(প্রথম অধ্যায়)
(ইতিহাসের ধারণা)
১.নতুন সামাজিক ইতিহাস চর্চা কবে শুরু হয় ?
=১৯৬০ এর দশকে।
২.ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কে রচনা করেন ?
=ড. রনজিৎ গুহ ।
৩. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?
=বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৪. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
= দ্বারকানাথ বিদ্যাভূবন।
৫. সোমপ্রকাশ পত্রিকার অপর নাম কি ?
= সাপ্তাহিক পত্রিকা।
৬. বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি ?
= বেঙ্গল গেজেট।
৭. বেঙ্গল গেজেট কে প্রকাশিত করেন ?
= অগাস্টাস হিকি।
৮. জীবনের ঝরা পাতা (আত্মজীবনীটি) কে রচনা করেন ?
= সারালাদেবী চৌধুরানী।
৯. জীবন স্মৃতি কে রচনা করেন ও কত খ্রিস্টাব্দে ?
=রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন, ১৯১২ খ্রিস্টাব্দে।
১০. সত্তর বৎসর কে রচনা করেন ?
= বিপিনচন্দ্র পাল।
১১. A History of Hindu Chimistry গ্রন্থের রচয়িতা কে ?
= আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।
১২. ভারতের প্রথম রেলপথ কবে স্থাপিত হয় ?
= ১৮৫০ খ্রিস্টাব্দে।
১৩. কে ভারতের প্রথম রেলপথ স্থাপিত করে ?
= লর্ড ডালহৌসি।
১৪. আনন্দমঠ উপন্যাস ও বন্দেমাতরম সঙ্গীত কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
= বঙ্গ দর্শন পত্রিকায়।
১৫. Latters from a father to his daughter গ্রন্থটি কে রচনা করেন ?
= জওহরলাল নেহেরু।
১৬. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটির নাম কি ?
= দিকদর্শন।
১৭. ভারতীয়দের ওপর নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী কোন পত্রিকায় পাওয়া যায় ?
= সোম প্রকাশ পত্রিকায়।
১৮. ভারতে ফুটবল খেলা কারা প্রবর্তন করেন ?
= ইংরেজরা।
১৯. মোহনবাগান ক্লাব কবে আই.এফ. এ শিল্ড জয় লাভ করে ?
=১৯১১ খ্রিস্টাব্দে।
২০.History of British India গ্রন্থটির লেখক কে ?
= জেমস সিল।
২১. সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
=ঈশ্বর গুপ্ত ।
২২. বাংলায় প্রথম মাসিক পত্রিকার নাম কি ?
= দিকদর্শন।
২৩. বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা নাম কি ?
= সমাচার দর্পণ।
২৪. বন্দে মাতরম সঙ্গীত কোন উপন্যাসের অন্তর্গত ?
=আনন্দমঠ।
২৫. ভারতের প্রথম ফটোগ্রাফার কে ছিলেন ?
= লালা দিনদয়াল।
২৬. ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রটির নাম কি ?
=রাজা হরিশচন্দ্র ।
২৭. রসগোল্লা নিয়ে কে গবেষণা করেন ?
=হরিপদ ভৌমিক।
২৮. একটি সাপ্তাহিক পত্রিকার নাম লেখ?
= বেঙ্গল গেজেট।
২৯. দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখ?
= চিপকো আন্দোলন ও নর্মদা বাঁচাও আন্দোলন।
৩০. একজন মার্কসবাদী ঐতিহাসিক নাম লেখ ?
=রজনিপাম দত্ত।
৩১.দ্য অ্যানালস পত্রিকাটি কবে প্রকাশিত হয় ?
=১৯২৮ খ্রিস্টাব্দে।
৩২.History from Below প্রবন্ধটি কার লেখা ?
=E. P. Thompson ।
৩৩. বাপি বাড়ি যা গ্রন্থটি প্রবক্তা কে ?
=গৌতম ভট্টাচার্য।
৩৪. সামাজিক ইতিহাস কি ?
=আর্থসামাজিক ও সংস্কৃতি বিষয়ক চর্চা হল সামাজিক ইতিহাস।
৩৫. কয়েকজন জাতীয়তা বাদী ভারতীয় ঐতিহাসিকদের নাম লেখ?
=যদুনাথ সরকার ও রমেশচন্দ্র মজুমদার।
৩৬. লক্ষীর ভান্ডার কে গরে তোলে?
=সরলা দেবী চৌধুরানী।
৩৭. বঙ্গ দর্শন প্রথম কবে প্রকাশিত হয় ?
=১৮৭২ খ্রিস্টাব্দে।
৩৮. দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কে ?
=কাল মার্কস।
৩৯. ভারতে ধ্রুপদী নিত্যকে কয় ভাগে ভাগ করা হয় ?
=চার ভাগে।
৪০. ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কে?
=রনজিৎ গুহ।
৪১. দিল্লি শহরের ইতিহাস নিয়ে কে গবেষণা করেছেন?
=নারায়নী গুপ্ত।
৪২. ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয়?
= ১৯৭১ খ্রিস্টাব্দ থেকে।
৪৩. কোচবিহারের ইতিহাস গ্রন্থটির লেখক কে ?
=ভবানীচরণ বন্দোপাধ্যায়।
৪৪. কলকাতা শহরের ইতিহাস নিয়ে কারা গবেষণা করেছেন ?
= প্রদীপ সিংহ ও সৌমেন মুখোপাধ্যায়।
৪৫. দ্য অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ---এই গ্রন্থের রচয়িতা কে ?
=এ জে পি টেলর।
৪৬. কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
=১৮৫৩ খ্রিস্টাব্দে।
৪৭. নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন ?
=মেধা পাটেকর।
৪৮. চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন?
=সুন্দরলাল বহুগুণা।
৪৯. নিউ সাইন্স গ্রন্থের রচয়িতা কে?
= ইতালিয় চিন্তাবিদ ভিকো।
৫০. বোস ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় ?
=১৯১৭ খ্রিস্টাব্দে।
সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক
Indian History 2022
hs mp history shorts question wbbse wbchse abta test paper hs history suggestion 2022 all question answer
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)
ConversionConversion EmoticonEmoticon