সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

Cyclone Yaas: Cyclonic storm intensifies into severe cyclonic storm, evacuation process underway in Odisha, Bengal

 

Cyclone Yaas: Cyclonic storm intensifies into severe cyclonic storm, evacuation process underway in Odisha, Bengal
Cyclone Yaas: Cyclonic storm intensifies into severe cyclonic storm, evacuation process underway in Odisha, Bengal



২৮-২৯ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মমতা

২৮-২৯ মে মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। থাকবেন মুখ্যসচিবও। কপ্টারে মমতা যাবেন প্রথমেউত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ও ধামাখালিতে। সরজমিনে খতিয়ে দেখবেন পরিস্থিতি। করবেন প্রশাসনিক পর্যালোচনা বৈঠক।

এরপর দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলা কপ্টারে নজরদারি করবেন মুখ্যমন্ত্রী। পরে সাগরে গিয়ে প্রশাসনিক পর্যালোচনা করবেন।

শেষে রামনগর, নন্দীগ্রাম ও কাঁথি এলাকার এরিয়াল সার্ভে শেষ দিঘায় যাবেন মমতা। সেখানেও ক্ষয়ক্ষতি সহ নানা বিযয়ে করবেন প্রশাসনিক পর্যালোচনা বৈঠক।

Cyclone Yaas: Cyclonic storm intensifies into severe cyclonic storm, evacuation process underway in Odisha, Bengal


Cyclonic storm 'Yaas' has intensified into a 'Severe Cyclonic storm and is very likely to make landfall near Balasore in north Odisha with a speed of 155 kmph to 165 kmph, gusting to 185 kmph, around noon on May 26, the Met department said.

"The Severe Cyclonic Storm ‘Yaas’ over East-central Bay of Bengal moved north-northwestwards with a speed of about 09 kmph during past 6 hours, and lay centred at over East-central Bay of Bengal, about 360 km south-southeast of Paradip (Odisha), 460 km south-southeast of Balasore (Odisha), 450 km south-southeast of Digha (West Bengal) and 480 kms south-southwest of Khepupara (Bangladesh)," the IMD said in a statement.

With impending very severe cyclonic storm Yaas predicted to make landfall on the Odisha-West Bengal border on the eastern coast of the country, the district administration evacuated locals from their homes to shelter homes in the Jagatsinghpur district of Odisha. According to the India Metrological Department (IMD), Cyclone Yaas is likely to cross between Paradeep and Sagar Island near Balasore at noon on May 26.

Cyclone Yaas: Cyclonic storm intensifies into severe cyclonic storm, evacuation process underway in Odisha, Bengal



Cyclone Yaas Kolkata: ইয়াস ও ভরা কোটালের জন্য দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত। নবান্নে সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৫ লক্ষ ঘর ভেঙে গিয়েছে জলের তোড়ে। ১৩৪টি নদীবাঁধ ভেঙে গিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। আগামী শুক্র ও শনিবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিরর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। থাকবেন মুখ্যসচিবও।

বুধবার সকাল ৯টা থেকে প্রায় তিন ঘন্টা ধরে চলে ইয়াসের ল্যান্ডফল প্রক্রিয়া। দূরত্বের জেরে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব থেকে বাঁচল কলকাতা। কার্যত শক্তি হারিয়েছে প্রবল শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি। জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তবে, ইয়াসের জেরে এদিন কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টি চলবে। পূর্বাভাস আগামিকাল প্রবল বৃষ্টি হবে ঝাড়খণ্ডে।




এদিন নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে সকাল ৯টা নাগাদ স্থলভাগে আছড়ে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। মৌসম ভবন বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের বুলেটিনে জানায়, ওড়িশার বালেশ্বরের দক্ষিণে ইয়াসের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিমি।

ইয়াসের জেরে লন্ডভন্ড দিঘা। উত্তাল দিঘার সমুদ্র। পূর্ণিমার ভরা কোটালের জেরে সামিদ্রিক জলচ্ছ্বাস দেখা যায় দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এই দুই জেলায় গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত ছিল প্রশাসনও। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি হয়। বাংলায় ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পরার আগেই পরিস্থিতি মোকাবিলায় ১০ জেলায় নামানো হয় সেনা।

মঙ্গলবার সারারাত নবান্ন থেকেই পরিস্থিতি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন বলেছেন, ‘ ঝড় থামলেও ভরা কোটালের জন্য বাংলায় বেশি সমস্যা হচ্ছে। যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ কেউ প্লাবিত গ্রামে ফিরবেন না।’

Previous
Next Post »

কিনলেই ক্যাশব্যাক