সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

hs mp history shorts question wbbse wbchse abta test paper hs history suggestion 2022 all question answer

(দ্বিতীয় অধ্যায়) (সংস্কার :-বৈশিষ্ট্য ও পর্যালোচনা) ১.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ? =গিরিশচন্দ্র ঘোষ। ২. ওয়ারেন হেস্টিংস এর শিক্ষানীতি কি ছিল? =পাশ্চাত্য বাদী। ৩. স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? =ডেভিড হেয়ার। ৪. জনশিক্ষা কমিটি কবে গঠন করা হয় ? =১৮৫৩ খ্রিস্টাব্দে। ৫. একটি মাসিক পত্রিকার নাম লেখ? =বামাবোধিনী। ৬. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ? =জেমস উইলিয়াম কোলভিল। ৭. কোন বাঙালি ছাত্র সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেন ? =মধুসূদন গুপ্ত। ৮. হুতোম প্যাঁচার নকশা কে রচনা করেন ? =কালী প্রসন্ন সিংহ। ৯. নীলদর্পণ নাটকটির লেখক কে? =দীনবন্ধু মিত্র। ১০. গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কে? =হরিচরণ মজুমদার। ১১. ভারতে কাকে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয়? =উডের ডেসপ্যাচ কি। ১২. যে আইন পাস করে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল সেই আইনের নাম কি? =সপ্তদশ বিধি। ১৩. উনিশ শতকের বাংলার নব জাগরণ কোন শ্রেণীর মধ্যে ছিল? =মধ্যবিত্ত। ১৪. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? =মাইকেল মধুসূদন দত্ত। ১৫. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন? =রামমোহন রায়। ১৬. ভারতীয় উপমহাদেশে একটি প্রথম মহিলা কলেজের নাম লেখ? =বিটন। ১৭. উডের ডেসপ্যাচ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ? =১৮৫৪ খ্রিস্টাব্দে। ১৮. মেকলে মিনিটস কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ? =১৮৩৫ খ্রিস্টাব্দে। ১৯. কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ? =১৮৩৫ খ্রিস্টাব্দে। ২০. এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ? =১৭৮৪ খ্রিস্টাব্দে। ২১. নববিধান কে প্রতিষ্ঠা করেন? =কেশবচন্দ্র। ২২. বামাবোধিনী পত্রিকার সঙ্গে যুক্ত একজন লেখিকার নাম লেখ? =ঊষা প্রভা দত্ত। ২৩. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? =ওয়েলেসলি। ২৪. হুতোম পেঁচা কার ছদ্মনাম? =কালীপ্রসন্ন সিংহ। ২৫. কাদের উদ্যোগে পার্থেনন নামে সপ্তাহিক ইংরেজি পত্রিকা প্রকাশিত হয়েছিল? =নব্য বঙ্গ গোষ্ঠীর। ২৬. কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করা হয় ? =১৮২৯ খ্রিস্টাব্দে। ২৭. গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয় ? =কুমারখালী থেকে। ২৮. কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ? =১৮১৭ খ্রিস্টাব্দে। ২৯. ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি ? =বেঙ্গল গেজেট। ৩০. ভারতে প্রথম প্রকাশিত সংবাদপত্র টি কে প্রকাশ করেন? =অগাস্টাস হিকি। ৩১. কে, কবে দিকদর্শন পত্রিকাটি প্রকাশ করেন ? =জন ক্লার্ক মার্শম্যান, ১৮১৮ খ্রিস্টাব্দে। ৩২. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন ? =গিরিশচন্দ্র ঘোষ। ৩৩. বামাবোধিনী পত্রিকাটি কবে প্রকাশিত হয় ? =১৮৬৩ খ্রিস্টাব্দে। ৩৪. হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন ? =হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। ৩৫. কাঙাল হরিনাথের প্রকৃত নাম কি ? =হরিচরণ মজুমদার। ৩৬. নীলদর্পণ নাটকটি কার লেখা ? =দীনবন্ধু মিত্রের। ৩৭. ফিল্টারেশন থিয়োরির প্রবক্তা কে ? =মেকলে। ৩৮. চার্লস উড কে ছিলেন ? =বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। ৩৯. বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন? =ড্রিংক ওয়াটার বেথুন। ৪০. কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন ? =মেকলে। ৪১. কবে মেকলে মিনিটস পেশ হয় ? =১৮৫৩ খ্রিস্টাব্দে। ৪২. বিধবা বিবাহ আইন কবে পাস হয়? =১৮৫৬ খ্রিস্টাব্দে। ৪৩. নববিধান কে প্রতিষ্ঠা করেন ? =কেশব চন্দ্র সেন। ৪৪. নব্য বঙ্গ গোষ্ঠীর প্রবক্তা কে? =ডিরোজিয়ো। ৪৫. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? =স্বামী বিবেকানন্দ। ৪৬. ভারতে কত খ্রিস্টাব্দে প্রথম বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় ? =১৮১৭ খ্রিস্টাব্দে। ৪৭.আ্যংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেন? = রাজা রামমোহন রায়। ৪৮.কত খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠিত হয়? =১৮২২ খ্রিস্টাব্দে। ৪৯.ক্যালকাটা স্কুল সোসাইটি কে, কবে প্রতিষ্ঠা করেন ? = ডেভিড হেয়ার,১৮১৮ খ্রিস্টাব্দে। ৫০. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? =উইলিয়াম কেরি, মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড কে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। ৫১. শ্রীরামপুর কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ? = ১৮১৮ খ্রিস্টাব্দে। ৫২. এশিয়াটিক সোসাইটি কে, কবে প্রতিষ্ঠা করেন ? =উইলিয়াম জোনস,১৭৮৪ খ্রিস্টাব্দে। ৫৩.কে হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেন? =জন এলিয়ট ড্রিংকওয়াটার বেথুন। ৫৪. লালন ফকিরের জন্ম কোথায়? =১৭৭৪ খ্রিস্টাব্দে, বাংলাদেশের কুষ্টিয়ার ছেউড়িয়া গ্রামে। ৫৫. গোঁসাইজী নামে কে পরিচিত ছিলেন? =বিজয়কৃষ্ণ গোস্বামী। ৫৬. আদি ব্রাহ্মসমাজ এর নেতা কে ছিলেন ? =দেবেন্দ্রনাথ ঠাকুর। ৫৭. ফকির অফ জঙ্গিরা এই কাব্যগ্রন্থটি কে রচনা করেন ? =ডিরোজিও। ৫৮. কোন বড়লাটের আমলে বিধবা বিবাহ আইন পাস হয়? =লর্ড ক্যানিং। ৫৮.সাধারন ব্রাহ্মসমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? =১৮৭৮ খ্রিস্টাব্দে। ৫৯.মেয়েদের মধ্যে প্রথম কে এম পাস করেন? = চন্দ্রমুখী বসু। ৬০. ব্রাহ্মধর্মের প্রবর্তক কে? =রাজা রামমোহন রায়।
Previous
Next Post »

কিনলেই ক্যাশব্যাক