সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

hs mp history shorts question wbbse wbchse abta test paper hs history suggestion 2022 all question answer

(পঞ্চম অধ্যায়) (বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা) 1. কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? =1914 খ্রিস্টাব্দে। 2. ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? = সমাচার দর্পণ। 3. প্রথম কোথায় বই ছাপা হয়েছিল? = চীনে। 4. ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর কে তৈরি করেন? = পঞ্চানন কর্মকার। 5. সাহিত্য কীর্তির জন্য পুরস্কারের ব্যবস্থা করেন কোন সংস্থা? = বসুমতি প্রেস। 6. জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় ? = 1906 খ্রিস্টাব্দে। 7. বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? =জগদীশ চন্দ্র বসু। 8. উইলিয়াম কেরি ছাপাখানা কোথায় প্রতিষ্ঠা করেন? = শ্রীরামপুর। 9. বিশ্বভারতীর উদ্ভাবক কে ছিলেন? = ব্রজেন্দ্রনাথ শীল। 10. ইউ এন রায় এন্ড সন্স কবে প্রতিষ্ঠিত হয়? = 1913 খ্রিস্টাব্দে 11. ভারতে হাফটোন পেন্টিং কে প্রবর্তন করেন? =উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12. IACS কে প্রতিষ্ঠা করেন? = মহেন্দ্রলাল সরকার। 13. বিশ্বভারতী কে কবে প্রতিষ্ঠিত করেন? = রবীন্দ্রনাথ ঠাকুর, 1922 খ্রিস্টাব্দে। 14. বেঙ্গল ক্যামিকেল কে প্রতিষ্ঠা করেন? = আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। 15. কোন আবিষ্কারে জগদীশচন্দ্র বসুর অবদান বিশ্বে স্বীকৃতি পেয়েছে? =চলচ্চিত্র। 16. প্রথম সচিত্র বাংলা বই কোনটি ? =প্রতাপাদিত্য চরিত্র। 17. বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসাবে কে নিযুক্ত হন? =অরবিন্দ ঘোষ । 18. ছেলেদের রামায়ণ বইটির জন্য কে ছবি আঁকেন? = উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 19. ভারতের ভূতত্ত্ব অনুশীলনের পুরোধা কে ছিলেন? =প্রথমনাথ বসু। 20. বার্তাবহ যন্ত্র নামে ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয় হয়? = ঢাকায়। 21. বাংলায় প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় হয়? = হুগলিতে। 22. কোথায় এশিয়ার প্রথম ডিগ্রী কলেজ প্রতিষ্ঠিত হয়? = মাদ্রাজে। 23. রমন ক্রিয়া কে আবিষ্কার করেন? =সি ভি রমন। 23. কাদের উদ্যোগে ও সহযোগিতায় কলকাতা বিজ্ঞান কলেজ স্থাপিত হয়? = ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহেন্দ্রলাল সরকার ও কেশব চন্দ্র সেন এর উদ্যোগে। 24. কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান মর্যাদা লাভ করেছিল? = 1951 খ্রিস্টাব্দে। 25. প্রতাপাদিত্য চরিত্র কার রচনা? =রামরাম বসু। 26. পূর্ববঙ্গের কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? = কুমারখালীতে। 27. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছাপাখানা টির নাম কি ছিল? = ইউ এন রায় এন্ড সন্স। 28. কোন গ্রন্থটি কে বাংলায় প্রথম প্রাইমার বলা হয়? = শিশু শিক্ষা। 29. কে ছাপাখানার জনক নামে পরিচিত? = গুটেনবার্গ। 30. এশিয়াটিক সোসাইটির পত্রিকার নাম কি ছিল? = এশিয়াটিক রিসার্চেস। 31. কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন? = রাস বিহারী ঘোষ। 32. পাখি সব করে রব কবিতাটি কার লেখা? = মদনমোহন তর্কালঙ্কারের। 33. CET এর পুরো নাম কি? =কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। 34. টেক কাদের প্রকাশিত জার্নাল? = কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর ছাত্র-ছাত্রীদের। 35. কে শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠা করেন? =উইলিয়াম কেরি। 36. কবে আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়? = 1554 খ্রিস্টাব্দে। 37. কে টুনটুনির বই রচনা করেন? = উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 38. কতজন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? = 92 জন। 39. ভারতবর্ষে সর্বপ্রথম পর্তুগিজরা মুদ্রণ যন্ত্র কোথায় প্রতিষ্ঠা করেন? = গোয়াতে। 40. ইউ রায় এন্ড সন্স থেকে ছাপা প্রথম বইটির নাম কি? = আবোল তাবল। 41. বাংলাদেশে কোন সময় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? =1777 খ্রিস্টাব্দে। 42. বোম্বাইয়ে কোন সময়ে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? =1764 খ্রিস্টাব্দে। 43. ভারতের বেকন নামে কে পরিচিত? =অক্ষয় কুমার দত্ত। 44. চারুপাঠ গ্রন্থটি কার লেখা? =অক্ষয় কুমার দত্তের। 45. চুঁচুড়ার ছাপাখানাটি কে প্রতিষ্ঠা করেন? =চার্লস উইলকিন্স। 46. সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? =উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 47. বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয়? =1917 খ্রিস্টাব্দে 30 নভেম্বর। 48.SPTE কে প্রতিষ্ঠা করেন? =তারকনাথ পালিত। 49. তপবন প্রবন্ধটির রচয়িতা কে? =রবীন্দ্রনাথ ঠাকুর । 50. কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন? =1981 খ্রিস্টাব্দে। 51. কোন দিনটিতে শান্তি নিকেতনে বৃক্ষরোপন উৎসব পালিত হয়? =22 শ্রাবণ। 52. ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় কে, কবে প্রতিষ্ঠিত করেন? =রবীন্দ্রনাথ ঠাকুর, 1901 খ্রিস্টাব্দে। 53. কলকাতা বিজ্ঞান কলেজ এর প্রকৃত নাম কি? =ইউনিভার্সিটি কলেজ অফ সাইন্স এন্ড টেকনোলজী । 54. কলকাতা বিজ্ঞান কলেজের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? =আশুতোষ মুখোপাধ্যায়। 55. কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? =1914 খ্রিস্টাব্দে 27 মার্চ। 56. বাংলার বাঘ কাকে বলা হয়? =আশুতোষ মুখোপাধ্যায় কে।
Previous
Next Post »

কিনলেই ক্যাশব্যাক