সবথেকে সস্তায় কিনুন / কিনলেই ক্যাশব্যাক

hs mp history shorts question wbbse wbchse abta test paper hs history suggestion 2022 all question answer

(সপ্তম অধ্যায়)
 (বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ)
 ১. ভারতের প্রথম কবে আদমশুমারি হয়? =১৮৭২ খ্রিস্টাব্দে। 
 ২. ভারত স্ত্রী মহামণ্ডল কে স্থাপন করেন? =সরলাদেবী চৌধুরানী।
 ৩. কত খ্রিস্টাব্দে ভারত স্ত্রী মহামন্ডল স্থাপিত হয়? =১৯১০ খ্রিস্টাব্দে।
 ৪. কবে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল? =১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর।
 ৫. বয়কট এর প্রস্তাব কোন পত্রিকার প্রচার করেন? =সঞ্জীবনী পত্রিকা।
 ৬. কবে লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা হয়? =১৯০৩ খ্রিস্টাব্দে।
 ৭. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? =কৃষ্ণকুমার মিত্র। 
 ৮. বাংলার নারী সমাজ কবে অরন্ধন দিবস পালন করেন? =১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর। 
 ৯. বীরাষ্টমী ব্রত ও প্রতাপাদিত্য উৎসব কে চালু করেন? =সরলাদেবী চৌধুরানী।
 ১০. বাংলায় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম লেখ? =কুমুদিনী বসু (মিত্র)।
 ১১. রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর বাড়িতে কে ব্রতকথা পাঠ করেছিল? =গিরিজাসুন্দরী দেবী।
 ১২. ভারতের রাজনীতিতে গান্ধী যুগের সূচনা হয় কবে? =১৯১৫ খ্রিস্টাব্দে। 
 ১৩. অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? =১৯২০ খ্রিস্টাব্দে।
 ১৪. অসহযোগ আন্দোলনের কয়েকজন নেত্রীর নাম লেখ? =বাসন্তী দেবী, উর্মিলা দেবী ও সুনীতি দেবী প্রমুখ।
 ১৫. উর্মিলা দেবী কেন বিখ্যাত? =উর্মিলা দেবী ছিলেন অসহযোগ আন্দোলনের অন্যতম নেত্রী এবং চিত্তরঞ্জন দাশের ভগিনী।
 ১৬. নারী কর্ম মন্দির কে, কবে প্রতিষ্ঠা করেন? =উর্মিলা দেবী, ১৯২১ খ্রিস্টাব্দে। 
 ১৭. গান্ধীজী ডান্ডি উপকূল এর উদ্দেশ্যে কবে যাত্রা শুরু করেন? =১৯৩০ খ্রিস্টাব্দের ১২ মার্চ।
 ১৮. ধরসানা লবনগোলা সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন? =সরোজিনী নাইডু।
 ১৯. ওয়াদালা লবণগোলার সত্যাগ্রহ কে নেতৃত্ব দেন? =কমলাদেবী চট্টোপাধ্যায়।
 ২০. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? =১৯৪২ খ্রিস্টাব্দের ৯ আগস্ট।
 ২১. গান্ধী বুড়ি কাকে বলা হয়? =মাতঙ্গিনী হাজরা কে।
 ২২. কোথায় ,কোন সময় তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়? =মেদিনীপুরের তমলুকে ১৯৪২ খ্রিস্টাব্দে।
 ২৩. ভূপেন্দ্রনাথ দত্ত কাকে ভারতীয় বিপ্লববাদের উদগাতা বলেছেন? =ভগিনী নিবেদিতা কে।
 ২৪. করেঙ্গে ইয়া মারেঙ্গে এর ডাক কে দিয়েছিলেন? =মহাত্মা গান্ধী।
 ২৫. আসামে ভারত ছাড়ো আন্দোলন কোন নারী উল্লেখযোগ্য ভূমিকা নেন? =কনকলতা বড়ুয়া
। ২৬. কবে নারীদের ভোটাধিকারের স্মারকলিপি পেশ করা হয়? =১৯১৭ খ্রিস্টাব্দে।
 ২৭. The Spark of Revolution গ্রন্থটি কার লেখা ? =অরুণচন্দ্র গুহ।
 ২৮. কোন বিপ্লবী বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করেন? =বীণা দাস।
 ২৯. কত খ্রিস্টাব্দে দিপালী সংঘ প্রতিষ্ঠিত হয়? =১৯২৩ খ্রিস্টাব্দে।
 ৩০. দিপালী সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয়? =ঢাকায়।
 ৩১. জয়শ্রী পত্রিকা কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন? =দিপালী সংঘের সাথে ।
 ৩২. দিপালী সংঘের উদ্দেশ্য কি ছিল? =মেয়েদের মুক্তিযুদ্ধের জন্য তৈরি করা।
 ৩৩. প্রীতিলতা কোন অভিযানে নেত্রী ছিলেন? =পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব অভিযানের ।
 ৩৪. ফুলতার কার ছদ্মনাম? =প্রীতিলতা ওয়াদ্দেদারের। 
 ৩৫. ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ কে? =প্রীতিলতা ওয়াদ্দেদার। 
 ৩৬. সুভাষচন্দ্র বসু কবে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন? =১৯৪৩ খ্রিস্টাব্দে।
 ৩৭. ঝাঁসির রানী রেজিমেন্ট কবে গঠিত হয়? =১৯৪৩ খ্রিস্টাব্দে।
 ৩৮. ঝাঁসির রানী রেজিমেন্টের প্রধান দায়িত্ব কার ছিল? =ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন এর ।
 ৩৯. অনুশীলন সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন? =সতীশচন্দ্র বসু ,১৯০২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন।
 ৪০. ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? =পুলিনবিহারী দাস।
 ৪১. লীলা নাগ (রায়) কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন? =দিপালী সংঘের সাথে। 
 ৪২. কল্পনা দত্ত কবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন? =১৯৩৪ খ্রিস্টাব্দে।
 ৪৩. যুগান্তর দলের একজন ছাত্রী সদস্যের নাম লেখ? =কল্পনা দত্ত।
 ৪৪. ১৯৩০-৩১ খ্রিস্টাব্দে ডিনামাইট ষড়যন্ত্রে কোন মহিলা বিপ্লবী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন? =কল্পনা দত্ত।
 ৪৫. গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? =আমেরিকায় । 
 ৪৬. গদর শব্দের অর্থ কি? =বিপ্লব।
 ৪৭. অভিনব ভারত কে গঠন করেন? =বিনায়ক দামোদর সাভারকর ।
 ৪৮. ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? =বাসুদেব বলবন্ত কে।
 ৪৯. ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? =সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
 ৫০. এন্টি সার্কুলার সোসাইটির প্রধান সমর্থক কে? =কৃষ্ণকুমার মিত্র। 
 ৫১. স্বদেশী আন্দোলনের যুগে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে কি বলা হত? =গোলদিঘির গোলামখানা।
 ৫২. কবে প্রিন্স অফ ওয়েলস ভারতে এসেছিলেন? =১৯২১ খ্রিস্টাব্দে ১৭ নভেম্বর। ৫৩. ঢাকায় তৈরি হওয়া হেমচন্দ্র ঘোষের দলটির নাম কি? =মুক্তি সংঘ।
 ৫৪. মুক্তি সংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? =১৯০৫ খ্রিস্টাব্দে ।
 ৫৫. ক্ষুদিরাম বসুর ফাঁসি কবে হয়? =১৯০৮ খ্রিস্টাব্দে। 
 ৫৬. চট্টগ্রামে বিপ্লববাদের অগ্নিপুরুষ কে ছিলেন? =সূর্যসেন। 
৫৭. মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? =সূর্যসেন।
 ৫৮. রাইটার্স বিল্ডিং অভিযান বিনয়-বাদল-দীনেশ কাকে হত্যা করেন? =আই জি কর্নেল সিম্পসনকে।
 ৫৯. দলন শব্দটির অর্থ কি? =বলপূর্বক দমন করা।
 ৬০. দলিত কথাটির উৎ
 ৬১. রশিদ আলী কে ছিলেন? =আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন ছিলেন।
 ৬২. স্ট্যানলি জ্যাকসনকে কে গুলি করেন? =বীণা দাস। 
 ৬৩. রশিদ আলী দিবস কোথায় পালিত হয়? =কলকাতায়।
 ৬৪. মাস্টারদা কোথায় ব্রিটিশদের হাতে ধরা পড়েন? =চট্টগ্রামের গৈড়লা গ্রামে।
 ৬৫. বীণা দাস কে ছিলেন? =সুভাষচন্দ্র বসুর শিক্ষাগুরু বেণীমাধব দাসের কন্যা। 
 ৬৬. গুলামগিরি গ্রন্থের লেখক কে? =জ্যোতিরাও ফুলে। 
 ৬৭. সত্যশোধক সমাজের মুখপাত্রের নাম কি? =দীন মিত্র।
 ৬৮. জাস্টিস পার্টি কবে গঠন করা হয়? =১৮১৬ খ্রিস্টাব্দে। 
 ৬৯. গান্ধীজীর দলিত সম্প্রদায়ের কি নামকরণ করেছিলেন? =হরিজন।
 ৭০. গুরুভায়ুর সত্যাগ্রহ কোথায় হয়েছিল ? =মালাবার উপকূল অঞ্চলে।
 ৭১. নমঃশূদ্ররা পূর্বে কি নামে পরিচিত ছিল? =চন্ডাল।
 ৭২. পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? =গান্ধীজী এবং আম্বেদকরের মধ্যে। 
 ৭৩. বাংলার নমঃশূদ্র আন্দোলনের জনক কে ছিলেন? =শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর। 
 ৭৪. মতুয়া আন্দোলনের সূচনা কোথায় হয়? =বাংলাদেশের ফরিদপুরে।
 ৭৫. আম্বেদকরের পুরো নাম কি ? =ভিমরাও রামজি আম্বেদকর।
 ৭৬. আম্বেদকর কোন সম্প্রদায়ের মানুষ ছিলেন? =মাহার ।
Previous
Next Post »

কিনলেই ক্যাশব্যাক