সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

WB HS geography Suggestion Question Paper 2021 WB HS 2021 geography Suggestion Question Paper West Bengal Board Model Paper 2021 Class 12th Abta Test Paper 2020 Class 12 Art Abta Test Paper 2021 Class 12 PDF Abta Test Paper 2021 PDF Abta Test Paper 2020 Class 10 Abata Test Paper Class 12 Abta Test Paper 2021 Class 10 Abta Test Paper 2021 PDF Testing Test Paper 2021 HS Wbchse Paper 2020 PDF World Bank Board Model Paper 2021 প্রিয় ছাত্র ছাত্রী আজ আমি তোমাদেরকে ভূগোলের এবিটিএ টেস্ট পেপার 2021 সালের প্রশ্ন উত্তর গুলো দিলাম তোমাদের উপকারে লাগবে.

 WB HS geography Suggestion Question Paper 2021 WB HS 2021 geography Suggestion Question Paper West Bengal Board Model Paper 2021 Class 12th Abta Test Paper 2020 Class 12 Art Abta Test Paper 2021 Class 12 PDF Abta Test Paper 2021 PDF Abta Test Paper 2020 Class 10 Abata Test Paper Class 12 Abta Test Paper 2021 Class 10 Abta Test Paper 2021 PDF Testing Test Paper 2021 HS Wbchse Paper 2020 PDF World Bank Board Model Paper 2021

প্রিয় ছাত্র ছাত্রী আজ আমি তোমাদেরকে ভূগোলের এবিটিএ টেস্ট পেপার 2021 সালের প্রশ্ন উত্তর গুলো দিলাম তোমাদের উপকারে লাগবে.

জনসংখ্যা ও জনবসতি

MCQ প্রশ্নোত্তর [ মান – 1 ]

1. ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হলো—

ans.  অরুণাচল প্রদেশ

2. ভারতের সর্বাধিক সাক্ষরতার হার যুক্তরাজ্য হলো—                            ans.  কেরালা 93.91%


3. ভারতের সর্বনিম্ন সাক্ষরতার হার যুক্ত রাজ্য হলো—

ans.  বিহার (63.8%)

4. পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ হলো—

ans.  চিন

5. কোনো রাষ্ট্রের জন্মহার ও মৃত্যুহার সমান হলে জনসংখ্যা—

ans. স্থিতিশীল থাকে


6. উন্নয়নশীল দেশগুলির জনসংখ্যা পিরামিডের আকৃতি

ans.  তীক্ষ্ণ শীর্ষদেশযুক্ত সমবাহু ত্রিভুজের মতো

7. ভারতের কোন রাজ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি?

ans. মধ্যপ্রদেশে

8. উন্নত দেশের জনসংখ্যার পিরামিডের –

ans.  ভূমি সংকীর্ণ ও মধ্যাংশে স্ফীত

9. পরিব্রাজন-সংক্রান্ত সূত্রগুলি সর্বপ্রথম দিয়েছেন –                                      ans. র্যাভেনস্টাইন

10. ‘করবেশন’ কথাটি প্রথম ব্যবহার করেছেন –

ans. প্যাট্রিক গেডেস


 11. যে রাজ্যে পৌর জনসংখ্যা বেশি–

ans.  মহারাষ্ট্র

12. যে রাজ্যে গ্রামীণ জনসংখ্যা বেশি –

ans.  উত্তরপ্রদেশ

13. জনসংখ্যা অনুসারে বৃহত্তম রাজ্য হলো—

ans.  উত্তরপ্রদেশ

14. পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ হলো—

ans. বাংলাদেশ


15. ‘জনবিবর্তন মডেল’-এর প্রবক্তা হলেন–

ans. থম্পসন

16. ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা হলো–

ans.  121.02 কোটি

17. ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতে মোট মহানগরের সংখ্যা হলো—

ans. 53

18. জনসংখ্যার যুগ পরিবর্তন তত্ত্বটি প্রথম দেন –

ans.  ওয়ার্নার


19. জনসংখ্যা অনুসারে ক্ষুদ্রতম রাজ্য হলো–

ans. সিকিম

20. ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো—

ans. বিহার 1129 জন

21. 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতে মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ শহরে বসবাস করে?

ans. 31.16%


22. শুষ্কবিন্দু বসতি লক্ষ করা যায়—

ans.  উপকূলবর্তী অঞ্চলে

23. জলবিন্দু বসতি লক্ষ করা যায়?

ans. আর্দ্র অঞলে

24. ভারতে শহরের ন্যূনতম জনসংখ্যা হলো—

ans.  2500

25. ভারতে মহানগরের ন্যূনতম জনসংখ্যা হলো—

ans.  10লক্ষ


26. ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে–

ans.  হ্যামলেট

27. দু’টি রাস্তার সমকোণে কী ধরনের বসতি লক্ষ করা যায়?

ans.  L আকৃতির

28. জনসংখ্যার ভিত্তিতে ভারতের বৃহত্তম শহরটির নাম হলো—

ans.  মুম্বাই

29. 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করে?

ans. 68.84%


অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [ মান – 1 ]

1. পরিব্রাজন কাকে বলে?

ans.স্থায়ী বা সাময়িকভাবে নতুন স্থানে বসবাস করার উদ্দেশ্যে ভৌগোলিক সীমারেখা দ্বারা নির্দিষ্ট কোনো অঞ্চল থেকে অন্য কোনো অঞ্চলে বাসস্থান পরিবর্তনকে বলা হয় পরিব্রাজন।

2. ব্রেন গেন ও ব্রেন ড্রেন কী ?

ans. আন্তর্জাতিক পরিব্রাজনের ক্ষেত্রে স্বল্প উন্নত বা উন্নয়নশীল দেশগুলি থেকে বুদ্ধিজীবী মানুষ উন্নত দেশগুলিতে চলে যায়, এই ঘটনাকে উন্নত দেশের ক্ষেত্রে ব্রেন। গেন এবং স্বল্প উন্নত বা উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে একে ব্রেন ড্রেন বলে।


3. ঋতুভিত্তিক পরিব্রাজন কাকে বলে?

ans. ঋতু পরিবর্তনের সাথে সাথে বিশেষ করে পশুপালক যাযাবরদের মধ্যে যে পরিব্রাজন লক্ষ করা যায়, তাকে বলে ঋতুভিত্তিক পরিব্রাজন।

4. বয়স-লিঙ্গ পিরামিড কাকে বলে?

ans. কোনো একটি দেশের জনসংখ্যাকে পিরামিডের ন্যায় যে চিত্রের মাধ্যমে বয়স ও স্ত্রী-পুরুষ ভেদে প্রকাশ করা হয়, তাকে বয়স-লিঙ্গ পিরামিড বলে।


5. জনসংখ্যা পিরামিডের গুরুত্ব কী?

ans. কোনো দেশের সামাজিক, অর্থনৈতিক, জন্ম-মৃত্যুহার, জনশক্তির পরিমাণ, কর্মদক্ষতা, কর্মক্ষম জনসংখ্যা, জনস্বাস্থ্য, পরনির্ভর জনসংখ্যার ইত্যাদি সম্বন্ধে জানতে পারা যায় জনসংখ্যা পিরামিড থেকে।

6. Push & Pull Factors ?

ans. যে উপাদানগুলির জন্য বিকর্ষিত হয়ে মানুষ একটি স্থান ছেড়ে অন্য স্থানে চলে যায় সেই উপাদানগুলিকে Push factor এবং যে উপাদানগুলির দ্বারা আকর্ষিত হয়ে মানুষ অন্য কোনো স্থান বা অঞ্চলে পরিব্রাজন করে, তাকে Pull factor বলে।


7. কত সালে ভারতে প্রথম সেন্সাস শুরু হয়?

ans. 1872 সালে।

8. 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত?

ans. 74.04%।

19. 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের বৃহত্তম মহানগর কোনটি ?

ans. মুম্বাই।


10. ভারতীয় পৌর জনবসতির ন্যূনতম জনসংখ্যা কত?

ans. 5000 জন। (মহানগরের—10 লক্ষের বেশি।)।

11. 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের মেট্রোপলিসের সংখ্যা কত?

ans. 53টি।

12. ভারতের কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম?

ans. কেরালায়।

13. ভারতের কোন কেন্দ্রশাসিত রাজ্যে সর্বাধিক ও সর্বনিম্ন জনঘনত্ব দেখা যায় ?

ans. সর্বাধিক—দিল্লি (11297 জনবর্গকিমি) এবং সর্বনিম্ন—আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (46 জনবর্গকিমি)।


14. জনঘনত্ব কাকে বলে?

ans.সাধারণত কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যাকে সেই দেশ অঞ্চলের মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তাকে বলা হয় জনঘনত্ব।

15. মানুষ-জমির অনুপাত কী?

ans. কোনো একটি দেশের বা অঞ্চলের মোট জনসংখ্যাকে সেই দেশের বা এর মোট কার্যকরী জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তাকে বলা মানুষ-জমির অনুপাত।


16. স্বল্প জনসংখ্যা কাকে বলে?

ans. কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের তুলনায় কম হয়, তখন তাকে স্বল্প জনসংখ্যা বলে।

17. অত্যধিক জনসংখ্যা কাকে বলে?

ans. কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের তুলনায় বেশি হয়, তখন তাকে অত্যধিক জনসংখ্যা বলে।


18. কাম্য জনসংখ্যা কাকে বলে?

ans. কোনো একটি রাষ্ট্রের মোট প্রাকৃতিক সম্পদের পরিপ্রেক্ষিতে যত সংখ্যক মানুষের ভরণপোষণ সম্ভব, সেই জনসংখ্যার মানকে বলা হয় কাম্য জনসংখ্যা।

 19. জন্মহার কাকে বলে?

ans. কোনো একটি দেশে প্রতি হাজার জন মানুষ পিছু যতজন জীবন্ত শিশুর জন্ম হয়, তাকে ঐ দেশের জন্মহার বা স্থূল জন্মহার বলে।


20. মৃত্যুহার কাকে বলে ?

ans. প্রতি বছর কোনো দেশে প্রতি হাজারে যতজন মানুষ মারা যায়, তাকে ঐ দেশের মৃত্যুহার বলে।

21. জন অভিক্ষেপ কাকে বলে?

ans. বিগত বছরগুলির জনসংখ্যা বৃদ্ধির পরিসংখ্যানকে পর্যালোচনার দ্বারা বিশ্বের জনসংখ্যা বাড়তে বাড়তে কোথায় গিয়ে দাঁড়াবে তার পূর্বাভাস দেওয়াকে বলা হয় জন অভিক্ষেপ।

22. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যের নাম ক ?

ans. উত্তরপ্রদেশ।


23. 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি?

ans. বিহার (1102 জনবর্গকিমি) পশ্চিমবঙ্গ দ্বিতীয় (1029 জনবর্গকিমি)।

24. 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা ?

ans. অরুণাচল প্রদেশ (17 জনবর্গকিমি)।

25. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে জনসংখ্যার পরিমাণ সর্বনিম্ন ?

ans. সিকিম।


26. 2011 সালের সেন্সাস অনুসারে আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?

ans. রাজস্থান (গোয়া ক্ষুদ্রতম)।

27. 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের জনঘনত্ব কত?

ans. 382 জনবর্গকিমি (2001 সালে ছিল 324 জনবর্গকিমি) (মিশরে জনঘনত্ব 83 জনবর্গকিমিতে


28. ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার বেশি ?

ans. কেরালায় (93.91%)। সর্বনিম্ন বিহার (63.82%)।

29. ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি ?

ans. গুর বিহারে।

30. প্রামাণ্য জন্মহার কী?

ans. কোনো দেশের বিভিন্ন বয়সের অন্তর্ভুক্ত নারীরা প্রতি বছর সম্ভাব্য যতজন শিশুর জন্ম দেয় তাকে ঐ অঞ্চলের সমস্ত জনসংখ্যা দিয়ে ভাগ করলে এবং ঐ ভাগফলকে 1000 দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায়, তাকে প্রামাণ্য জন্মহার বলে।

31. জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি কাকে বলে?


ans. যেসব দেশে জন্মহারের তুলনায় মৃত্যুহার বেশি সেইসব দেশে জনসংখ্যা বৃদ্ধি না পেয়ে হ্রাস পায়, একেই জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলে।

 32. জনবসতি কাকে বলে?

ans. যখন কোনো অঞ্চলের বা স্থানের অনুকুল ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করে মানুষ বসবাস করে তখন তাকে জনবসতি বলে।

33. ক্যাডাস্ট্রাল ম্যাপ কী?

ans. মূলত গ্রামাঞ্চলে ভূমির দাগ নং অনুযায়ী যে মানচিত্র ব্যবহার করা হয় তাকে ক্যাডাস্ট্রাল ম্যাপ বলে। বৃহৎ স্কেলে সাধারণত 16 ইঞ্চিতে 1 মাইল ধরা হয়।


34. ভারতীয় পৌর জনবসতির ন্যূনতম জনঘনত্ব কত?

ans.400 জনবর্গকিমি।

35. জলবিন্দু বসতি কাকে বলে ?

ans. শুষ্ক মরু অঞ্চলে জলের উৎসকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে ওঠে, তাকে জলবিন্দু বসতি বলে।

36. নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞলে কোন প্রকার গ্রামীণ বসতি লক্ষ করা যায় ?

ans. গোষ্ঠীবদ্ধ জনবসতি।

37. রাস্তার দুপাশে কোন ধরনের জনবসতি লক্ষ করা যায়?

ans. রৈখিক জনবসতি।


38. সামাজিক নৈকট্য কোন ধরনের জনবসতি লক্ষ্য করা যায় ?

ans. গোষ্ঠীবদ্ধ জনবসতি।

39. তিনটি রাস্তা একটি বিন্দুতে মিলিত হয়ে কী ধরনের বসতি গড়ে ওঠে?

ans. Y আকৃতির।

40. দিঘা ও ওড়িশার সীমান্তবর্তী অঞ্চলে কোন ধরনের জনবসতি দেখা যায় ?

ans. রৈখিক বা দণ্ডকৃতির জনবসতি।


41. সেন্সস গ্রাম কাকে বলে?

ans. মৌজার ভিত্তিতে মূলত জনগণনা করা হয় বলে মৌজাকে সেন্সস গ্রাম বলে।

42. গ্লোবাল সিটি কী?

ans. বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে যেসব নগর তাদের গ্লোবাল সিটি বা আলফা সিটি।

Previous
Next Post »

1 comments:

Click here for comments
Anonymous
admin
27 January 2022 at 21:33 ×

Best Slot Sites 2021 | Top Online Casinos with Slot Games
There 샌즈카지노 is no 인카지노 doubt that the game portfolio of Slot 카지노사이트 Sites is extremely well organized. The casino offers all kinds of slots, video poker, video

Congrats bro Anonymous you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar

কিনলেই ক্যাশব্যাক