suggestion Question Paper West Bengal Board Model Paper 2021 Class 12th Abta Test Paper 2020 Class 12 Art Abta Test Paper 2021 Class 12 PDF Abta Test Paper 2021 PDF Abta Test Paper 2020 Class 10 Abata Test Paper Class 12 Abta Test Paper 2021 Class 10 Abta Test Paper 2021 PDF Testing Test Paper 2021 HS Wbchse Paper 2020 PDF World Bank Board Model Paper 2021
প্রিয় ছাত্র ছাত্রী আজ আমি তোমাদেরকে ভূগোলের এবিটিএ টেস্ট পেপার 2021 সালের প্রশ্ন উত্তর গুলো দিলাম তোমাদের উপকারে লাগবে.




পঞ্চম অধ্যায় - বায়ুমণ্ডল MCQ প্রশ্নোত্তর [ মান – 1 ] 
1. জেট বায়ুপ্রবাহ দেখা যায় ভূপৃষ্ঠ থেকে উপরে- ans. ৭.৫ – ১৪ কিমি
 2. জেট বায়ুর আবিষ্কারক হলেন – ans. সি. জি. রসবি 
3. বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় যে স্তরে – ans. ট্রপোস্ফিয়ার
 4. অস্ট্রেলিয়া উপকূলে ঘূর্ণবাত হলো – ans. উইলি উইলি 
5. এল নিনো দেখা যায় – ans. প্রশান্ত মহাসাগরে
 6. হারমাট্টান প্রবাহিত হয় – ans. গিনি উপকূলে
 7. জেট স্ট্রিম দেখা যায় – ans. ট্রপোস্ফিয়ারের উর্ধ্বে
 8. কখন এল-নিনো সংঘটিত হয়? ans. ডিসেম্বর মাসে
 9. ক্রান্তীয় ঘূর্ণবাতের গতিবেগ – ans. ১০০-২৫০ কিমি 10. সর্বাপেক্ষা বিধ্বংসী প্রকৃতির ঘূর্ণিঝড় – ans. টর্নেডো
 11. রাজস্থানের ধূলিঝড়কে বলা হয় – ans. আঁধি
 12. U.S.A-এর মিসিসিপি উপত্যকায় সৃষ্ট টর্নেডোকে বলা হয়— ans. টুইস্টার 
13. ফিলিপিন্স দ্বীপপুঞ্জে ঘূর্ণবাতকে বলা হয় – ans. ব্যাগুই
 14. পূর্ব চিন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? ans. টাইফুন 
15. বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপ বিশিষ্ট ঝড়-ঝঞা হলো— ans. সাইক্লোন
 16. কোপেন জলবায়ুর শ্রেণিবিভাগে Af বলতে বুঝিয়েছেন ans. ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে 
17. ‘Daldrums’ দেখা যায় যে অঞলে – ans. নিরক্ষীয় অঞ্ছলে 
18. ব্রিকফিল্ডার বলতে বোঝায় – ans. স্থানীয় বায়ুকে
 19. যে মেঘকে ‘Four O’clock Rain’ বলা হয় – ans. কিউমুলোনিম্বাস মেঘকে
 20. ভূমধ্যসাগরীয় অঞলে ঘূর্ণিঝড় হয় – ans. শীতকালে
 21. নিরক্ষীয় জলবায়ু অঞলে সারাবছর যে ঋতু লক্ষ করা যায়– ans. ১টি 
22. মধ্য অক্ষাংশীয় অঞলে মহাদেশের পশ্চিমে যে জলবায়ু দেখা যায় – ans. ভূমধ্যসাগরীয় 
23. নিরক্ষীয় অঞলে বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ – ans. ২৬°সে. 
24. জেট বায়ুপ্রবাহ দেখা যায় – ans. ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে 
25. চিলির ভূমধ্যসাগরীয় ঝোপঝাড়ের নাম হলো – ans. ম্যাটারোল 
 26. জলজ উদ্ভিদকে বলে – ans. হাইড্রোফাইট 
27. সাধারণ উদ্ভিদকে বলে – ans. মেসোফাইট 

28. লবণাম্বু উদ্ভিদ হলো – ans. হ্যালোফাইট
 29. নিরক্ষীয় জলবায়ু অঞলের উদ্ভিদ যে শ্রেণির অন্তর্গত ans. মেগাথার্মস
 30. অধিক বৃষ্টিপাতযুক্ত অঞলে জন্মায় যে বৃক্ষ – ans. চিরহরিৎ বৃক্ষ 
31. অতিউষ্ণ ও আর্দ্র অঞ্চলের উদ্ভিদকে বলে – ans. মেগাথার্মস 
32. ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়— ans. মেসোফাইট 
33. যেসকল উদ্ভিদ ১০° সে. – ২০° সে. উয়তাযুক্ত অঞ্চলে জন্মায়, তাদের বলে – ans. মেগাথার্মস
 34. অতিঅল্প তাপমাত্রায় বেড়ে ওঠা উদ্ভিদকে বলা হয় – ans. হেকিস্টোথার্মস 
35. ফার্ন এক ধরনের – ans. স্কিওফাইট
 36. জাঙ্গল উদ্ভিদ যে পরিবেশে জন্মায় ও বেঁচে থাকে – ans. শুষ্ক অঞ্চলে 
37. বালি ও কঁাকর মাটিতে জন্মানো উদ্ভিদ হলো – ans. সাম্মােফাইট 
38. শিলাগাত্রে জন্মানো উদ্ভিদকে বলে – ans. লিথোফাইট 
38. মরু ও মরুপ্রায় অঞলে যে উপাদান কম – ans. আদ্রর্তা 
 40. নিরক্ষীয় জলবায়ু অঞলের উদ্ভিদ যে শ্রেণিতে পড়ে ans. মেগাথার্মস 
41. ছায়াপ্রিয় উদ্ভিদ কোন শ্রেণির অন্তর্গত ? ans. স্কিওফাইট 
42. আলোকপ্রিয় উদ্ভিদ কোন শ্রেণির অন্তর্গত? ans. হেলিওফাইট 
43. ভূগর্ভস্থ জলের প্রধান উৎস হলো – ans. বৃষ্টিপাত 
44. জাঙ্গল উদ্ভিদ হলো— ans. জেরোফাইট 
45. ঠান্ডা মাটিতে জন্মানো উদ্ভিদ – ans. সাইক্রোফাইট
 46. ক্লোরোফ্লুরোকার্বন (CFC) -এর প্রধান উৎস – ans. শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র 
47. ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি হয়ে থাকে – ans. স্ট্র্যাটোস্ফিয়ারে 
48. ওজোন স্তরের গর্ত সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন – ans. ড: ফারমেন 
49. কে প্রথম ওজোন গ্যাসের উপস্থিতি প্রমাণ করেন? ans. ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্কোনসি 
50. বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো— ans. ক্লোরোফ্লুরো কার্বন 
51. গ্রিনহাউস প্রভাব সবচেয়ে বেশি হয় – ans. ট্রপোস্ফিয়ারে 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান – 1] 
1.মৌসুমি বিস্ফোরণ কী? 
ans. ঊর্ধ্ব আকাশে কিউমুলোনিম্বাস মেঘ হতে হঠাৎ মুষলধারে ঝড়-বৃষ্টি হতে শর করে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় একে মৌসুমি বিস্ফোরণ বলে। 
2. নিরক্ষীয় শান্তমণ্ডল কাকে বলে?
 ans. নিরক্ষরেখার উভয় পাশে 59–10° অক্ষাংশে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন। বায়ু মিলিত হলে নিরক্ষরেখায় বায়ুর অনুভূমিক প্রবাহ লক্ষ করা যায় না বলে নিরক্ষীয়। অঞলটিকে শান্তমণ্ডল বলা হয়।
 3. Rain follows the sun কী?
 ans. নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও বৃষ্টিবলয় সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে, তাই একে Rain follows the sun বলা হয়।
 4. হ্যারিকেন কী? 
ans. মেক্সিকো উপসাগরের উপকূল, ক্যারিবিয়ান সাগর, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতকে বলা হয় হ্যারিকেন। 
5. হ্যাডলি কোশ কাকে বলে? 
ans. নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে বায়ু নিরক্ষীয় প্রদেশের দিকে এবং অধিক উষ্ণতায় ভূপৃষ্ঠ থেকে মেরুর দিকে চলাচল করে। এটি আবহবিদ জর্জ হ্যাডলি লক্ষ করেন বলে তাঁর নামানুসারে একে হ্যাডলি কোশ বলে। এটি নিরক্ষরেখার উভয় পাশে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ে লক্ষ করা যায়। 
6. ফেরেল কোশ কী?
 ans. মধ্য অক্ষাংশে বায়ু ভূপৃষ্ঠ থেকে মেরুর দিকে এবং অধিক উন্নতায় নিরক্ষীয় প্রদেশের দিকে চলাচল করে। এটি উইলিয়াম ফেরলে 1856 সালে লক্ষ করেন বলে তাঁর নামানুসারে একে ফেরল কোশ বলে। 
7. রসবি তরঙ্গ কী ? a
 পথিবীর আবর্তন গতি ও তাপের তারতম্য জনিত কারণে উভয় গোলার্ধে পশ্চিমা বায় পশ্চিম থেকে পূর্বে বয়ে চলেছে। এই বায়ুপ্রবাহের ফলে যে বৃহদাকতির তরল তৈরি হয়, তাকে রসবি তরঙ্গ বলে। 
8. বজ্রবিদ্যুৎ সহ ঝঞ্ঝা কাকে বলে? 
ans. মেঘে মেঘে ঘর্ষণের ফলে প্রচণ্ড বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে তাকে বজ্রবিদ্যুৎ সহ ঝঞ্ঝা বলে। 
9. ওয়াকার সার্কুলেশন কাকে বলে? 
ans. নিরক্ষরেখা বরাবর একটি বৃহদাকৃতির বায়ুমণ্ডলীয় কোশ পূর্ব-পশ্চিমে বিস্তৃত। রয়েছে, একেই ব্রিটিশ বিজ্ঞানী স্যার গিলবার্ট ওয়াকারের নামানুসারে ওয়াকার সার্কুলেশন বলে। অনেকেই একে সার্দান অসিলেশন বলে। 
10. এল নিনো কী? a
 এল নিনো শব্দের অর্থ হলো শিশু যিশুখ্রিস্ট। 2-7 বছর অন্তর ক্রান্তীয় প্রশান্ত। মহাসাগরের পূর্ব প্রান্তে পেরু উপকূল দিয়ে যে দক্ষিণমুখী উষ্ণ স্রোত প্রবাহিত হয়, তাকে এল নিনো বলে।
 11. লা নিনা কী? 
ans. লা নিনা শব্দের অর্থ হলো ছোটো মেয়ে। এটি এল নিনোর বিপরীত অবস্থা। প্রশান্ত মহাসাগরের পূর্বভাগে যখন শুষ্ক ও শান্ত আবহাওয়া বিরাজ করে, তখন তাকে লা নিনা বলা হয়। 
12. বায়ুপ্রবাহ কাকে বলে?
 ans. চাপের তারতম্য জনিত কারণে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়াকে বলা হয় বায়ুপ্রবাহ।
 13. বায়ুস্রোত কাকে বলে? a
 উষ্ণতার তারতম্য জনিত কারণে ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী হয়ে বায়ুর স্থানান্তর ঘটে, একে বায়ুস্রোত বলে। 
14. ঘূর্ণবাতজাত ঝড় কাকে বলে?
 a সাধারণত যখন কোনো ঘূর্ণবাতের সঙ্গে প্রবল গতিতে বায়ু প্রবাহিত হতে থাকে তখন তাকে ঘূর্ণবাতজাত ঝড় (cyclonic storm) বলে।
 15. মৌসুমি নিম্নচাপ কাকে বলে? a
 বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনকালে দুর্বল প্রকৃতির। ঘূর্ণবাতের সৃষ্টি হয়, সাধারণভাবে একে মৌসুমি নিম্নচাপ বলে। 
16. ক্রান্তীয় ঝড় কাকে বলে? a
 যেসব ক্রান্তীয় ঘূর্ণবাতে বাতাসের গতিবেগ ঘণ্টায় 63-87 কিমি হয়, তাদের ক্রান্তীয় ঝড় বলে।
 17. জেট স্ট্রিম কী? a
 সমুদ্রপৃষ্ঠ থেকে 10-12 কিমি. উচ্চতায় আঁকাবাঁকা বা সর্পিলভাবে পশ্চিম থেকে। পূর্বে প্রবল গতিসম্পন্ন যে বায়ু প্রবাহিত হয়, তাকে জেট স্ট্রিম বলে।
  18. জিওস্ট্রফিক বায়ু কোথায় লক্ষ করা যায়?
 ans. ঊর্ধ আকাশে চাপজনিত শক্তি ও কোরিওলিস বল সমান হওয়ায় এই বায়ুর সৃষ্টি হয় বা লক্ষ করা যায়।
 19. খামসিন কী?
 ans. আফ্রিকা মহাদেশের মিশরে প্রবাহিত এক প্রকার উষ্ণ-শুষ্ক স্থানীয় বায়ুকে বলা হয় খামসিন।
 20. ফিনবস কী?
 ans. দক্ষিণ আফ্রিকায় ছোটো ছোটো ফুলে ঢাকা যে ঝোপঝাড় জন্মায় তাদের স্থানীয় ভাষায় বলা হয় ফিনবস। 
21. জলবায়ু কাকে বলে?
 ans. আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা উয়তা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতির 30–35 বছরের গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। 
22. হ্যারিকেন কোথায় কোথায় লক্ষ করা যায় ?
 ans. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, মেক্সিকো উপকূল, উত্তর আটলান্টিক, এবং উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে। 
23. জলবায়ু অল কীভাবে নির্ণয় করা হয়?
 ans. প্রধানত উষ্ণতা ও বৃষ্টিপাতের সমতা লক্ষ করেই জলবায়ু অঞল নির্ণয় করা হয়। 
 24. নিরক্ষীয় জলবায়ু এশিয়ার কোথায় দেখা যায় ? 
ans. দক্ষিণ-পূর্ব এশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মায়ানমারের দক্ষিণে। 
25. সীমান্ত কী? 
ans. দু’টি সম্পূর্ণ বিপরীতধর্মী বায়ুপুঞ্জের মধ্যবর্তী স্থানকে বলা হয় সীমান্ত। 
26. যে-সমস্ত উদ্ভিদ প্রকৃতির বুকে প্রাকৃতিক উপাদানের (উষ্ণতা, বৃষ্টিপাত, মৃত্তিকা প্রভৃতি) উপর নির্ভর করে জন্মায়, তাদের কী বলে?
 ans. স্বাভাবিক উদ্ভিদ 
27. মেগাথার্মস জাতীয় উদ্ভিদ কোন অঞ্চলে দেখা যায় ? a
 নিরক্ষীয় অঞ্চলে 
28. আম্লিক মৃত্তিকার উদ্ভিদকে কী বলা হয়? a
 অক্সিলোফাইট। 
29. যে-সমস্ত উদ্ভিদ অধিক সূর্যালোকে ভালো জন্মায় তাদের কী বলে? a
 আলোকপ্রিয় বা হেলিওফাইট উদ্ভিদ।
 30. যে-সমস্ত উদ্ভিদ ছায়া অঞ্চলে ভালো জন্মায় তাদের কী বলে? 
ans. ছায়াপ্রিয় উদ্ভিদ বা স্কিওফাইট।
 31. জলবায়ু পরিবর্তনের দু’টি নিদর্শন উল্লেখ করো।
 ans. (i) পৃথিবীর অক্ষকোণের ও কক্ষপথের পরিবর্তন; (ii) বায়ুমণ্ডলের গঠনে পরিবর্তন।
 32. উভচর জলজ উদ্ভিদের নামগুলি কী? a
 হোগলা, শুশনি, রেনান, কুলাস, হিংচেশাক ইত্যাদি। 33. ছত্রাক ও শৈবাল কোন বর্গের উদ্ভিদ?
 ans. সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা
 34. কোন বিজ্ঞানী, কত সালে উদ্ভিদের শ্রেণিবিভাগ করেন? 
ans.বিজ্ঞানী ওয়ার্মিং, ১৮৯৫ সালে উদ্ভিদের শ্রেণিবিভাগ করেন। 35. কোন মূল উদ্ভিদের দেহে বায়ুর প্রয়োজন মেটায়? ans. শ্বাসমূল (Pneumatophores)। 
36. ঝাঝি, পাতা শ্যাওলা কী ধরনের জলজ উদ্ভিদ ? a
 মূলযুক্ত জলজ উদ্ভিদ। 
37. বাবলা, আকন্দ, করবী ইত্যাদি কী ধরনের উদ্ভিদ? ans. জাঙ্গল বা জেরোফাইট উদ্ভিদ।
 38. অক্সিলোফাইট কী?
 ans. অম্লধর্মী মৃত্তিকায় জন্মানো উদ্ভিদকে অক্সিলোফাইট বলে।
 39. বর্তমানে পৃথিবীতে মোট বনভূমির পরিমাণ কত? ans. 30%। 40. যে-সমস্ত উদ্ভিদ অধিক উন্নতায় জন্মায় তাদের কী বলে? a
 মেগাথার্মস 41. যে-সমস্ত উদ্ভিদ কম উয়তায় জন্মায় তাদের কী বলে? ans. মাইক্রোথার্মস
 42. যে-সমস্ত উদ্ভিদ অতিরিক্ত শীত সহ্য করতে পারে তাদের কী বলে? 
ans. হেকিস্টোথার্মস 
43. ম্যানগ্রোভ শ্রেণির উদ্ভিদ কোথায় দেখা যায় ?
 ans. সুন্দরবনে। 
44. যেসব উদ্ভিদের ফুল ফুটতে দিনের আলো বেশি লাগে সেসব উদ্ভিদ কোথায় জন্মায়?
 ans. উচ্চ অক্ষাংশ। 
45. ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি লক্ষ করা যায় কোন স্তরে? 
ans. স্ট্রাটোস্ফিয়ার স্তরে
 46. পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে? 
ans. ওজোন স্তরকে।
 47. বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের এককের নাম কী ? 
ans.ডবসন একক
 48. কোন যন্ত্রের সাহায্যে ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয়? a
 স্পেকট্রোফটোমিটার যন্ত্রের সাহায্যে 
49. কোথায় সর্বাধিক ওজোন গহ্বর লক্ষ করা যায় ? a
ns. আন্টার্কটিকার আকাশে। 
 50. সূর্য থেকে কত পরিমাণ শক্তি পৃথিবীতে এসে পৌছায় ?
 ans. প্রায় 200 কোটি ভাগের 1 ভাগ
 51. মানুষের নানা ধরনের কাজের ফলে ওজোন স্তরের ক্ষয় হচ্ছে প্রতিনিয়ত। ফলে বড়ো বড়ো ফুটো বা গহ্বর সৃষ্টি হয়েছে, একে কী বলে?
 ans. ওজোন ক্ষয়
 52. অপসুর কাকে বলে ? a
 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি—প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি থাকে, এই দিনকে অপসুর অবস্থা বলে।
 53. অনুসুর কাকে বলে?
 ans. ৩ জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি থাকে, এই দিনকে অনুসুর অবস্থা বলে। 
54. সর্বপ্রথম কে ওজোন গ্যাসের অস্তিত্ব প্রমাণ করেন? ans. 1840 সালে জার্মান বিজ্ঞানী স্কোনবিন।

Previous
Next Post »

কিনলেই ক্যাশব্যাক