সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

hs mp history shorts question wbbse wbchse abta test paper hs history suggestion 2022 all question answer

(ষষ্ঠ অধ্যায়) (বিশ শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা) ১. চেনাব বসতি আইন কবে চালু হয়? =১৯০৬ খ্রিস্টাব্দে। ২. গান্ধীজীর নেতৃত্বে পরিচালিত ভারতীয় সর্বভারতীয় আন্দোলন কোনটি? =অসহযোগ আন্দোলন। ৩. গান্ধীজীর নেতৃত্বে আইন অমান্য আন্দোলন কখন হয়? =১৯৩০-১৯৩৪ খ্রিস্টাব্দ । ৪. কোন ঘটনার প্রতিবাদে স্বদেশী আন্দোলন শুরু হয় ? =বঙ্গভঙ্গ ঘটনার প্রতিবাদে। ৫. আধুনিক ভারতের প্রথম গণ আন্দোলন কোনটি ? =স্বদেশী আন্দোলন। ৬. বয়কট আন্দোলনের অপর নাম কি? =নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন। ৭. নমঃশূদ্র কারা? =বাংলার প্রভাবশালী কৃষক সম্প্রদায় নমঃশূদ্র নামে পরিচিত। ৮. গুরুচাঁদ ঠাকুর কে ছিলেন? =বাংলার নমঃশূদ্র সম্প্রদায় নেতা। ৯. কোথায় অসহযোগ আন্দোলনের সূচনা হয়? =বারদৌলি রায়তওয়ারি তালুকে। ১০. কবে এলাহাবাদে যুক্তপ্রদেশ কিষান সভা গড়ে ওঠে? =১৯১৮ খ্রিস্টাব্দে। ১১. অযোধ্যা কিষান সভা কোথায় কবে গড়ে ওঠে? =প্রতাপগড়ে ,১৯২০ খ্রিস্টাব্দে। ১২. অযোধ্যা কিষান সভা কে প্রতিষ্ঠা করেন? =জহরলাল নেহেরু। ১৩. কোন আন্দোলনের সময় দ্বারভাঙ্গায় আন্দোলন হয়েছিল ? =অসহযোগ আন্দোলনের সময় । ১৪. মোপলা কারা? =দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের মুসলমান কৃষক সম্প্রদায় মোকলা নামে পরিচিত। ১৫. মালাবার অঞ্চলে হিন্দু জমিদার শ্রেণীকে কি বলা হত? =জেনমি । ১৬. মোপলাদের নেতা কে ছিলেন? =ইয়াকুব হাসান । ১৭. রাম্পা বিদ্রোহ কবে হয়েছিল? =১৯২২-১৯২৪ খ্রিস্টাব্দের সময়কালে। ১৮. অন্ধপ্রদেশের কোন অঞ্চলে রাম্পা বিদ্রোহ হয়? =অন্ধপ্রদেশের কৃষ্ণা, গোদাবরী ও গুন্টুর জেলা। ১৯. রাম্পা বিদ্রোহে কোন কোন আদিবাসী সম্প্রদায় অংশ নিয়েছিল? =সাঁওতাল, মুন্ডা, ভীল ও গোণ্ড সম্প্রদায়। ২০. কারা ইউনিয়নবোর্ড বিরোধী আন্দোলন করেছিল? =কাঁথি ও তমলুকের কৃষকরা বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে। ২১. কবে আইন অমান্য আন্দোলন শুরু হয় ? =১৯৩০ খ্রিস্টাব্দে। ২২. কার নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয়? =মহাত্মা গান্ধীর নেতৃত্বে। ২৩. অন্ধ্র প্রাদেশিক রায়ত সভা কবে গঠিত হয় ? =১৯২৮ খ্রিস্টাব্দে। ২৪. বিহার প্রাদেশিক কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়? =১৯২৯ খ্রিস্টাব্দে। ২৫. বিহার প্রাদেশিক কিষানসভা কার উদ্যোগে গঠিত হয়? =স্বামী সহজানন্দের উদ্যোগে। ২৬. বখস্ত আন্দোলন কোথায় শুরু হয়? =বিহারে । ২৭. বখস্ত আন্দোলন কবে শুরু হয়? =১৯৩০ খ্রিস্টাব্দে। ২৮. বকস্ত আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখ? =যদুনন্দন ফার্মা, রাহুল সাংকৃত্যায়ন ও করিয়ানন্দ শর্মা। ২৯. খোদা-ই-খিদমতগার দলটি কে গঠন করেন? =আব্দুল গফফর খান। ৩০. বিহারে গয়া কিষানসভা কে প্রতিষ্ঠা করেন? =যদুনন্দন শর্মা । ৩১. কৃষক সঙ্গম কোথায় গড়ে উঠেছিল? =কেরলে। ৩২. কেরলে কে কিষান সত্যাগ্রহ চালান? =কেলাপ্পুন। ৩৩. তেভাগা আন্দোলন কবে হয়? =১৯৪৬ খ্রিস্টাব্দে। ৩৪. গুজরাটের খেদা সত্যাগ্রহ কবে হয়? =১৯১৮ খ্রিস্টাব্দে। ৩৫. চম্পারন কৃষি আইন কবে পাস হয়? =১৯১৮ খ্রিস্টাব্দে । ৩৬. কে সরদার নামে ভূষিত হন ? =বল্লভভাই প্যাটেল। ৩৭. বারদৌলি কৃষক আন্দোলনের নেতা কে ছিলেন? =সদার বল্লভভাই প্যাটেল। ৩৮. একা আন্দোলন কবে শুরু হয়? =১৯২১ খ্রিস্টাব্দে। ৩৯. একা আন্দোলনের কে নেতৃত্ব দেন ? =মাদারি পাসি। ৪০. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? =১৯৪২ খ্রিস্টাব্দের ৯ আগস্ট। ৪১. তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে প্রতিষ্ঠিত হয়? =১৯৪২ খ্রিস্টাব্দের ১৭ ডিসেম্বর। ৪৩. একা আন্দোলন কোথায় হয়েছিল? =যুক্তপ্রদেশ। ৪৪.AITUC -এর প্রথম সম্পাদক কে ছিলেন? =দেওয়ান চমনলাল। ৪৫. স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন? =মতিলাল নেহেরু। ৪৬. ভেট্টি প্রথা কোথায় প্রচলিত? =তেলেঙ্গানায়। ৪৭. তেলেঙ্গানা কৃষক বিদ্রোহ কবে হয়? =১৯৪৬ খ্রিস্টাব্দে। ৪৮. বাংলার প্রথম প্রকৃত ট্রেড ইউনিয়ন কোনটি? =প্রিন্টারস এন্ড কম্পোজিটর লীগ। ৪৯. তাসখন্দে কে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা ছিলেন? =মানবেন্দ্রনাথ রায়। ৫০. তৃতীয় কমিউনিস্ট ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়? =১৯১৯ খ্রিস্টাব্দে। ৫১. ওয়ার্কার্স এন্ড প্রেজেন্টস পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? =১৯২৭ খ্রিস্টাব্দে। ৫২. বাংলার ওয়াকার্স এন্ড প্রেজেন্টস পার্টি প্রথমে কোন পত্রিকা প্রকাশ করেন? =লাঙাল পত্রিকা। ৫৩. রাশিয়ার তাশখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? =১৯২০ খ্রিস্টাব্দের ১৭ অক্টোবর। ৫৪. সিঙ্গারাভেলু চেটিয়া কে ছিলেন? =মাদ্রাজের শ্রমিক নেতা। ৫৫. ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? =১৯২৫ খ্রিস্টাব্দে । ৫৬. বাংলা থেকে প্রকাশিত দুটি সাম্যবাদী পত্রিকার নাম লেখ? =গণবাণী ও লাঙল। ৫৭. ভারতে প্রথম মে দিবস কবে, কোথায় পালিত হয়? =১৯২৩ খ্রিস্টাব্দের ১ মে, মাদ্রাজে। ৫৮. কে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন? =সুভাষচন্দ্র বসু। ৫৯. ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? =১৯৩৯ খ্রিস্টাব্দের ৩ মে । ৬০. মানবেন্দ্রনাথ রায় কখন কংগ্রেসে যোগ দেন? =১৯৩০ খ্রিস্টাব্দে। ৬১. কংগ্রেস সোশালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ও সম্পাদক কে ছিলেন? =জয়প্রকাশ নারায়ণ। ৬২. সংশোধিত অযোধ্যা আইন কবে পাস হয়? =১৯২১ খ্রিস্টাব্দে। ৬৩. হালি প্রথা কোথায় প্রচলিত ছিল? =বারদৌলি তে। ৬৪. বারদৌলি সত্যাগ্রহ কবে হয়? =১৯২৮ খ্রিস্টাব্দে।
Previous
Next Post »

কিনলেই ক্যাশব্যাক