(তৃতীয় অধ্যায়)
(প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ)
১. চুয়াড় কথার অর্থ কি?
=দুর্বৃত্ত ও নীচ জাতি।
২. চুয়াড়রা যে নিস্কর জমি ভোগ দখল করতো তার নাম কি?
=পাইকান জমি।
৩. কোন সময়ে জমিদার শ্রেণী চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল?
=১৭৬৮ খ্রিস্টাব্দে।
৪. চুয়াড় বিদ্রোহ কবে সংঘটিত হয় ?
=১৭৯৮ থেকে ১৭৯৯ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে।
৫. চুয়াড় বিদ্রোহের দুজন নেতার নাম লেখ?
=গোবর্ধন দিকপতি ও লাল সিং ।
৬. রানী শিরোমণি কে ছিলেন?
=মেদিনীপুরের চুয়াড় বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন রানী শিরোমনি।
৭. কোন অঞ্চলে পাইক বিদ্রোহ হয়েছিল?
=ওড়িশার খুরদা অঞ্চলে।
৮. প্রথম কোল বিদ্রোহ কবে দেখা দিয়েছিল?
=১৮২০ খ্রিস্টাব্দে ।
৯. কারা প্রথম কোল বিদ্রোহ ঘোষণা করেছিলেন?
=রাচি জেলার মুন্ডা ও ওরাং সম্প্রদায় প্রথম কোন বিদ্রোহের ঘোষণা করেছিল ।
১০. চাইবাসার যুদ্ধ কবে হয়েছিল?
=১৮২০-২১ খ্রিস্টাব্দে।
১১. দ্বিতীয় বার কবে কোলরা বিদ্রোহী হয়ে ওঠে ?
=১৮৩১ খ্রিস্টাব্দে।
১২. কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ?
=বুদ্ধু ভগৎ ও জোয়া ভগত।
১৩. হুল শব্দের অর্থ কি?
=বিদ্রোহ।
১৪. দামিন-ই-কোহ কথার অর্থ কি ?
=পাহাড়ের প্রান্তদেশ ।
১৫. দিকু কারা?
=সাঁওতালদের এলাকা বাইরে থেকে আশা মানুষজনকে সাঁওতালরা দিকু বলে ডাকত।
১৬. সাঁওতাল আন্দোলনের মূল দাবি কি ছিল?
=জমি চাই ,মুক্তি চাই।
১৭. সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ ?
=সিধু ও কানু ।
১৮. হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের কোন পত্রিকায় সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেন ?
=হিন্দু পেট্রিয়ট পত্রিকা ।
১৯. উলগুলান বলতে কী বোঝো?
=উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা বিরাট তোলপাড়।
২০. মুন্ডা বিদ্রোহের সূচনা হয় কবে?
=১৮৯৯ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ।
২১. মুন্ডা বিদ্রোহ কোথায় হয়?
=বর্তমান ঝাড়খণ্ডের হাজিরাবাগ ও রাচি অঞ্চলের।
২২. মুন্ডাদের বংশ পরম্পরাগত ভূমি ব্যবস্থার নাম কি ?
=খুৎকাঠি প্রথা।
২৩. বেত বেগারি কি ?
=বেত বেগারি হল বহিরাগতদের দ্বারা মুন্ডাদের বেগার শ্রম দিতে বাধ্য করার ঘটনা।
২৪. সিং বোঙা নামে কে পরিচিত ?
=বিরসা মুন্ডা ।
২৫. মুন্ডা বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল ?
=বিরসা মুন্ডার নেতৃত্বে।
২৬. বিরসা মুন্ডা কবে মারা যান ?
=১৯০০ খ্রিস্টাব্দের ৯ জুন।
২৭. রংপুর বিদ্রোহ কবে হয়?
=১৭৮৩ খ্রিস্টাব্দে ।
২৮. রংপুর বিদ্রোহ কে নেতৃত্ব দেন?
=নুরুল উদ্দিন।
২৯. রংপুর বিদ্রোহ কোন কোন অঞ্চলে বিস্তৃত হয়েছিল?
=দিনাজপুর ও কোচবিহার অঞ্চলে।
৩০. তিতুমীরের আসল নাম কি ?
=মীর নিসার আলী ।
৩১. ওয়াহাবি আন্দোলন বাংলার কোথায় শুরু হয়?
=২৪ পরগনার নারকেলবেরিয়া গ্রামে।
৩২. তিতুমীরের প্রধান মন্ত্রী কে ছিলেন?
=মঈনউদ্দিন।
৩৩. তিতুমীরের সেনাপতি কে ছিলেন?
=গোলাম মাসুম ।
৩৪. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
=বারাসাতের নারকেলবেরিয়া গ্রামে।
৩৫. তুমির কবে ইংরেজদের কাছে পরাস্ত ও নিহত হন?
=১৮৩১ খ্রিস্টাব্দের ১৯ নভেম্বর।
৩৬. বালাকোটের যুদ্ধ ঘটে?
=১৮৩১ খ্রিস্টাব্দে।
৩৭. ফরাজী কথাটি কোন শব্দ থেকে এসেছে?
=ফরাজ শব্দ থেকে।
৩৮. ফরাসি কথাটির অর্থ কি ?
=ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।
৪৯. ফরাজি আন্দোলন কবে শুরু হয়?
=২৮২০ খ্রিস্টাব্দে ।
৫০. ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
=হাজী শরীয়ত উল্লাহ ।
৫১. মহম্মদ মহসিন কি নামে সকলের কাছে পরিচিত ছিলেন ?
=দুদু মিয়া।
৫৩. দুদুমিয়া কবে মারা যান?
=১৮৬২ খ্রিস্টাব্দে।
৫৪. পাগলপন্থী বিদ্রোহ কবে হয়েছিল?
=১৮২৫ খ্রিস্টাব্দ থেকে ১৮২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত।
৫৫. নীল বিদ্রোহ কবে হয়েছিল?
=১৮৫৯ খ্রিস্টাব্দ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
৫৬. দাদন কথার অর্থ কি?
=অগ্রিম অর্থ।
৫৭. নীলকুঠি গুলি কি নামে পরিচিত ছিল?
=আড়ং নামে।
৫৮. নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ?
=দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরন বিশ্বাস ।
৫৯. পাবনার কৃষক বিদ্রোহ কবে হয়েছিল?
=১৮৭৩ খ্রিস্টাব্দে।
৬০. কে ঈশান রাজা নামে পরিচিত ছিল?
=ঈশান চন্দ্র রায়।
৬১. কতজন কৃষক নীল বিদ্রোহে অংশ নিয়েছিল?
=প্রায় ৬০ লক্ষ্য কৃষক।
৬২. কবে রেন্টস কমিশন গঠিত হয়?
১৮৭৯ খ্রিস্টাব্দে।
৬৩. কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়?
=১৮৬০ খ্রিস্টাব্দে।
৬৪. কোন পত্রিকা নীল বিদ্রোহকে প্রথম বিপ্লব বলেছিল ?
=অমৃতবাজার পত্রিকা ।
সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক
Indian History 2022
hs mp history shorts question wbbse wbchse abta test paper hs history suggestion 2022 all question answer
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)
ConversionConversion EmoticonEmoticon