(চতুর্থ অধ্যায়)
(সংঘবদ্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ)
১. সিপাহী বিদ্রোহের সূচনা কত খ্রিস্টাব্দে হয়?
=১৮৫৭ খ্রিস্টাব্দে।
২. ব্যারাকপুর সেনাছাউনিতে কবে ঘটে?
=১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ ।
৩.১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?
=মঙ্গল পান্ডে।
৪. মিরাটে কবে বিদ্রোহ শুরু হয়?
=১৮৫৭ খ্রিস্টাব্দের ১০ মে।
৫. এনফিল্ড রাইফেলের কার্তুজের খোলসটিতে কি লাগানো থাকতো?
=গরু ও শূকরের চর্বি।
৬. দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
=দ্বিতীয় বাহাদুর শাহ।
৭. লক্ষ্মীবাঈ কোন রাজ্যের রানী ছিলেন?
=ঝাসি রাজ্যের।
৮. তাতিয়া তোপি কে ছিলেন ?
=নানা সাহেবের সেনাপতি।
৯. তাতিয়া তোপির আসল নাম কি?
=রামচন্দ্র পান্ডুরঙ্গ তোপি।
১০. নানাসাহেব কে ছিলেন?
=নানাসাহেব ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র এবং ১৮৫৭ খ্রিস্টাব্দের অন্যতম একজন নেতা।
১১. কোন ইংরেজ লখনউ পুনর্দখল করেন?
=স্যার কলিন ক্যাম্পবেল।
১২. একজন ব্রিটিশ সেনাপতির নাম লেখ যিনি ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন?
=হ্যাভলক।
১৩. ডিসরেলি কে ছিলেন?
=১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের সময়কালে ইংল্যান্ডের টরি পার্টির নেতা।
১৪. কে ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ কে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন?
=ডিসরেলি।
১৫. কে ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন?
=বিনায়ক দামোদর সাভারকর।
১৬.The Sepoy Mutiny and the Revolt of 1857---গ্রন্থটির লেখক কে?
=ড. রমেশচন্দ্র মজুমদার।
১৭. ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে?
=জহরলাল নেহেরু।
১৮. History of the Freedom Movement in India - কার লেখা?
=শৈলেন্দ্রনাথ সেনের।
১৯. ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থের রচয়িতা কে ?
=ভ্যালেন্টাইন চিরল।
২০. কোন পত্রিকায় বিদ্রোহীদের ব্যঙ্গ করে ইংরেজ রাজত্বকে স্বাগত জানানো হয়েছিল?
=সংবাদ প্রভাকর পত্রিকা।
২১.১৮৫৮ খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় কয়েকজন বিশিষ্ট বাঙালি নেতার নাম লেখ?
=কিশোরীচাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখার্জী, রাজা রাধাকান্ত দেব প্রমুখ।
২২. দুটি পত্রিকার নাম লেখ যেখানে বিদ্রোহী সিপাহিদের সাফল্য কামনা করা হয়েছিল?
=সমাচার সুধাবর্ষণ ও হিন্দু প্যাট্রিয়ট।
২৩. কোন আইন দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে?
=১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন দ্বারা।
২৪. মহারানীর ঘোষণাপত্র কবে জারি করা হয়?
=১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর।
২৫. মহারানীর ঘোষণাপত্র কে পাঠ করেন ?
=লর্ড ক্যানিং।
২৬. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
=লর্ড ক্যানিং।
২৭. বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয় ?
=১৮৩৬ খ্রিস্টাব্দে।
২৮. কারা বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন?
=কালিনাথ চৌধুরী ও প্রসন্নকুমার ঠাকুর প্রমুখ।
২৯. জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়?
=১৮৩৮ খ্রিস্টাব্দে।
৩০. জমিদার সভা কারা প্রতিষ্ঠা করেন?
=রাজা রাধাকান্ত দেব, প্রসন্নকুমার ঠাকুর ও প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
৩১. জমিদার সভার সভাপতি কে ছিলেন?
=রাজা রাধাকান্ত দেব।
৩২. জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন?
=প্রসন্নকুমার ঠাকুর।
৩৩. জমিদার সভার প্রাণপুরুষ কে ছিলেন?
=প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
৩৪. জমিদার সভা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য কি ছিল?
=জমিদার ও ধনীশ্রেণীর স্বার্থ রক্ষা করা।
৩৫. ইন্ডিয়া লিগ কে প্রতিষ্ঠা করেন?
=শিশির কুমার ঘোষ।
৩৬. ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন?
=রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়।
৩৭. ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন?
=আনন্দমোহন বসু।
৩৮. ভারত সভার শাখা কোথায় ছিল?
=এলাহাবাদ, মিরাট ও লাহোরে।
৩৯. ভারতসভার উদ্দেশ্য কি ছিল ?
=জনমত গঠন করা, ঐক্য ও মৈত্রী গড়ে তোলা এবং রাজনৈতিক আন্দোলনে সাধারণ মানুষকে শামিল করা।
৪০. নাট্যাভিয়ান নিয়ন্ত্রণ আইন তো খ্রিস্টাব্দে জারি করা হয়?
=১৮৭৬ খ্রিস্টাব্দে।
৪১. দেশীয় সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়?
=১৮৭৮ খ্রিস্টাব্দে।
৪২. হিন্দুমেলা কবে প্রতিষ্ঠিত হয়?
=১৮৬৭ খ্রিস্টাব্দে।
৪৩. হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কারা ছিলেন?
=নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু প্রমুখ।
৪৪. হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন?
=গগেন্দ্রনাথ ঠাকুর।
৪৫. হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল?
=হিন্দুদের ঐক্যবদ্ধ করা এবং আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলাই হিন্দু মেলার উদ্দেশ্য ছিল।
৪৬. ন্যাশনাল পেপার কি?
=হিন্দুমেলার বিষয়বস্তু নিয়ে লেখা পত্রিকাটি হল ন্যাশনাল পেপার।
৪৭. ন্যাশনাল পেপার এর প্রকাশক কে ছিলেন?
=নবগোপাল মিত্র।
৪৮. ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
=১৮৮৫ খ্রিস্টাব্দে।
৪৯. হিন্দু মেলা কত দিন চালু ছিল?
=প্রায় ১৪ বছর (১৮৬৭-১৮৮০)।
৫০. আনন্দমঠ উপন্যাসটি কোন পটভূমিতে রচিত?
=ছিয়াত্তরের মন্বন্তরের।
৫১. কে বন্দেমাতরম সংগীতের ইংরেজি অনুবাদ করেন?
=শ্রী অরবিন্দ ঘোষ।
৫২. আনন্দমঠ গ্রন্থের রচয়িতা কে এবং এটি কবে প্রকাশিত হয়?
=বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ১৮৮২ খ্রিস্টাব্দে ১৫ ডিসেম্বর প্রকাশিত হয়।
৫৩. কে স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন?
=আর জি প্রধান।
৫৪. গোরা উপন্যাসের রচয়িতা কে?
=রবীন্দ্রনাথ ঠাকুর।
৫৫. প্রথম কবে গোরা উপন্যাস প্রকাশিত হয়?
=১৯১০ খ্রিস্টাব্দে।
৫৬. গোরা উপন্যাসের মূল চরিত্র কোনটি?
=আইরিশ যুবক গোরা।
৫৭. একটি ব্যঙ্গচিত্র শিল্পীর নাম করো?
=গগেন্দ্রনাথ ঠাকুর।
৫৮. চিত্রকলার ইতিহাসে আধুনিকতার পথিকৃৎ কাকে বলা হয়?
=গগেন্দ্রনাথ ঠাকুর কে
৫৯.Indian Society of Oriental Art -------কে প্রতিষ্ঠা করেন?
=গগেন্দ্রনাথ ঠাকুর।
৬০. গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র গুলির উদ্দেশ্য কি ছিল?
=ঔপনিবেশিক শাসন সম্বন্ধে সচেতনতা সৃষ্টি করা।
৬১. সিপাহী বিদ্রোহ কবিতাটি কে রচনা করেন?
=সুকান্ত ভট্টাচার্য।
৬২.Eighteen Fifty Seven গ্রন্থটির রচয়িতা কে?
=সুরেন্দ্রনাথ সেন।
সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক
Indian History 2022
hs mp history shorts question wbbse wbchse abta test paper hs history suggestion 2022 all question answer
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)
ConversionConversion EmoticonEmoticon