(অষ্টম অধ্যায়)
{(উত্তর-উপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব--(১৯৪৭-১৯৬৪)}
১. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
=লর্ড মাউন্টব্যাটেন।
২. ভারত স্বাধীন হওয়ার সময় বিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
=ক্লিমেন্ট এটলি।
৩. স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যা কত ছিল?
=৩৯ কোটি।
৪. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
=ড. রাজেন্দ্র প্রসাদ।
৫. ভি পি মেনন কে ছিলেন?
=স্বরাষ্ট্রমন্ত্রীকে বল্লভভাই প্যাটেলের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণের সময় ওই বিভাগের সচিব হন ভি পি মেনন।
৬. ভারতের বিসমার্ক কাকে বলা হয়?
=সর্দার বল্লভভাই প্যাটেল কে।
৭. ভারতের লৌহ মানব কাকে বলা হয়?
=সর্দার বল্লভভাই প্যাটেল কে।
৮. দেশীয় রাজ্যগুলির মোট জনসংখ্যা কত ছিল?
=৯০ কোটি।
৯. দেশীয় রাজ্য জুনাগর কোন অঞ্চলে অবস্থিত?
=গুজরাটে।
১০. ভারতের যোগদানের জন্য জুনাগড়ে কবে গণভোট হয়েছিল?
=১৯৪৮ খ্রিস্টাব্দের ২০ ফেব্রুয়ারি।
১১. মেহেরচাঁদ মহাজন কে ছিলেন?
=কাশ্মীরের প্রধানমন্ত্রী।
১২. পাকিস্তানি হানাদার বাহিনী কবে কাশ্মীরে প্রবেশ করে?
=১৯৪৭ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর।
১৩. রাজা হরি সিং কবে ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন?
=১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ অক্টোবর।
১৪. আজাদ কাশ্মীর সরকার কি?
=পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সরকার আজাদ কাশ্মীর সরকার নামে পরিচিত।
১৫. কাশ্মীরে কবে যুদ্ধবিরতি ঘোষিত হয়?
=১৯৪৮ খ্রিস্টাব্দের ৩১ ডিসেম্বর।
>১৬. রাজাকার বাহিনী কখন গড়ে ওঠে?
=হায়দ্রাবাদের ভারতভুক্তির সময়ে কাসিম রিজভীর নেতৃত্বে রাজাকার বাহিনী গড়ে ওঠে।
১৭. দেশীয় রাজ্য দপ্তরের প্রধান কে ছিলেন?
=সর্দার বল্লভভাই প্যাটেল।
১৮. গোয়া কবে ভারতের সঙ্গে যুক্ত হয়?
=১৯৬১ খ্রিস্টাব্দে।
১৯. ভারতভুক্তি জন্য গোয়ায় সেনা অভিযানে নেতৃত্ব দেন কে?
=জেনারেল জয়ন্তনাথ চৌধুরী।
২০. কমিউনিস্টদের নেতৃত্বে হায়দ্রাবাদের কোথায় কৃষক বিদ্রোহ ঘটেছিল?
=তেলেঙ্গানা অঞ্চলে।
২১. আধার মানিক গ্রন্থটি কে রচনা করেন?
=মহেশ্বেতা দেবী।
২২. একটি জীবন গ্রন্থের লেখক কে?
=বুদ্ধদেব বসু।
২৩. মণিকুন্তলা সেনের আত্মজীবনীর নাম কি?
=সেদিনের কথা।
২৪. Forgotten Atrocities কে রচনা করেন?
=বি কে গুপ্তার।
২৫. কেয়াপাতার নৌকা কার লেখা?
=প্রফুল্ল রায়ের।
২৬. পাঞ্জাবে কে জমি বন্টনের দায়িত্ব পালন করেন?
=তারলোক সিং।
২৭. ভারতের কোন দুই রাজ্য দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল?
=পাঞ্জাব ও বাংলা।
২৮. দেশভাগের পেক্ষাপটে লেখা খুশবন্ত সিং -এর বইটির নাম কি?
=ট্রেন টু পাকিস্তান।
২৯.Indian Co-operative Union কার নেতৃত্বে গড়ে ওঠে?
=কমলাদেবী চট্টোপাধ্যায়ের।
৩০. পশ্চিমবঙ্গের প্রথম উদ্- বাস্তু কমিশনার কে ছিলেন?
=হিরণময় বন্দোপাধ্যায়।
৩১. কলকাতার কোন কোন অঞ্চলে উদ্-বাস্তু কলোনি গড়ে উঠেছিল?
=যাদবপুর, কসবা, সন্তোষপুর, গড়িয়া ও বেহালা প্রভৃতি অঞ্চলে।
৩৩. নেহেরু লিয়াকৎ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
=১৯৫০ খ্রিস্টাব্দের ৮ এপ্রিল।
৩৪. নেহেরু লিয়াকৎ চুক্তির অপর নাম কি?
=দিল্লি চুক্তি।
৩৫. পশ্চিমবঙ্গের উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য কোন মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছিলেন?
=ডঃ বিধানচন্দ্র রায়।
৩৬. ভাষাভিত্তিক প্রদেশ গঠনের কথা কবে থেকে উঠতে শুরু করে?
=১৯২১ খ্রিস্টাব্দ থেকে।
৩৭. ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের প্রধান কে ছিলেন?
=জহরলাল নেহেরু।
৩৮. ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কার নেতৃত্বে তৈরি হয়?
=বিচারপতি এস কে দরের নেতৃত্বে।
৩৯. কংগ্রেসের উদ্যোগে কবে পৃথক ভাষাভিত্তিক প্রদেশ কমিটি গঠিত হয়?
=১৯৪৮ খ্রিস্টাব্দে।
৪০. ভাষাভিত্তিক প্রদেশ কমিটির অপর নাম কি?
= JVP কমিটি।
৪১. রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয়?
=১৯৫৬ খ্রিস্টাব্দে।
৪২. পৃথক অন্ধ্র রাজ্যের দাবিতে কে অনশন করেন?
=নেতা পাত্তি শ্রীরামালু।
৪৩. পাত্তি শ্রীরামালু কবে অনশন শুরু করেন?
=১৯৫২ খ্রিস্টাব্দের ১৯ অক্টোবর।
৪৪. দেশভাগের পেক্ষাপটে লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসটির নাম কি?
=বিপাশা।
৪৫. পত্তি শ্রীরামালু কতদিন অনশন করেন?
= ৫৮ দিন।
৪৬. পত্তি শ্রীরামালু কবে প্রাণ ত্যাগ করেন?
=১৯৫২ খ্রিস্টাব্দের ১৫ ডিসেম্বর।
৪৭. অন্ধপ্রদেশ রাজ্যটি কবে গঠিত হয়?
=১৯৫৩ খ্রিস্টাব্দের ১ অক্টোবর।
৪৮. সংবিধানের কোন অংশে ভাষা সংক্রান্ত আলোচনা রয়েছে?
=সপ্তদশ অংশে।
৪৯. সরকারি ভাষা কাকে বলে?
=সরকারি কাজকর্ম যে ভাষা সমগ্র দেশে ব্যবহৃত হয় তাকে সরকারি ভাষা বলে।
৫০. কে দ্বিভাষিক রাষ্ট্রভাষা নীতি গ্রহণ করেন?
=ইন্দিরা গান্ধী।
৫১. কত খ্রিস্টাব্দে দ্বিভাষিক রাষ্ট্রভাষা স্বীকৃতি পায়?
=১৯৬৭ খ্রিস্টাব্দে।
৫২. ভারতীয় সংবিধানে স্বীকৃত আঞ্চলিক ভাষা কয়টি?
=২২ টি।
৫৩. বোম্বাই প্রদেশ কবে বিভাজিত হয়?
=১৯৬০ খ্রিস্টাব্দের মে মাসে।
৫৪. বোম্বাই প্রদেশ বিভাজিত হয়ে কোন কোন রাজ্য তৈরি হয়?
=মহারাষ্ট্র ও গুজরাট।
৫৫. মালাবার, ত্রিবাঙ্কুর, কোচিন যুক্ত হয়ে কোন রাজ্য গঠিত হয়?
=কেরালা রাজ্য।
৫৬. পাঞ্জাব কবে বিভক্ত হয়?
=১৯৬৬ খ্রিস্টাব্দে।
৫৭. ভারত স্বাধীন হল গ্রন্থটি কার লেখা?
=মৌলানা আবুল কালাম আজাদ।
৫৮. Pakistan or Partition of Indian গ্রন্থটির লেখক কে?
=ভীমরাও আম্বেদকর।
৫৯. Midnight's Children গ্রন্থটির রচয়িতা কে?
=সলমন রুশদি।
৬০. অন্তর্জলী যাত্রা গ্রন্থটি কার লেখা?
=কমলকুমার মজুমদার।
৬১. Demand for Pakistan গ্রন্থটির রচয়িতা কে?
=আয়েশা জলাল।
ConversionConversion EmoticonEmoticon