সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

mohini ekadashi vrat katha 2021 विष्णु मोहिनी मंत्र

মোহিনী একাদশী: জানুন মাহাত্ম্য ও পুজোর বিধি Sourav sarkar মোহিনী একাদশীঅত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্লপক্ষের একাদশী তাই এই একাদশী তিথি অবশ্যই পালন করুন সুফল নিশ্চিত রূপে লাভ করবে এবং শ্রীরাম অথবা হনুমানজির সামনে এই বিশেষ মহা শক্তিশালী মন্ত্র উচ্চারণ করুন। হিন্দু ধর্মে (hindu ritual) শরীর-মন ঠান্ডা রাখতে এবং দুশ্চিন্তা মুক্ত রাখতে ব্রত এবং উপোসের বিধান রয়েছে। বেশিরভাগ ব্রত এবং এবং উপবাস একাদশী তিথিতে রাখা হয় যা মাসে দুই বার পড়ে। শুক্ল একাদশী এবং কৃষ্ণা একাদশী। বৈশাখ মাসে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে মনে করা হয়। এই মাসে একাদশী তিথি মানলে (mohini ekadashi) যিনি ব্রত পালন করছেন তার শরীর এবং মন নিয়ন্ত্রণে থাকে। বিশেষ করে যারা কোনো গুরুতর রোগে আক্রান্ত তাদের পক্ষে এই সময় একাদশী তিথি উদযাপন করা খুবই মঙ্গলজনক বলে মনে করা হয়। মনে করা হয় একাদশী তিথির উপবাস করলে মন থেকে মোহ মায়া ত্যাগ করে ফেলা যায়। তাই এটিকে মোহিনী একাদশী (mohini ekadashi) বলা হয়। যারা নিজেদের জীবন থেকে মোহ এবং মায়া ত্যাগ করতে চান তাদের কাছে এই দিনটির বিশেষত্ব রয়েছে। এদিন ভগবান শ্রী হরির নাম সংকীর্তন করা হয়। এই বছর ২২ শে মে অর্থাৎ শনিবার পালিত হবে মোহিনী একাদশী (mohini ekadashi)। মনে করা হয় সাধারণত যিনি ব্রত পালন করছেন তার জীবন থেকে সব চিন্তা এবং মোহ মায়া কেটে যায় এই ব্রত পালন করলে। এর পাশাপাশি তিনি ঐশ্বরিক অনুভূতি লাভ করেন। তার পাপ বোধ কম হয় এবং মন শুদ্ধিকরণ হয়ে যায়। এছাড়াও তিনি যে কোন ধরনের দুর্ঘটনা থেকে মুক্ত থাকেন। একাদশী তিথিতে (mohini ekadashi) মুখ্য দেবতা ভগবান বিষ্ণুর উপাসনা করা হয়। এদিন ভোর বেলা ঘুম থেকে উঠে শুদ্ধ হয়ে সূর্যদেবকে প্রণাম করতে হয়। এরপর ভগবান শ্রী রামের (lord ram) আরাধনা করতে হয়। শ্রী রামের (lord ram) পায়ে হলুদ ফুল, পঞ্চামৃত এবং তুলসী পাতা অর্পণ করতে হয়। এর পাশাপাশি ফল নিবেদন করুন। রামের মন্ত্র জপ করুন এবং মন থেকে তার পুজো করুন। এদিন ফলাহার করতে পারেন অথবা তরল আহার করতে পারেন। এর পরদিন ভোর বেলা ১ বেলার অন্ন কোনো নির্ধন অথবা অসহায়কে দান করুন। এতে সমস্ত পাপ মুছে যায় এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। ভগবান রামের (lord ram) মূর্তি অথবা ছবির সামনে বসুন। “ওম রাম রামায় নমঃ” (lord ram) এই মন্ত্র জপ করুন। এইদিন এই মন্ত্রের মাধ্যমে আপনার আত্মার শুদ্ধিকরণ সম্ভব।
Previous
Next Post »

কিনলেই ক্যাশব্যাক