সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

WB HS geography Suggestion Question Paper 2021 WB HS 2021 geography Suggestion Question Paper West Bengal Board Model Paper 2021 Class 12th Abta Test Paper 2020 Class 12 Art Abta Test Paper 2021 Class 12 PDF Abta Test Paper 2021 PDF Abta Test Paper 2020 Class 10 Abata Test Paper Class 12 Abta Test Paper 2021 Class 10 Abta Test Paper 2021 PDF Testing Test Paper 2021 HS Wbchse Paper 2020 PDF World Bank Board Model Paper 2021 প্রিয় ছাত্র ছাত্রী আজ আমি তোমাদেরকে ভূগোলের এবিটিএ টেস্ট পেপার 2021 সালের প্রশ্ন উত্তর গুলো দিলাম তোমাদের উপকারে লাগবে.

WB HS geography Suggestion Question Paper 2021 WB HS 2021 geography Suggestion Question Paper West Bengal Board Model Paper 2021 Class 12th Abta Test Paper 2020 Class 12 Art Abta Test Paper 2021 Class 12 PDF Abta Test Paper 2021 PDF Abta Test Paper 2020 Class 10 Abata Test Paper Class 12 Abta Test Paper 2021 Class 10 Abta Test Paper 2021 PDF Testing Test Paper 2021 HS Wbchse Paper 2020 PDF World Bank Board Model Paper 2021
প্রিয় ছাত্র ছাত্রী আজ আমি তোমাদেরকে ভূগোলের এবিটিএ টেস্ট পেপার 2021 সালের প্রশ্ন উত্তর গুলো দিলাম তোমাদের উপকারে লাগবে.

ভূগোল –অর্থনৈতিক ক্রিয়াকলাপ MCQ প্রশ্নোত্তর [ মান – 1]


1. ভিক্ষাবৃত্তি যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ –

ans. কোনো অর্থনৈতিক ক্রিয়াকলাপ নয়

2. অর্থনৈতিক ক্রিয়াকলাপের নবীনতম সংযোজন –

ans. কোয়ার্টনারি

3. শস্য উৎপাদনের সঙ্গে জড়িত অর্থনৈতিক কার্যাবলি হলো—

ans. প্রথম স্তরের কার্যাবলি

4. নির্ণায়কের কাজ কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত ?

ans.  পঞ্চম স্তরের


5. কোন বিষয়টি   চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত নয় –

ans. গবেষণা

6. যে ধরনের শ্রমিক পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত –

ans.  নীতিনির্ধারক

 অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [ মান – 1]

1. চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের উদাহরণ দাও।

ans. ব্যাঙ্কিং, বিমা, মিউনিসিপ্যাল পরিষেবা, তথ্যপ্রযুক্তি, অধিক উন্নত আধুনিক পেশা, সফটওয়্যার নির্মাতা।


2. পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের উদাহরণ দাও।

ans. আইনি পরামর্শ, আর্থিক উপদেষ্টা, পেশাদার উপদেষ্টা, পলিসি বা নীতি, নারীর ক্ষমতায়ন, নির্ণায়কের কাজ, নীতি নির্ধারক ইত্যাদি।

3. প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপের উদাহরণ দাও।

ans. বনজ সম্পদ সংগ্রহ ও পশুশিকার, খনিজ সম্পদ আহরণ, মৎস্যশিকার, জীবিকাসত্তাভিত্তিক কৃষি ইত্যাদি।

4. দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপের উদাহরণ দাও।

ans. শ্রমশিল্প, প্রক্রিয়াকরণ ও দ্রব্যের রূপান্তরকরণ, নির্মাণকাজ।


5. তৃতীয় স্তরের ক্রিয়াকলাপের উদাহরণ দাও।

ans. ব্যাবসাবাণিজ্য, যোগাযোগ ও পরিবহণ পরিষেবা, পর্যটন, শিক্ষকের শিক্ষাদান, আন্তর্জাতিক বাণিজ্য ইত্যাদি।

প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ :  কৃষিকাজ MCQ প্রশ্নোত্তর [ মান – 1]

1. ব্লু মাউন্টেন কফি বলা হয় –  ans.  জামাইকান কফিকে

2. একটি ছোটো জমিতে কর্ষণ করে সেখানে বীজ ছড়িয়ে চারা তৈরি করার পদ্ধতিকে কী বলে?

ans. নার্সারি বেড


3. চিনের কোথায় বাসন্তিক গম চাষ হয় ?

ans.  হেইলং জিয়াং

4. ধান চাষের জন্য কোন জলবায়ু আদর্শ?

ans. ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞলের

5. কফি কোন জলবায়ু অঞ্চলে ভালো হয় ?

ans. গ্রীষ্মকালীন

6. আইসোটিক কথার অর্থ কি?

ans.  সমপরিবহণ ব্যয় রেখা

7. কৃষ্ণ বা রেগুর মৃত্তিকায় চাষ হয় ।

ans. তুলো


8. প্রাকৃতিক রাবার উৎপাদন করে মুলত

ans. মালয়েশিয়া

9. সারা বছর বিভিন্ন জাতের ফুলের চাষকে বলে–

ans.  ফ্লোরিকালচার

10. সারা বছর বিভিন্ন জাতের ফলের চাষকে বলে–

ans.  পোমাকালচার

11. জীবনবৃক্ষ নামে পরিচিত

ans. নারকেল গাছ


12. বিশ্বের সবথেকে বেশি কফি আমদানিকারক দেশ হলো–

ans. মার্কিন যুক্তরাষ্ট্র

13. মোচা কফি বা মোকা কফি হলো –

ans. আরবীয় কফি

14. কল্পতরু বৃক্ষ হলো –

ans.  নারকেল


 অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [ মান – 1 ]

1. ইন্টার কালচার বলতে কী বোঝো?

ans. যে কৃষিব্যবস্থায় একই জমিতে একই সময়ে বিভিন্ন সারিতে দুই-তিন ধরনের শস্য চাষ করা হয়, তাকে ইন্টারকালচার বলে।

2. ভারতে ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?

ans. উত্তরপ্রদেশ (পশ্চিমবঙ্গ দ্বিতীয়) পাঞ্জাব (হেক্টরপ্রতি উৎপাদনে প্রথম)

3. কে শস্য সমন্বয় বিষয়ে একটি গাণিতিক মডেল উপস্থাপন করেন?

ans. 1954 সালে মার্কিন কৃষি ভূগোলবিদ জে. সি. উইভার।


4. মেক্সিকোর ‘গম উন্নয়ন কর্মসূচির’ কর্ণধার কে ছিলেন?

ans. ড: নরম্যান আর্নেস্ট (বারলগ 1951)।

5. বিশ্বের কোন দেশ ধান ও গম উৎপাদনে প্রথম?

ans. ধান—চিন (ভারত দ্বিতীয়)। গম—চিন (ভারত দ্বিতীয়)।

6. মিলেট কী ?

ans. জোয়ার, বাজরা, রাগি প্রভৃতিকে একত্রে মিলেট বলে।

7. জোয়ার ও বাজরা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

ans. জোয়ার– মহারাষ্ট্র (কর্ণাটক দ্বিতীয়)। বাজরা— রাজস্থান (উত্তর প্রদেশ দ্বিতীয়)।


8. হেক্টর প্রতি বাজরা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

ans. তামিলনাড়ু।

9. চা ও কফি উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম?

ans. চা—চিন ও কফি—ব্রাজিল।

10. তুলো ও আখ উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম?

ans. তুলো—চিন, ও আখ—ব্রাজিল।

11. ভারতের প্রাচীনতম খালটি কোথায় লক্ষ করা যায়?

ans. কাবেরী নদীর গ্র্যান্ড এলিট (তামিলনাড়ু)।


12. ভারতে হেক্টর প্রতি সর্বাধিক ডাল উৎপাদিত (2011) হয় কোন রাজ্যে ?

ans. উত্তরপ্রদেশ।

13. ভারতের কোন রাজ্য ডাল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?

ans. উত্তরপ্রদেশ (2011)।

14. ‘সবুজ বিপ্লব’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

ans. উইলিয়াম এস. গ্যাড।

15. চিনাবাদাম উৎপাদনে পৃথিবীর কোন দেশ প্রথম স্থান অধিকার করে?

ans. ভারত (2011)।


16. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাট উৎপাদক দেশ কোনটি?

ans. ভারত (2011)।

17. চিনের কোন অংশকে ‘গমের গোলা’ বলা হয় ?

ans. মধ্যাংশকে।

18. দুধ উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কততম?

ans. প্রথম (2011)।

19. National Dairy Development Board কত সালে গঠিত হয়?

ans. 1965 সালে।


20. ভারতের শ্রেষ্ঠ কফি উৎপাদক রাজ্য কোনটি ?

ans. কর্ণাটক (কোদাগু জেলায় সর্বাধিক উৎপাদিত হয়)।

21. সয়াবিন উৎপাদনে (2011) ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

ans. মধ্যপ্রদেশ।

22. শ্রীলঙ্কার কোন জেলা নারকেল চাষের জন্য বিখ্যাত?

ans. পুট্টালাম।


23. শ্রীলঙ্কার কোথায় সর্বপ্রথম চা চাষ হয়?

ans. ক্যান্ডিতে।

24. তুলো চাষের পক্ষে কোন মৃত্তিকা আদর্শ?

ans. চারনোজেম মৃত্তিকা।

25. পৃথিবীর শ্রেষ্ঠ আখ উৎপাদক দেশ কোনটি?

ans. ব্রাজিল।


26. ভারতের কোন রাজ্য ধান উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে?

ans. পশ্চিমবঙ্গ (2011)।

27. ব্রাজিলের কফি বাগানগুলিকে কী বলা হয়?

ans. ফাজেন্ডা।

28. চিনের কোথায় বাসন্তিক গম উপাদিত হয় ?

ans. হেইলংজিয়াং।


29. Coconut Triangle কোন দেশে লক্ষ করা যায়?

ans. শ্রীলঙ্কায়।

30. শ্রীলঙ্কার কোন ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত?

ans. ডাব।

31. পাটের বিকল্প দুটি কৃত্রিম তন্তুর নাম উল্লেখ করো।

ans. রেয়ন ও নাইলন।

32. ভারতে কৃষির উন্নতিকল্পে যে সংস্থা কাজ করছে তার নাম কী ?

ans. ICAR (Indian Council of Agriculture Research).

33. ভারতের দুটি চিনাবাদাম উৎপাদক রাজ্যের নাম লেখো।

ans. গুজরাত (প্রথম) ও তামিলনাড়ু।

34. ভারতে সবুজ বিপ্লবের প্রভাব কোন শস্যের ওপর সর্বাধিক?

ans. গম।


35. ভারতের দুটি রাগি উৎপাদক রাজ্যের নাম লেখো?

ans. কর্ণাটক ও তামিলনাড়ু।

36. চিনের কোথায় শীতকালে সর্বাধিক পরিমাণে গম উৎপাদিত হয়?

ans. শ্যানডং প্রদেশে।

37. শস্য সমন্বয়ের ধারণা সর্বপ্রথম কে দেন?

ans. জে. সি. উইভার (1954)।

38. কোন জলবায়ু অঞ্চলে ধান চাষ সর্বাধিক হয় ?

ans. মৌসুমি এবং চিনদেশীয় জলবায়ু অলে।

39. শ্রীলঙ্কার মোট নারকেল (জীবনবৃক্ষ) উৎপাদনের 80% কোথায় উৎপাদিত হয়ে থাকে?

ans. উত্তর পশ্চিমাঞ্চল-এ।

40. চিনের বৃহত্তম ধান উৎপাদক অঞ্চলটির নাম লেখো।

ans. ইয়াংসিকিয়াং নদীর মধ্য ও নিম্ন অববাহিকা অঞ্চল চিনের বৃহত্তম ধান উৎপাদক অঞ্চল।


41. দ্বিতীয় বৃহত্তম চিনাবাদাম উৎপাদনকারী দেশ কোনটি?

ans. ভারত

42. ট্রাক ফার্মিং কথাটি কোন দেশে বেশি ব্যবহৃত হয়?

ans. আমেরিকা যুক্তরাষ্ট্রে।

43. বাংলাদেশের পাটবলয় বলতে কী বোঝো?

ans. বাংলাদেশের ঢাকা-কুমিল্লা-ময়মনসিংহকে পাটবলয় বলা হয়।

44. চিনাবাদাম উৎপাদনে দ্বিতীয় স্থানাধিকারী দেশ কোনটি ?

ans. ভারত চিনাবাদাম উৎপাদনে দ্বিতীয়।

45. ভারতের কোথায় চিনাবাদাম অধিক উৎপাদিত হয় ?

ans. ভারতের দক্ষিণ ও পশ্চিম অংশে।


46. দক্ষিণ ভারতে কী ধরনের কফি প্রচুর পরিমাণে জন্মায়?

ans. রোবাস্টা ও আরবীয় কফি।

47. কোন ধরনের তুলা সাগরদ্বীপীয় তুলা নামে পরিচিত?

ans. দীর্ঘ আঁশযুক্ত তুলা।

48. শস্য কেন্দ্রীভবন কী ?

ans. কোনো নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ে যেকোনো শস্যের ঘনত্বকে বলা হয় শস্য কেন্দ্রীভবন।

49. ইউট্রোফিকেশন কাকে বলে?

ans. বৃষ্টির জলের দ্বারা বাহিত বিভিন্ন পদার্থগুলো জলশয়ের তলদেশে জমা বেঁধে ভরাট হয়ে পড়াকে বলা হয় ইউট্রোফিকেশন।


50. বাণিজ্যিক কৃষি কাকে বলে?

ans. আধুনিক পরিকাঠামোর সাহায্যে বাণিজ্যের উদ্দেশ্যে যে কৃষিব্যবস্থা গড়ে তোলা হয়, তাকে বলা হয় বাণিজ্যিক কৃষি।

51. সবুজ বিপ্লব কাকে বলে ?

ans. 1960 -এর দশকে কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ উচ্চফলনশীল বীজের ব্যবহার, রাসায়নিক সার ও জলসেচের ব্যবহারের মাধ্যমে যে অভাবনীয় অগ্রগতি দেখা যায়, তাকেই মূলত সবুজ বিপ্লব বলে।

52. শ্বেত বিপ্লব কাকে বলে ?

ans. 1970-এর দশকে National Dairy Development Corporation)-এর সাহায্যে ভারতে দুগ্ধ উৎপাদনের যে অভাবনীয় অগ্রগতি দেখা যায়, তাকেই বলা হয় শ্বেত বিপ্লব। এই বিপ্লবের জনক ড: ভার্গিস কুরিয়েন।


53. বাজারকেন্দ্রিক উদ্যান কৃষি কী ?

ans. বড়ো বড়ো শহর বা নগরের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য শহর বা নগরের উপকণ্ঠে শাকসবজি, ফলমূল প্রভৃতি চাষাবাদ করা হয়, একে বলা হয় বাজারকেন্দ্রিক উদ্যান কৃষি। একে ট্রাক ফার্মিংও বলা হয়।

54. মালচিং কী?

ans. সাধারণত জমির আদ্রতা ও বাষ্পীভবন রোধের জন্য বিভিন্ন উপাদান (ঘাস, ছাই, পাতা, ধূলিকণা) দ্বারা যে আস্তরণ দেওয়া হয়, তাকেই মালচিং বলে।

55. পৃথিবীর কোথায় আর্দ্র কৃষি লক্ষ করা যায় ?

ans. দক্ষিণ-পূর্ব এশিয়ার মৌসুমি জলবায়ুযুক্ত অঞ্চলে।


56. জীবিকাসত্তাভিত্তিক কৃষি কোথায় লক্ষ করা যায়?

ans. ভারত, চিন, বাংলাদেশ, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিশর প্রভৃতি দেশে।

Previous
Next Post »

কিনলেই ক্যাশব্যাক